প্রাত্যাহিক জীবনচিত্র ০১

বাংলাদেশের হিন্দুদের প্রাত্যাহিক জীবনচিত্র ০১

 নমস্কার 🙏🙏🙏


আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবো। ঘটনাটা ঘটেছে ১৩ই এপ্রিল বৃহস্পতিবার, কিছু জিনিস কেনার জন্য আমি বাজার যাই। বাড়ি ফেরার সময় একটা ভ্যানে বাড়ি আসি।তো ভ্যান ওয়ালা রোজা ছিলো, তাই উনি ওনাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা বলছিল, এমন সময় চৈত্র পুজার সন্যাসীরা যাচ্ছিলো। ঠিক তখন ভ্যানওয়ালা আমাকে জিজ্ঞেস করলো আপনাদের চৈত্র পুজা চলছে, আপনারা এই সময় কি করেন? তখন তাকে বললাম এই সময় শিবের পুজা করা হয় গ্রামের সবাই নিরামিষ খাবার খাই। তখন লোকটা বললো আপনাদের অদ্ভুত ধরনের সব কিছু করে কেন? আপনারা কি আপনাদের ধর্ম করে শান্তি পান? তখন আমি তাকে বললাম কেন পাবোনা? ধর্ম মানেই তো শান্তি। তখন লোকটা বললো আপনাদের ধর্ম যদি ভালোই হতো তাহলে আপনাদের ধর্ম থেকে এতো মানুষ আমাদের ধর্মে চলে আসছে। তখন তাকে বললাম যে আপনি যেমন সারাদিন না খেয়ে থেকে রোজা পালন করছেন, তো সারাদিন পর যখন ইফতার করে রোজা ভাঙবেন তখন আপনি শান্তি পাবেন না? তখন লোকটা বললো অবশ্যই শান্তি পাই। তাহলে আমাদের ধর্ম পালন করে আমরা কেন শান্তি পাবো না? আর বলছেন ধর্ম পরিবর্তনের কথা, সেটা যার যার মানসিকতা। অতি নিচু মানসিকতার মানুষ না হলে কেউ ধর্ম পরিবর্তন করেনা। যার নিজের ধর্মের প্রতি সম্মান নাই, বিশ্বাস নাই সেইসব মানুষ কোন ধর্মেরই যোগ্য নয়। আচ্ছা আপনাদের ধর্মে তো পিতা মাতা জান্নাতের সমতুল্য তাইনা? নিজের মায়ের পায়ে সন্তানের বেহেশত, তাহলে কেন বলেন তো নিজের বাবা মাকে ছেড়ে নিজের বেহেশতকে ছেড়ে তাদেরকে আপনাদের ধর্মে দাওয়াত করে? আর তারা কি তাদের বাবা মাকে ছেড়ে নিজেদের জান্নাত ছেড়ে ধর্ম পরিবর্তন করে কোন দিনও কি জান্নাতে যাবে? এভাবে যারা নিজ ধর্ম ত্যাগ করে তারা পাপী, নিজ ধর্ম ত্যাগ করা ব্যাক্তিরা কখনো সুখী হয়না। তাকে আরো বললাম আমার ধর্মের কোন ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে তার পাপ হবে নাকি পূণ্য হবে? লোকটা বললো তার পূণ্য হবে আর সে জান্নাত বাসী হবে। তখন তাকে আবার প্রশ্ন করলাম যদি আপনার ধর্মের কেউ হিন্দু হয় তার কি হবে? লোকটা বললো তার পাপ হবে। তাকে বললাম কেন এমন হবে? আপনাদের ধর্মে কেন দুই রকমের কথা বলেছে? তাকে বললাম আমাদের ধর্মে যে কোন ধর্মের যে কোন ব্যক্তি  তার নিজ ধর্ম পরিবর্তন করলে তার পাপ হবে। আমাদের ধর্ম সবার ক্ষেত্রে একই নিয়ম রাখছে। তাই আমার ধর্ম অন্যকে তার নিজ ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসার জন্য তার মাথা বিগড়ে দেয়না, তাকে এটা সেটা বুঝিয়ে নিজ ধর্মে আসার জন্য জোড় করেনা, কাউকে তার ধর্ম সম্পর্কে তার মনের মধ্যে তিক্ততা সৃষ্টি করেনা। কারণ আমার কারণে যদি কেউ ধর্ম পরিবর্তন করে তবে তার সাথে সাথে আমারও পাপ হবে। তাই অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে কেউ আসেনা, আর আসলেও আমাদের দেশে আমাদের হিন্দু সমাজের জন্য হুমকি স্বরুপ। আমি এমন একটা ধর্ম করে সত্যি শান্তি অনুভব করি যে ধর্ম অন্যকে আঘাত করে তাকে ছোট করতে শেখাননি, যে ধর্ম নিজের ধর্ম পালন করার সময় অন্য ধর্মের নিন্দা করতে শেখাননি। যে ধর্ম সকল ধর্মকে সম্মান করে সমান চোখে দেখে। তাই আমি আমার ধর্ম পালন করে শান্তি অনুভব করি, কারন ধর্ম ধারন করে, শান্তি ধারন করে ধার্মিককে রক্ষা করে🙏আমি আমার ধর্ম করে তাই শান্তি পাই, কারণ ধর্মই শান্তি আর শান্তিই ধর্ম


পরবর্তীতে আমার কথা শুনে লোকটা বললো আসলে যে যার ধর্ম পালন করাই উচিৎ। আমিও তাকে বললাম অন্যের ধর্ম নিয়ে মাথা ঘামানো লোক গুলো এটা বুঝলে আরও ভালো হতো


আচ্ছা আমি কি ভুল কিছু বলেছি লোকটাকে? 


অন্য ভাবেও কি আমি এই কথার উত্তর দিতে পারতাম? দয়া করে অভিজ্ঞ সবার মতামত প্রকাশ করবেন এই ব্যাপারে🙏


সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ঠিক বলেছেন, যথাযথ উত্তর হয়েছে। এরকম যৌক্তিক উত্তর পেয়ে মুসলমানটার মনের কি পরিবর্তন হয়েছে, তা বোঝা যায়। আপনাকে ধন্যবাদ।

    উত্তরমুছুন