ঢাকার খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির উচ্ছেদ করল সরকার (ভিডিও)

তৌহিদী মুসলিম জনতা মন্দির ভাঙার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দেয়
তৌহিদী মুসলিম জনতা মন্দির ভাঙার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দেয়




ঢাকার খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির উচ্ছেদ করল সরকার
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন

ঢাকার খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির উচ্ছেদ করল সরকার
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন

 

২৬শে জুন ২০২৫


বাংলাদেশের রাজধানী খিলক্ষেতের রেলওয়ের জমিতে স্থানীয় হিন্দুদের চাহিদার প্রেক্ষিতে একটি দুর্গামন্দির গড়ে তোলা হয়েছিল। সারা দেশে অসংখ্য মসজিদ রয়েছে সরকারি জমিতে। কিন্তু মন্দির তৈরি হওয়ায় অসাম্প্রদায়িক বাংলাদেশের মহাক্ষতি হয়ে গেছে। সেজন্য মন্দির উচ্ছেদ করার জন্য তৌহিদী জনতা এক হয়ে গেছে। 


গত ২৩ জুন ২০২৫ তারিখের দিবাগত রাতে খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন তার সহচরদের নিয়ে মন্দির উচ্ছেদে শতাধিক মুসলিমকে নিয়ে হামলা চালায়। তাৎক্ষনিকভাবে বাঁধা দেয়া হলে তারা থেমে যায়। তৌহিদী মুসলিম জনতা মন্দির ভাঙার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দেয়। পরবর্তীতে তাদের দাবীর প্রেক্ষিতে সরকারিরেলওয়ে কর্তৃপক্ষ নিজে উদ্যোগী হয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় রেলের জমি উদ্ধারের নামে মন্দির ভেঙে ফেলে। কোন নোটিশ ছাড়াই রেলওয়ে কর্তৃপক্ষ খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির গুড়িয়ে দিয়ে যায়, মায়ের প্রতিমা সরানোর সময়ও দেয়নি। আগামীকালকে ২৭শে জুন ২০২৫ তারিখে রথযাত্রা হওয়ায়  এলাকার লোকজন দুইদিন সময় চেয়েছিল। কিন্তু সরকারি প্রশাসন হিন্দুদের এই সামান্য আবেদনে কর্ণপাত করেনি।


খিলক্ষেত এলাকার রেলের জমিতে মন্দির ছাড়াও অনেক প্রতিষ্ঠান আছে। সেগুলি উচ্ছেদ না করে শুধু মন্দির কেন উচ্ছেদ করা হল, তার কোন উত্তর তাদের কাছে নেই। রেলওয়ের জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেনি। শুধু মাত্র মন্দিরটি ভেঙে দিয়েছে। বিস্তারিত দেখুন সংযুক্ত ভিডিওতে।



ভিডিওসূত্র

Post a Comment

0 Comments