নওগাঁয় মন্দির ভাঙার অভিযোগ, ‘সাজানো ঘটনা’ ভাবছে পুলিশ, ফজলুর রহমান বুলেট নামে একজনকে আটক করেছে পুলিশ

নওগাঁয় মহাদেবপুরে ঘাসিয়ারা গ্রামে ‘ভাঙচুর হওয়া’ মন্দির।
নওগাঁয় মহাদেবপুরে ঘাসিয়ারা গ্রামে ‘ভাঙচুর হওয়া’ মন্দির।
 

নওগাঁ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, Published : 29 Mar 2025, 12:22 AM


 

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে গাছের গুঁড়ি লুট ও মন্দির ভাঙার অভিযোগ পাওয়া গেছে।


তবে পুলিশ বলছে, গাছের গুঁড়ি লুটের ‘সত্যতা’ পেলেও মন্দিরে হামলার ঘটনা তাদের কাছে ‘সাজানো’ মনে হচ্ছে।


ঘাসিয়ারা গ্রামের এ ঘটনায় ফজলুর রহমান বুলেট নামে একজনকে আটক করার তথ্য দিয়েছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা।


ঘাসিয়াড়া সর্বজনীন শিব, দুর্গা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, প্রায় চার মাস আগে তিনি নিজের জমির ২২৫টি মেহগনি গাছ কেটে গুঁড়ি করে মন্দিরের পাশে রাখেন। শুক্রবার সকালে প্রায় ২০০ ব্যক্তি ৩০ থেকে ৪০ 'ভটভুটি’ নিয়ে এসে হামলা চালায়।


“তারা মন্দির ও মূর্তি ভাংচুরের পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার গুঁড়ি লুট করে পালিয়ে যায়।”


হামলায় ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের ফজলুর রহমান বুলেট, বিনোদপুর গ্রামের আমজাদ মেম্বার, নাসির উদ্দীন ও ঘাসিয়াড়া গ্রামের গৌউর চন্দ্র মণ্ডল নেতৃত্বে দেন বলে অভিযোগ দ্বিজেন্দ্রনাথের।


মন্দির ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান বুলেট বলেন, গাছের গুঁড়িগুলো তাদের জমি থেকে কেটে এনে সেখানে রাখা হয়েছিল। আজ লোকজন সঙ্গে নিয়ে তিনি সেগুলো নিয়ে এসেছেন।


ওসি শাহীন রেজা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সতত্যা পাওয়া গেছে।


“কিন্তু মন্দির বা প্রতিমা ভেঙেছে- এমন তথ্য-প্রমান প্রাথমিকভাবে পাওয়া যায়নি। এটা প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অভিযোগ হতে পারে। আবার গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কা লেগেও ঘটতে পারে। তদন্তে সব কিছু জানা যাবে।”


সূত্র: বিডিনিউজ২৪

Post a Comment

0 Comments