![]() |
জগদ্ধাত্রী দেবী |
২২ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রে জগদ্ধাত্রী পূজার বিজয়াদশমীতে কিশোরগঞ্জ জেলাশহরের কেন্দ্রীয় কালীবাড়ি হতে বিসর্জনের শোভাযাত্রায় হামলা করার চেষ্টা করলো কিছু উগ্রপন্থি। রাত প্রায় সাড়ে দশটায় শ্রী শ্রী কালীবাড়ি হতে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা বিসর্জনে শহরের খরমপট্টি এলাকায় সরকারি পুকুরের দিকে যাওয়ার সময় রাস্তার পার্শ্ববর্তী 'তাদসীরুল উম্মাহ মাদরাসা' ভবনের উপর থেকে একদল মৌলবাদী গরম জল ও মাংসের ঝোল নিক্ষেপ করে।
এতে এক দাদার চোখে লেগে তিনি আহতও হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরবর্তীতে বিসর্জনরত সনাতনী দাদারা প্রতিমা রেখে হামলাকারীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে এক পর্যায়ে পুলিশ এসে দুজন উগ্রপন্থিকে আটক করে থানায় নিয়ে যান।
![]() |
ধরা পরা মাদ্রাসা ছাত্র |
এখন ভেবে দেখছেন আমরা কোথায় আছি? আর কতটুকুই বা নিরাপদ আমরা সনাতনীরা?
প্রশাসনের নিকট হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সূত্র: ফেসবুক
0 মন্তব্যসমূহ