লালমনিরহাট জেলায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পিতা-পুত্রকে মারধর ও পুলিশের গ্রেফতার করার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের স্বনামখ্যাত শিক্ষক শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী লিখেছেন 'অনুভূতির বাণিজ্য' নামের একটি কবিতা। কবিতাটি বৃহত্তর পাঠকের নিকট পৌছানোর জন্য প্রকাশ করা হল।
অনুভূতির বাণিজ্য
যাদের কিছুই করার নেই, বলার নেই,
জগতকে কিছুই দেয়ার নেই;
সেই নষ্টদের, সেই ভ্রষ্টদের
আছে শুধুই নিম্নাঙ্গ ভর্তি অনুভূতি।
অবশ্য অনুভূতি
নিম্নাঙ্গতেই থাকে বেশি,
তবে এদের নিম্নাঙ্গের অনুভূতি
একটু অন্যরকম, তীব্রতর।
অনুভূতি তুমি এত ঠুনকো কেন?
কেন এত দ্রুত
কারণে অকারণে নিজে আক্রান্ত হয়ে
অন্যকে আক্রান্ত কর?
তোমার করাতের মত
ধারালো নিষ্ঠুর বর্বর দাঁতগুলো
দিয়ে কেটে টুকরো টুকরো
করে চলছ অন্যের স্বাধীন চিন্তা।
অনুভূতির তুলা আজ তোমার
বাম্পার ফলন দেশে;
ধুনটের ধুননের ফলে তুমি আরও
ছড়িয়ে যাচ্ছ দেশময়।
না চাইতেও চারিদিকের ছড়ানো
তুলাগুলো মুখে পরছে, গায়ে পরছে
নিশ্বাস বন্ধ হয়ে আসছে সকলের।
অনেক হয়েছে,
এবার অন্তত থাম,আর কত
কতকাল করবে এভাবে,
অনুভূতির নামে জীবন নিয়ে খেলা?
অনুভূতির নামে চিন্তার স্বাধীনতা নিয়ে খেলা?
অনুভূতির নামে মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা?
মানুষ যেদিন জাগবে,
সেদিন অসহায় নির্যাতিতের
ঘৃণার আগুনে দগ্ধ হবে
তোমার সাধের উড়ে চলা
অনুভূতি নামক তুলার সাম্রাজ্য।
ঘৃণার আগুনে
ছাই হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।
সেদিন,শৃঙ্খল ছিন্ন হবে
চলবে না আর এমন
অনুভূতির নামে
নিষ্ঠুর অনুভূতির বাণিজ্য।
শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী
সূত্র: ফেসবুক
0 Comments