হাজারো ঘটনার মধ্যে নিচের দুটো চিত্রের ঘটনা দুটো একটু বিবেচনা করি, আশা করি সিক্রেট একটা মেসেজ so called rationalists এবং secular হিন্দুদের নিজেদের ideology চয়েসে সহযোগিতা করবে।
ঘটনা ১: ছবির ১ম ব্যক্তি একজন ক্রীড়া সাংবাদিক। তার সকল ভিডিওর শুরুতেই তিনি তার স্বধর্মীয় সম্ভাষণ "আস্সালাম***ম" দিয়ে শুরু করেন। কিছু ব্যক্তি তাকে এরুপ ধর্মীয় সম্ভাষণ দিয়ে ব্লগ শুরু করার আপত্তি জানালে, তিনি ক্লিয়ার কাট বলেন,
"আমি জানি আমার সকল ভিউয়ারস মুসলিম নন। কিন্তু, আমি আমার পারিবারিক শিক্ষা, স্বধর্মীয় রীতি পালনের অধিকার রাখি। সে প্রেক্ষিতে সালাম দেওয়াটা আমার অধিকার, আমার সংষ্কৃতি।"
ঘটনা ২: আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার একমাত্র সুযোগ হলো, মাহমুদউল্লাহকে আফগানিস্তান সিরিজে খেলতেই হবে, পারফর্ম করেই জায়গা নিশ্চিত করতে হবে।
অথচ, তার পেশাদারিত্ব + do or die সিরিজটি তার ধর্মীয় আচারের চেয়ে বেশি নয়। তাই অবলীলায় হজের জন্য ক্রিকেটকেও ছাড়তে রাজি।
এবার আসি মূল কথায়। ছোটকাল থেকেই শুনে এসেছি বাড়ির বড়জন থেকে শুরু করে বিশিষ্ট হিন্দু সেলিব্রিটি, বুদ্ধিজীবী সকলের কাছ থেকে একটা কথা। তা হলো,
"পেশাদারিত্বের সাথে ধর্ম মেশাবেন না"
"বিজ্ঞানের সাথে ধর্ম মেলাবে না"
"সকল ধর্ম ও সংষ্কৃতিকেই নিজের সাথে সমন্বয় করে চলবে।"
অদ্ভুত লাগে ঐ জায়গায়,
ছাগল দাঁড়ির মুখমন্ডল তাদের স্বজাতির কাছে নূরানী পবিত্র। পেশাদারিত্বে স্ব ধর্মকে অনিচ্ছা সত্ত্বেও ধরে রাখে এবং গৌরবোজ্জ্বল করে। রোজ শব্দদূষণ করেও তারা তাদের সংষ্কৃতির গর্ববোধ করে। হারামের আইটেম গানের টাকা, খেলার টাকা দিয়ে মাদ্রাসা, মসজিদ নির্মাণ করে। সমাজের একটা বড় অংশ যেন হাফেজ হয়।
অথচ, দুবেলা সান্ধ্যোপসানা আমাদের অভিভাবকদের কাছে ব্যাকডেটেড। নববর্ষের বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও শ্রদ্ধা করা uncultured ritua। পেশাদারিত্বের দোহাই দিয়ে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান কর্মস্থলে পালনের অনীহা। ধুতি পড়ে রাস্তায় বের হওয়া নাকি old culture। সমস্বরে উচ্চস্বরে পাড়া মহল্লা, এমনকি নিজের ঘরে গীতাপাঠ করাও লজ্জার বিষয়।
আমাদের পূর্বজ, পিতা মাতাদের এসব খামখেয়ালীপনা, সেকুলারিজম আমাদের ধ্বংস করেছে। অনাগত প্রজন্মের জন্য এখন ও কি আমাদের পেশাদারিত্বের অজুহাত দেওয়া বন্ধ করা উচিত নয়?
যদি উত্তর "হা" হয় তবে,
আজ থেকেই কি নিজগৃহে ২০ মিনিট সময় সন্তানের জন্য বরাদ্দ করুন। শাস্ত্রজ্ঞানের পাশাপাশি এ ২০ মিনিট তাকে কাণ্ডজ্ঞানের পাঠ দিন।
0 মন্তব্যসমূহ