হিন্দুদের ঈশ্বর অনেক?

হিন্দুদের ঈশ্বর অনেক?


|| হিন্দুদের ঈশ্বর অনেক?  ||


অহিন্দুঃ  তোমাদের ঈশ্বর এতজন কেন?


শ্যামাপদঃ

 আপনি মায়ের কাছে সন্তান,বউয়ের কাছে স্বামী,বোনের কাছে দাদা।

আপনি এক হয়েও প্রিয়জনের কাছে চিন্তা ও ভাবে বিভিন্নরূপে।

এখন যদি আপনাকে জিজ্ঞাস করি - আপনি এত জন কেন?

এ প্রশ্নটি যেমন অবান্তর। তেমনি ঈশ্বরের বিভিন্ন রূপ দেখে আপনার এ প্রশ্নটিও অবান্তর।


বেদেই সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়া হয়েছে-


"সেই সদ্বস্তু অর্থাৎ পরব্রহ্ম এক ও অদ্বিতীয়। কিন্তু জ্ঞানীগণ তাঁকেই ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য (সূর্য্য), সুপর্ণ, গরুড়, যম, বায়ু ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করে থাকেন।"

(ঋগ্বেদ: ১.১৬৪.৪৬)


"জীবের হৃদয়ে পরমাত্মা অবস্থিত। তিনিই ব্রহ্ম, তিনিই শিব, তিনিই হরি, তিনিই ইন্দ্র। তিনি অক্ষর, স্বয়মদীপ্ত রাজা, তিনিই জীবের শ্রেষ্ঠ গতি।"

(তৈত্তিরীয় আরণ্যক:১০.১৩.১২)


ঈশ্বর আপনার মঙ্গল করুক।

|| কথার ছলে ঈশ্বরতত্ত্ব ||

~ শ্যামাপদ


#collected

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ