বাংলাদেশ সেনাবাহিনীর জনৈক সদস্যের হিন্দুবিদ্বেষী মতামত (ভিডিও)


ফেসবুকে বাঁধন চক্রবর্তী নামে একজন ২৮ জুন ২০২৫ তারিখে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটিতে দেখা যায় সম্ভবত একজন অপরাধী যিনি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কোনো এক সেনাসদস্য (ক্যামেরার উল্টোদিকে ছিলেন) তাকে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে 'হরে কৃষ্ণ'বলতে বলে ব্যঙ্গ করে। ভিডিওটি আপলোড করে বাধন চক্রবর্তী কিছু কথা লিখেছেন। তিনি যা লিখেছেন তা নিম্নরূপ:



বাংলাদেশ নামক দেশটির প্রতিটি ধূলিকণা জুড়ে রয়েছে সাম্প্রদায়িকতা....

বাংলাদেশ সেনাবাহিনীর মত গৌরবময় একটি বাহিনীর সদস্যরা যখন দোষী ব্যক্তিকে অপরাধ অনুযায়ী শাস্তি না দিয়ে সেখানে "সনাতন" ধর্মকে টেনে অবমাননা করে তখন ছোটবেলা থেকে যে বাহিনীতে যোগদান করার ইচ্ছা মনে লালন করতাম,, সে বাহিনীর জন্য হৃদয়ে থাকা সম্মান প্রশ্নবিদ্ধ হয়..


আশা রাখি "বাংলাদেশ সেনাবাহিনী" এই সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে এবং প্রমাণ করবে যে,বাংলাদেশ সেনাবাহিনীতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই


বি:দ্র:- ভিডিওতে থাকা ব্যক্তিটি সম্ভবত কোন প্রকার জাদু মন্ত্র এসব দিয়ে চমৎকার করার কথা বলে মানুষের সাথে প্রতারণা করে সেনাবাহিনী সেই ব্যক্তিকে তার অপরাধ অনুযায়ী শাস্তি না দিয়ে তার ধর্ম টেনে "হরে কৃষ্ণ বল" বলে হাসি তামাশা করে... হরে কৃষ্ণ মহামন্ত্রের এবং সনাতন ধর্মের অবমাননা করে..


সূত্র: ফেসবুক


ভিডিওর স্থান, তারিখ, সময়, অপরাধীর নামধাম পাওয়া যায় নি 

Post a Comment

0 Comments