লালমনিরহাটের কালিবাড়ি মন্দির উচ্ছেদের দাবি জানাল 'উলামায়ে দেওবন্দ'

লালমনিরহাটের কালিবাড়ি মন্দির উচ্ছেদের দাবি জানাল 'উলামায়ে দেওবন্দ'


'উলামায়ে দেওবন্দ' নামক একটি ইসলামী ফেসবুক পেজ গত ১৮ই আগস্ট ২০২৪ তারিখে মন্দির সরানোর দাবি জানিয়েছে। লালমনিরহাটের কালিবাড়ি মন্দিরের পাশে অবস্থিত মসজিদটি মন্দিরের পরে প্রতিষ্ঠিত। এখন সেই মসজিদের পবিত্রতা রক্ষার অজুহাতে মন্দির উচ্ছেদের দাবি তারা জানাচ্ছে।


ফেসবুকের সেই পোস্টের লিংক



মন্দিরের পাশাপাশি মসজিদ করার প্রসঙ্গে একটি ইতিহাস গোপা বসু গোপাল দাস আইডি থেকে দেয়া হয়েছে। তিনি বলেছেন-


লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায় ১৮৩৬ সালে কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর বিভিন্ন জায়গা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য ওই মন্দিরের পাশেই একটি ছোট ঘর তোলেন।

এতো জায়গা থাকতে কেন এই মন্দিরের পাশেই মসজিদ করা হয়েছিল তা আজকে পোস্ট দাতা ক্লিয়ার করেছে।

এরকম এই দেশের বহু জাগায় পাশাপাশি মন্দির ও মসজিদ আছে, সবগুলো মসজিদ মন্দির নির্মাণের পরে করা হয়েছে। দেশের কোথাও এমন উদাহরণ পাবেন না যেখানে মসজিদ করার পরে হিন্দুরা গিয়ে তার পাশে একটি মন্দির নির্মাণ করেছে!

হিন্দুরা এখানে আগে থেকেই পূজা করে আসছে, পরবর্তীতে এখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করে। ওরা যখন নির্মাণ করে তখন কি জানতো না, এখানে পূজা হয়, গান বাজনা হয়। তখন সমস্যা হয়নি এখন তাহলে কেন সমস্যা? না কি অন্য কিছু?? কী বলবেন আপনারা?

কোনটা থাকা দরকার সবাই একটু বলবেন।।


Nazim Ud Daula  ·বলেছেন 

এত বছর যাবত এলাকার মানুষ মিলেমিশে ধর্ম পালন করছে, কারো কোনো সমস্যা হচ্ছে না, আপনের এত জ্বলে কেন? পন্ডিতগিরি মারাইতে গিয়ে মানুষের মধ্যে ভেজাল লাগানোর ধান্দায় আছেন? ইতিহাস জানেন তো? এখানে মন্দির আগে হয়েছে, মসজিদ পরে হয়েছে। এখন সরাইতে হইলে কোনটা সরাইতে হবে? হিসাব মিলান। আর মিলাইতে না পারলে চুপ কইরা থাকেন, মানুষকে শান্তিতে থাকতে দেন।



উল্লেখ্য যে কমেন্ট সেকশনে উপর্যুক্ত দাবির পক্ষে বিপক্ষে বেশ কিছু মতামত এসেছে। সেসবের কয়েকটির স্ক্রিনসট নিচে দেয়া হল।

লালমনিরহাটের কালিবাড়ি মন্দির উচ্ছেদের দাবি জানাল 'উলামায়ে দেওবন্দ'
দাবির বিপক্ষে মত



লালমনিরহাটের কালিবাড়ি মন্দির উচ্ছেদের দাবি জানাল 'উলামায়ে দেওবন্দ'
দাবির স্বপক্ষে মত


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ