বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের হিন্দুরা কী রমেন রায়ের এই পরিণতির দায়ভার নেবে ??? - মো জাহাঙ্গীর আলম

বাংলাদেশের রাজনীতি বা  বাংলাদেশের হিন্দুরা কী রমেন রায়ের এই পরিণতির দায়ভার নেবে ??? - মো জাহাঙ্গীর আলম
 


আমি ছবিগুলো নিয়েছি আমাদের বন্ধু আসিফের ওয়াল থেকে। অ্যাডভোকেট রমেন্দ্র নাথ রায় আহত হয়েছিলেন চিন্ময় সাধুর মুক্তির আন্দোলনে ২০২৪ এর নভেম্বরে । আসিফ লিখেছে এই ঘটনার বিচার হবে কোন একদিন। আমি আসিফের এই কথার সাথে একদম একমত নই। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে কয়েকটি রাজনৈতিক মৃত্যু বা খুন দেখেছি তার একটিরও বিচার হয়নি। জয়দীপ দত্ত চৌধুরী বাপ্পি খুন হয়ছেন জগন্নাথ হলে। রাষ্ট্র বা বাংলাদেশ আওয়ামীলগ তার কোনো বিচার করেনি বা বিচার করতে পারেনি । শেষ পর্যন্ত বাপ্পিদার বোনকে আমাদের মনোজ দা বিয়ে করে বন্ধুর প্রতি তার দায়িত্ব পালন করেছে। মনোজ দা DV  বিজয়ী আমেরিকা প্রবাসী, বাপ্পিদার মৃত্যুর কোনও বিচার হয়নি। এরপরে দেখেছি পার্থ প্রতিম আচার্য্যের মৃত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর পাড়ায় জিয়া  মুজিব ও জসিম উদ্দিন হলের দখল নিতে ছাত্রদলের সাথে বন্দুক যুদ্ধে পার্থ দা নিহত হয় - শুনেছি তিনি যে গুলিতে মারা জান সেটা সেম সাইড বা ছাত্রলিগের মিছিলের  পিছন থেকে আশা গুলিতে মারা গেছেন/ মারা হয়েছে - জসীমউদ্দীন হল থেকে আসা গুলিতে নয়। এই কেসে আহসান উদ্দিন শিপন সহ  ৫০ জনের মতো আসামি করা হয়েছিল। ক্ষতি  হয়েছিল পার্থ দার  ফ্যামিলির। বিধবা হয়েছিল তার সদ্য বিবাহিত স্ত্রী। কিন্তু বিচার হয়নি।


 জহুরুল হক হল বা জোহু হলে খুন হয়েছিল ছাত্রদলের খোকন - ছাত্রদলের গুরুপিং রাজনীতিতে। বিচার হয়নি। খোকন ছিলো অত্যন্ত ভদ্র ও সদালাপী। তার ফ্যামিলির  এই ক্ষতি কোনোদিনও  পূরণ হবেনা।

 

৫ই আগস্টের পরে বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের হিন্দু নির্যাতন সর্বকালের  সকল রেকর্ড ব্রেক করেছে। আবার বিএনপি পন্থী  বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বলেছেন কোন হিন্দু নির্যাতন হয়নি বাংলাদেশে - হয়েছে রাজনৈতিক ভেন্ডালিজম। আসলে হিন্দুদের দুটি সংঘটনই মিথ্যা বলেছে। কেউই সত্যের ধারে কাছেও যায়নি। রাজনৈতিক প্রতিহিংসার সাথে হিন্দু নির্যাতন হয়েছে - নীরব চাঁদবাজিও  হয়েছে, তবে সেটা দুই পক্ষের বিবৃতির সাথে মিলছেনা। দুটি সংঘটনই তাদের মূল দলকে খুশি করতে চেয়েছে তাদের বিবৃতির মধ্য থেকে। 


আমার মনে হচ্ছে রমেন রায়  আর সুস্থ জীবনে ফিরতে পারবেনা। ফ্যামিলির  করুণার পাত্র হয়েই তাঁকে বাঁচতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ রমেন রায়ের এই পরিণতী বা ভগ্ন জীবনের দায় নেবেনা। আবার  বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বা সনাতন বিদ্যার্থী পরিষদও এর দায় নেবে বলে মনেহয়না।বাংলাদেশি বোকাচোঁদা হিন্দুরা এথেকে কোনো শিক্ষা নেবে বলে আমার মনে হয়না!!!


Shuvo Mitra


সূত্র: ফেবু

Post a Comment

0 Comments