এদেশের শতকরা ৯০ পার্সেন্ট মুসলমানের ছেলে সন্তান হিন্দু বিদ্বেষ নিয়ে বড় হয় - রেজওয়ান হাসান

এদেশের শতকরা ৯০ পার্সেন্ট মুসলমানের ছেলে সন্তান হিন্দু বিদ্বেষ নিয়ে বড় হয় - রেজওয়ান হাসান

রেজওয়ান হাসান
11 August 2022

আমাদের গ্রামে হিন্দু ধর্মাবলম্বী কোনো পরিবার নেই। গ্রামটির কট্টর মৌলবাদী গ্রাম হিসেবে খ্যাতি আছে। গ্রামের বাজারে টুপি ছাড়া মাথা দেখা যায় না।


স্বভাবতই কোথায়ও হিন্দু দেখলে অবাক হতাম। ভাবতাম এরা এমন কেন! এরা আমাদের মুসলমানের দেশে থাকে কেন! আরো কত কি। খুব ছোটবেলাতেই হিন্দুদের ব্যাপারে মনে ঘৃণা বিদ্বেষ ঢুকে গিয়েছিল উত্তরাধিকার সূত্রেই।


পরে যখন মাদ্রাসায় গেলাম আর হুজুরদের মুখে হিন্দুদের মুসলিম বানানোর ফজিলতের কথা শুনলাম তখন আমার ছোট্ট মনে হিন্দুদের মুসলিম বানানোর সেই কী তামান্না।


বড়বোনের বাড়ি বেড়াতে গেলে আমার সেই তামান্না সহজে পূরণ হতো। তাদের বাড়ির লাগোয়া ছিল অনেকগুলো হিন্দু বাড়ি। বিকেলে সবাই যখন খেলায় ব্যস্ত থাকতো আমি টার্গেট করে এক দু জনের সাথে বন্ধুত্ব জমিয়ে কালিমা পড়ানোর চেষ্টা করতাম। তখন আমার বয়স হয়তো দশ কি বারো। হিন্দুদের মুসলিম বানানোর এক পোকা মাথায় সবসময় কিলবিল করতো। এই সাম্প্রদায়িক বিদ্বেষী মনোভাবটা আমি আমার পরিবার প্রতিবেশী ও শিক্ষকদের থেকে পেয়েছি।


দুঃখজনক হলেও সত্য আমার মতো এদেশের শতকরা ৯০ পার্সেন্ট মুসলমানের ছেলে সন্তান হিন্দু বিদ্বেষ নিয়ে বড় হয়।


আমার বাচ্চাগুলোও খেয়াল করে দেখলাম পরিবেশের দোষে কিছুটা দুষ্ট হচ্ছিল যদিও আমি তাদের আগলে রাখার চেষ্টা করি, সবার প্রতি ভালবাসার কথা বলি তবুও কেন যেন ভয় হয় আমাদের মতো চতুর্পাশে মৌলবাদাক্রান্ত সমাজে বাচ্চাদের নিজের মতো করে গড়ে তোলা যাবে কি না। তাদেরকে সত্যিকারের মানুষ বানানো যাবে কি না।


https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02QDZJ1tfGHzdVufzytDpDD7Ng6udwWbHcapa3UsbHVPGNAzSrHXdicr5sjCyvXCSDl&id=100073951647902


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ