23 June 2025
গতকাল লালমনিরহাটে পিতা ছেলের উপর নারকীয় তাণ্ডব সবাই দেখেছেন। অভিযোগ ছিল তারা নাকি নবীকে নিয়ে বাজে কথা বলে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এবং ধর্মানুভূতিতে আঘাত করেছে। তাদের দু'জনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পুলিশে দিয়েছে তৌহিদী জনতা।
পরবর্তীতে পুলিশ ও কয়েকজন ব্যক্তি মিডিয়ার সামনে স্বাক্ষ্য দিয়েছে তারা কি বলেছে। পুলিশ ওসি যে বক্তব্য দিয়েছে সেটা শুনে আমি হতবাক হয়েছি নবী সম্পর্কে। তার বক্তব্য শুনে মনে হয়েছিল এটা সম্পূর্ণ পরিকল্পিত রচনা যেটা আমি আপনার সামনে তুলে ধরতে পারছি না। একজন সামান্য নরসুন্দর হিন্দু অসহায় বৃদ্ধ মানুষটি বাংলাদেশের এই পরিস্থিতির ভিতর দাঁড়িয়ে ঐ ধরণের জঘন্য মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়। আপনারা পারলে ওসির সেই বক্তব্য শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন কত বড় ষড়যন্ত্রের সাথে জড়িত প্রশাসন।
শুনুন ভুক্তভোগী সেই আসল কাহিনী।
১০ টাকার জন্য কি ভয়াবহ অবস্থা! সম্প্রতি লালমনিরহাটের গোশালায় ঘটে যাওয়া কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শ্রী পরেশ চন্দ্র শীল ও বিষ্ণু চন্দ্র শীলের উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের আসল কাহিনী শুনুন বিষ্ণু শীলের স্ত্রীর মুখ থেকে।
বিষ্ণু শীলের স্ত্রীর বক্তব্যের ভিডিও
কার কাছে বিচার চাইবেন। রাষ্ট্র যেখানে নিজেই এই মব সন্ত্রাসের সহযোগি।
✍️ প্রসেনজিৎ
সূত্র: ফেসবুক
0 Comments