সময় স্পেশাল, ১৬ টা ৯ মিনিট, ৩০ সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একে একে উদ্ধার করা হয়েছে ৬৯টি মরদেহ। এখনও নিখোঁজ তিনজন। তাদের সন্ধানে নদীতীরে ভিড় করছেন স্বজনরা। এদের মধ্যে কেউ কেউ নৌকা নিয়ে নদীতে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ষষ্ঠ দিনে গড়িয়েছে ফায়ার সার্ভিস ও ডুবুরিদের উদ্ধার অভিযান। এদিকে নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। গত রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে শতাধিক যাত্রী নিয়ে এ নৌকাডুবির আদ্যোপ্রান্ত তুলে ধরা হলো:
পঞ্চগড়ে নৌকাডুবি: এ যেন মহালয়াতেই বিসর্জন!
নাওমি নাসরিন
প্রতিবছর মহালয়ার দিনে কমপক্ষে ২০ হাজারের বেশি মানুষ আউলিয়া ঘাট থেকে নৌকায় করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে যান। রোববার (২৫ সেপ্টেম্বর) ৩০ জন ধারণ ক্ষমতার একটি নৌকা শতাধিক যাত্রী নিয়ে মহালয়ার অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন। এ সময় ট্রলারটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রীচাপে কিছু দূর যাওয়ার পর ডুবে যায় নৌকাটি। মুহূর্তেই উৎসব শোকে পরিণত হয়। অনেকেই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ বাকিরা ডুবে যায়।
এদিকে ডুবে যাওয়ার কয়েক সেকেন্ড আগে হ্যান্ডমাইকে নৌকার মাঝিকে সাবধানও করেছিল পুলিশ। তবে, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সামনেই নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কি-না তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি।
এদিকে উদ্ধার কাজ এখনও চলছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ষষ্ঠ দিনের মতো করতোয়া নদীতে নৌকাডুবির এ ঘটনায় নিখোঁজ ৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিরা। এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম সময় সংবাদকে জানান, ষষ্ঠ দিনের মতো ভোর থেকে আবারও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৭০ জন জনবল নিয়ে এ অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া রংপুর বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।’
স্থানীয় প্রশাসন
পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এটি এ জেলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। এছাড়া দুর্ঘটনার পরপরই পঞ্চগড় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে কমিটির প্রধান করা হয়। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে তদন্ত কমিটির প্রদিবেদন জমা দেয়ার কথা।
মরদেহ হস্তান্তর
করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবার শেষকৃত্যও সম্পন্ন হয়েছে। মৃত ৬৯ জনের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের ১ জন রয়েছেন।
মৃত ৬৯ জনের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ১৮ জন। বাকি ২১ জন শিশু।
নৌকাডুবিতে মৃতরা হলেন: হাতেম আলী (৭০), শ্যামলী(১৪), লক্ষি রানি (১৪), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপালী ওরোফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), ধনবালা (৬০), সুমিত্রা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫), তারা রানি (২৫), বিষ্ণু (৩), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), শ্রেয়সী (৩), প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মিম্রয় (১৫), গেন্দা রানী (৫০), কনিকা রানী (৪০), সুমিত্রা রানী (৪৫), আদরী (৫০), পুষ্পা রানী (৫০), প্রতিমা রানী (৩৯), সূর্য মহন রায়, হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ কুমার (৩০), পারুল রানী (৩২) প্রতিমা রানী (৩৯), সজিব রায় (৮), শৈল্যবালা (৫৫), সনেকা (৫৭), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মন (২৮), মহেন নার্থ বর্মন (৩০), ভুমিকা রানী পূজা (১৫), আঁখি রানী (১৬), সুমি রানী (৩৪), পলাশ চন্দ্র বর্মণ (১৭), ধৃতি রানী (১০), পুতুল (১৫), কবিতা (১১), যতা রানী (৪০), মলিন্দ্র নাথ বর্মণ (৪৬), মনি ভুর্ষন (৪৬), মুনিকা (৩৮), দোলা রানী (৫) ও হিমালয় (২৫)।
এছাড়া নিখোঁজ রয়েছেন ভুবেন (৪০), সুরেন (৬৫) ও শিশু জয়া রানী (৪)।
বেঁচে ফিরল যারা
নৌকাডুবির ঘটনায় নির্বাক বেঁচে ফিরে আলো (২৫) ও অর্পিতা (১৭) দুই বোন। বাড়ির ৫ সদস্যকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তারা। কোনো সান্ত্বনাই যেন তাদের বিলাপ থামাতে পারছে না।
অন্যদিকে নৌকাডুবি থেকে বেঁচে আসা বীর মুক্তিযোদ্ধা মঙ্গলুর মেয়ে-জামাই বিনয় কান্নাজড়িত কণ্ঠে সময় সংবাদকে বলেন, ‘আমি আমার বউসহ পরিবারের ৭ সদস্যকে নিয়ে নৌকায় চড়ে বদেশ্বরীর মন্দিরে যাবার সময় চোখের পলকে নৌকাটি ডুবে যায়। পরিবারের সবাই ডুবে যায়। আমি শুধু বেঁচে আছি।’
ক্ষতিপূরণ
নৌকাডুবির ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা জানান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী।
তদন্ত কমিটি গঠন
পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, এটি এ জেলার ইতিহাসে সবচে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শোকে মুহ্যমান স্বজনরা
নিখোঁজদের সন্ধানে করতোয়ার তীরে ভিড় করেছিলেন স্বজনরা। এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটেছেন শুধুমাত্র শেষ বারের মতো প্রিয়জনের মুখটি দেখতে। নিখোঁজ ৩ জনের স্বজনরা বলেন, এখন তো আর জীবিত পাওয়ার আশা নাই। অন্তত মৃতদেহটা পেলে শান্তি পাবো।
অন্যদিকে এ ঘটনায় পরিবারের ছয় সদস্যকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বটতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মঙ্গলু বর্মন। জীবনের পড়ন্ত বেলায় এসে প্রাণপ্রিয় সন্তানসহ কাছের মানুষদের হারিয়ে এখন তিনি শোকে পাথর। কোনো সান্ত্বনাই তাকে শান্ত করতে পারছে না।
মঙ্গলু বর্মন বিলাপ করে বলছেন, ‘ছেলে-মেয়ে, বউমাসহ কাছের আত্মীয়-স্বজন, তারা সবাই তো ভগবানের আরাধনা করতেই নৌকায় গিয়েছিল। নৌকাডুবির ঘটনায় জামাই বেঁচে ফিরলেও ছেলে-মেয়ে, বউমাসহ আত্মীয়-স্বজন লাশ হয়ে ফিরে আসে। কিন্তু এখনও একজন নিখোঁজ রয়েছে।’ জীবনের পড়ন্ত বিকেলে এসে সব হারিয়ে এ বীর মুক্তিযোদ্ধা এভাবেই সারাদিন বিলাপ করছেন।
রেলমন্ত্রী
পঞ্চগড়ে নৌকাডুবির খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। করতোয়া নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির ব্রিজের কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের লোকও দেখেনি, ঘাটের লোকও দেখেনি। এ ঘটনায় যেমন আমাদের অবহেলা ও গাফিলতি রয়েছে, তেমনি যারা যাত্রী হিসেবে যাচ্ছিল তাদেরও গাফিলতি রয়েছে। ঘাটে যারা দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি এটাই চিরন্তন সত্য বলে মন্তব্য করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘ঘাটে কর্মরতরা কাজে অবহেলা করেছে। এর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। যদি কর্মরতরা ঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে দুর্ঘটনা ঘটত না।’ মন্ত্রী আরও বলেন, ‘কারা দায়িত্ব পালন করেছে, আর কারা করেনি তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদন হাতে পেলেই বোঝা যাবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসক এর পক্ষে ২০ হাজার টাকা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা ও রেলমন্ত্রীর পক্ষে থেকে ৫ হাজার টাকা দেয়া হবে।
এত প্রাণহানির পরেও কি আউলিয়া ঘাটে ব্রিজ হবে না?
স্বাধীনতার ৫০ বছরেও পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নির্মাণ হয়নি একটি ব্রিজ। এর আগে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও এবার নৌকাডুবিতে প্রাণ গেল ৬৯ জন মানুষের। তবে দ্রুত সময়ে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে বলে গতানুগতিক আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্যে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এ বছর না হলেও আগামী বছর ব্রিজের কাজ শুরু করা সম্ভব হবে।
এত প্রাণহানির কারণ কী?
কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, ঘটনার দিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে প্রচুর মানুষ এসেছিলেন। তাদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, দমকল বাহিনী, আনসার, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের করতোয়া নদীর দুই পাড়ে মোতায়েন করা হয়েছিল।
মানুষের হুড়োহুড়ি এবং অসচেতনতা
করতোয়া নদীতে ১২ মাস পানি থাকে এবং এই নদীর ওপর কোনো সেতু নেই। ফলে নদী পারাপারের জন্য নৌকা এবং ট্রলারই ভরসা। ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া দমকল বাহিনীর কর্মকর্তা শাজাহান আলী বলেছেন, ঘটনার দিন সকাল সাড়ে ৯টা থেকে তারা নদীর পাড়ে কাজ শুরু করেন।
উৎসবের দিন হওয়ায় সেদিন ঘাটে প্রচুর মানুষের ভিড় ছিল। কিন্তু তাদের সতর্কতার সঙ্গে নদী পারাপারের জন্য দমকল বাহিনীর কর্মীরা মাইকিং করেছিল।
এছাড়া নৌকা দিয়ে পার হতে আসা মানুষকে বারবার সতর্ক করা হয়েছে, এমনকি হ্যান্ডমাইক নিয়েও কিছুক্ষণ পরপর সতর্ক করা হয়েছে, কিন্তু তারা শোনেননি।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহন
নদী পারাপারে প্রতিদিন সাধারণত কেবল একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলার চলে আউলিয়া ঘাট থেকে। কিন্তু মহালয়ায় হাজারো লোকের সমাগম হবে, তার প্রস্তুতি হিসেবে তাদের পারাপারে ৬টি ট্রলার দেয়ার আবেদন করা হয়েছিল সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে। কিন্তু সেদিন বরাদ্দ ছিল ৩টি ট্রলার, মানুষের বাড়তি চাপ ছিল। যে ট্রলারগুলো বরাদ্দ দেয়া হয়েছিল, সেগুলো মাঝারি আকারের বালু বহনকারী নৌযান। একেকটির দৈর্ঘ্য ১৮ থেকে ২০ ফুটের মতো। এই আকৃতির একটি নৌযানে সেদিন ১০০ বেশি মানুষ উঠে পড়েছিল, স্থানীয়দের কেউ কেউ মনে করেন ট্রলারে দেড়শোর বেশি মানুষ ছিল।
ওই ট্রলার ডুবি থেকে বেঁচে ফিরেছেন এমন একজন বলেছেন, ট্রলারে কোনো মানুষের বসার জায়গা ছিল না, তারা সবাই দাঁড়িয়েছিলেন।
নদীর গভীরতা কম, কিন্তু স্রোত ছিল বেশি
করতোয়া নদীতে ১২ মাস পানি থাকে ঠিকই, কিন্তু নদীটি পঞ্চগড়ের ওই এলাকায় খুব বেশি গভীর নয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, ঘটনার আগের কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, তার ফলে উজান থেকে পানি নেমে নদীতে পানির প্রবাহ অনেক বেড়েছিল।
দমকল বাহিনীর কর্মকর্তারা বলেছেন, রোববার সকালেও করতোয়ায় পানি কয়েক ফুটের মতো বেড়েছিল। আর তার সাথে নদীতে ছিল প্রবল স্রোত, স্থানীয়রা বলছেন 'নদী ফুলে' উঠেছিল।
হয়তো এ কারণেই ট্রলার ডুবির কয়েক ঘণ্টা পরই পঞ্চগড় থেকে ৬০ কিলোমিটারের মতো দূরে অবস্থিত দিনাজপুরে পাওয়া গেছে কয়েক যাত্রীর লাশ।
তবে, দমকল বাহিনীর কর্মীরা বলেছেন, তাদের চোখের সামনেই যখন ট্রলারটি উল্টে যায়, সাথে সাথেই নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেছিল দমকল উদ্ধারকারীরা।
ট্রলারে নারী ও শিশুর সংখ্যা বেশি
দুর্ঘটনায় এত প্রাণহানির আরেকটি কারণ হিসেবে স্থানীয়রা মনে করেন, ট্রলারে যাত্রীদের বড় অংশটি ছিলেন নারী ও শিশু।
দিনভর নদীর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা
এর ফলে সাঁতরে তীরে উঠতে এবং সন্তানের প্রাণ রক্ষায় অনেকে ব্যর্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যেও এখনো পর্যন্ত নারীর সংখ্যা বেশি। মৃত ৬৯ জনের মধ্যে নারী ৩০ জন এবং পুরুষ ১৮ জন। বাকি ২১ জন শিশু।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
https://www.somoynews.tv/news/2022-09-30/%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC
6 মন্তব্যসমূহ
পঞ্চগড়ে নৌকাডুবি: দেড় মাস পর মিলল ভূপেন্দ্রনাথের মরদেহ https://samakal.com/feature/article/2211140752/%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9C-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9
উত্তরমুছুনপঞ্চগড়ে নৌকাডুবি: দেড় মাস পর মিলল ভূপেন্দ্রনাথের মরদেহ https://samakal.com/feature/article/2211140752/%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9C-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9
উত্তরমুছুনপঞ্চগড়ে নৌকাডুবি: ৪৭ দিন পর আরেক লাশ উদ্ধার https://bangla.bdnews24.com/samagrabangladesh/6ys4cmjwqn
উত্তরমুছুনপঞ্চগড়ে নৌকাডুবি: মহালয়া উপলক্ষে পূণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি https://bangla.thedailystar.net/news/bangladesh/accident-fire/news-397571
উত্তরমুছুনশতাধিক যাত্রী নিয়ে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল নৌকাটি https://samakal.com/whole-country/article/2209133562/%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF
উত্তরমুছুনপঞ্চগড়ে নৌকাডুবি: মহালয়া উপলক্ষে পূণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি https://bangla.thedailystar.net/news/bangladesh/accident-fire/news-397571
উত্তরমুছুন