‘মালাউন’ গালি পাকিস্তানীদের : আনোয়ারুজ্জামানকে দল থেকে বহিস্কারের দাবি হিন্দু মহাজোটর

‘মালাউন’ গালি পাকিস্তানীদের : আনোয়ারুজ্জামানকে দল থেকে বহিস্কারের দাবি হিন্দু মহাজোটর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৫  

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুশান্ত দাশ গুপ্তকে আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও শাহনেওয়াজ কর্তৃক ‘মালাউন’ গালি দেয়ার প্রতিবাদে শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদেরকে অবিলম্বে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়।

গত ৫ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ সুশান্ত দাশ গুপ্তকে মালাউন বলে গালি দেন এবং শাহনেওয়াজের সাথে সুর মিলিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী একইভাবে গালি দেন বলে অভিযোগ করেছেন রাকেশ রায়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আনোয়ারুজ্জামানের এমন মন্তব্য বাংলাদেশের আপামর হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যথিত করেছে। তার এই গালি চরম দৃষ্টতার শামিল। তাদের এমন মন্তব্যকে কেন্দ্র করে সিলেট, বাংলাদেশ ছাড়াও গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তাদের বিরুদ্ধে হিন্দু সমাজের প্রতিবাদ অব্যাহত রয়েছে।

‘মালাউন’ গালি পাকিস্তানীদের ভাষা উল্লেখ করে রাকেশ রায় বলেন, বাঙ্গালীদের মুখে এরকম শব্দ মানায় না। স্বাধীনতার পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ছাতকের এক জনসভায় হিন্দুদের মালাউন গালি দেওয়ায় হিন্দুরা প্রতিবাদমুখর হয়ে উঠেছিল। পরবর্তীতে এজন্য এরশাদ ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন।

তিনি বলেন, 

যুক্তরাজ্য আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর মুখে এরকম সাম্প্রদায়িক উক্তি কোনভাবেই কাম্য নয়। কারণ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক আদর্শে, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

আনোয়ারুজ্জামানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। অন্যথায় দেশব্যাপী কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানকে দল থেকে বহিস্কার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ