প্রতিনিধি, পটুয়াখালী, প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১৭: ৩১
পটুয়াখালীর সদর উপজেলার একটি হিন্দু বাড়িতে সন্ধ্যারাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে অভিলাষ তালুকদারের (৩৬) বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা একই এলাকার এবং ভুক্তভোগী পরিবারটির পরিচিত বলে জানা গেছে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
অভিলাষ তালুকদারের শ্বশুর ও সাবেক ইউপি সদস্য লক্ষ্মণ দেবনাথ বলেন, তাঁর বাড়ির কাছেই জমি কিনে তাঁর মেয়ে মুক্তা দেবনাথ ও জামাতা অভিলাষ বসবাস করে আসছেন। সরকার পরিবর্তনের পর এলাকায় নানা ধরনের কানাঘুষার কারণে তিনি নিজ বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করায় গতকাল রাতে মেয়ের বাড়িতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে বাইরে থেকে ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। এ সময় তাঁর মেয়ে মুক্তা ‘কে’ বলে দরজা খুলতেই ১০ থেকে ১২ জনের একটি দল দা, চাপাতি, লাঠিসোঁটা নিয়ে জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এ সময় মুক্তা দৌড়ে ঘরের অপর একটি কক্ষে আশ্রয় নিয়ে মুঠোফোনে স্বজনদের খবর দেন।
লক্ষ্মণ দেবনাথ জানান,
হামলাকারীরা ঘরের আলমারি তছনছ করে তাঁর মেয়ের ব্যবহৃত এক ভরি স্বর্ণালংকার এবং ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা লুটে নেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে আরও টাকা দাবি করে। ওই রাতেই তাঁর জামাতা অভিলাষ স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা দেওয়ার পর দুর্বৃত্তরা চলে যায়।
হামলায় আহত অভিলাষ বলেন, তিনি কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে জমিজমা নিয়ে এলাকায় বিরোধ ছিল। যারা তাঁর বাড়িতে হামলা করেছে, তারা সবাই স্থানীয় এবং পূর্বপরিচিত। তবে তারা যাওয়ার সময় ভয়ভীতি দেখানোর ফলে তিনি কারও নাম বলতে চাচ্ছেন না। পুলিশ না পাওয়ায় তিনি কোনো অভিযোগও করতে পারেননি। তাঁরা এখন আতঙ্কে আছেন।
সূত্র: প্রথম আলো
0 মন্তব্যসমূহ