ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে পীরগঞ্জে এক তরুণের ১১ বছরের কারাদণ্ড

ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে পীরগঞ্জে এক তরুণের ১১ বছরের কারাদণ্ড
আদালত, প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর, প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৮


ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রংপুরের পীরগঞ্জে এক তরুণকে বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম পরিতোষ সরকার (২১)। রায় ঘোষণার সময় পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন। পরিতোষ সরকার রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর এলাকার প্রসন্ন সরকারের ছেলে। 


ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বলেন, ধর্মীয় অবমাননার বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারায় এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে সব সাজা একসঙ্গে চলায় তাঁকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


আসামিপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’


ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর হিন্দু জেলেপল্লিতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আগুনে ৩৯টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় পরে পৃথক চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। চারটি মামলারই বিভিন্ন সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার মোট আসামি ১৫০ জন।


এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। ঘটনার পরদিন জয়পুরহাট থেকে পরিতোষকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ। এর পরদিন ১৯ অক্টোবর পীরগঞ্জ আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ফেসবুকে পোস্ট দেওয়ার দায় স্বীকার করেন।


সূত্র: প্রথম আলো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ