![]() |
ভাঙচুরকৃত দুর্গামন্দির ও ভেঙে যাওয়া দুর্গা প্রতিমা |
![]() |
ভাঙচুরকৃত দুর্গামন্দির ও ভেঙে যাওয়া প্রতিমা |
![]() |
অক্ষত রয়ে গেছে পাশে থাকা বিএনপি অফিস |
বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় সরকারি রেল কর্তৃপক্ষ কর্তৃক শ্রী শ্রী দুর্গা মন্দির ও দুর্গা প্রতিমা উচ্ছেদ ও ভাঙচুর বিষয়ে ফেসবুক থেকে কয়েকজনের মতামত প্রকাশ করা হল। প্রসঙ্গটি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন দিক থেকে ভাবনার প্রতিচ্ছবি পাওয়া যায়।
----------
বাংলাদেশ অগ্নিবীর
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন মন্দিরের ১০ লাখ একর জমি (দেবোত্তর সম্পত্তি) সরকার ও অহিন্দুদের দখলে আছে। ১০ লাখ একর মানে হলো ১০ কোটি শতাংশ পরিমাণ জমি। আজকে খিলখেত রেলওয়ের যে জমিতে মন্দির উচ্ছেদ করার নামে রাষ্ট্র কর্তৃক প্রতিমা ভাংচুর হলো তার পরিমাণ মাত্র ৩০ শতাংশ। ১০ কোটি শতাংশ মন্দিরের জমি ফেরত দেয়ার নাম নেই অথচ মাত্র ৩০ শতাংশ জমি দখল করতে রাত ১২ টায় হুজুরদের পাঠিয়ে দাঙ্গা হাঙ্গামা করল, প্রতিমা শ্রদ্ধা সহকারে অন্যত্র সরিয়ে যে মন্দির স্থাপনা উচ্ছেদ করা যেত তা না করে ইচ্ছেকৃতভাবে প্রতিমা বুলডোজার দিয়ে ভাঙা হলো। নির্লজ্জতা, অসততা, সন্ত্রাস ই এদের ধর্ম।
--------------
ড. শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী
যারা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের বুলডোজার চালানোর দিনরাত্রি বিরোধিতা করে তারাই আজ ক্ষমতার জোরে ঢাকার খিলখেতে দুর্গা মন্দির বিধ্বস্ত করায় উচ্ছ্বসিত কণ্ঠে বলছে- সরকারি জমিতে কেন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে ইত্যাদি। তাদের কথাবার্তায় মনে হয়, বাংলাদেশে বুঝি এই প্রথম সরকারি জমিতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং দেশের কারো বুঝি সরকারি জমিতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই! অথচ স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম, যে স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে সর্বজনীন দুর্গা মন্দিরটি ক্ষমতার বুলডোজার দিয়ে বিধ্বস্ত করা হয়েছে
সেই স্থানেই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের শতশত দোকান রয়েছে, একটি রাজনৈতিক দলের অফিস রয়েছে এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। অথচ সমস্যা শুধু এই মন্দিরটি নিয়ে। বিচিত্র সেলুকাস!
দেশের ভূমি মন্ত্রণালয়কে বলবো দুটি তথ্য দ্রুত প্রকাশ করতে। প্রথমত দেশের সরকারি জমিতে কি পরিমাণ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের মোট সংখ্যা এবং কোন কোন ধর্মাবলম্বীদের কয়টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে এবং দ্বিতীয়ত
হিন্দু জমিদার ও ব্যবসায়ীদের সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তিসহ কি পরিমাণে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি সরকারের দখলে আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা। আশাকরি সরকারের উত্তর পাবো।
ড. শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী
---------------------
খিলক্ষেত মন্দির উচ্ছেদ প্রসঙ্গে তুষার কান্তি সরকার
বাংলাদেশে সরকারি জমি দখল করা কিংবা দুইপক্ষের বিবাদমান জমি দখলের একটি অত্যন্ত ঐতিহ্যগত পদ্ধতি হলো সেখানে রাতারাতি মসজিদ নির্মাণ করে ফেলা। আজ পর্যন্ত বাংলাদেশের কত সরকারি জমি দখল করে মসজিদ হয়েছে আর বাংলাদেশের কত শত একর মন্দিরের দেবোত্তর জমি দখল করে সরকারি স্থাপনা হয়েছে তার হিসাব নেই।
একটি ইন্টারেস্টিং কন্ট্রাস্টিং সিনারিও এখানে বলার লোভ সামলাতে পারলাম না। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ৬০ এর দশকে সরকারি জমি দখল করে বানানো হয়েছিল যাতে তৎকালীন পাকিস্তান সরকার সেই সময় হাতে নেয়া উন্নয়ন প্রকল্পে নবাবপুর হয়ে উত্তরে গুলিস্তান হয়ে বায়তুল মোকাররম এলাকা দিয়ে রোড হবার কথা ছিল। মসজিদ বানিয়ে ফেললে সরকার আর এই জায়গাটা অধিগ্রহণ করতে পারবে না-এই চিন্তায় মসজিদটি বানানো হয়। আবার বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী এবং পাকিস্তান আমল থেকে অলমোস্ট জাতীয় মন্দিরের মর্যাদা পাওয়া আরেকটি মন্দির রমনা কালী মন্দির। আজ এই দুই মন্দিরের অধিকাংশ জায়গা সরকার দখল করে বুয়েট, ঢাবি, জাদুঘর ইত্যাদি স্থাপনা বানিয়েছে। মজার না এই তুলনাটা? বাংলাদেশের সাম্প্রদায়িক ইতিহাস এতটাই রঙীন।
সরকারি জায়গা বা অন্যদের জায়গা দখল করে মসজিদ বানানো আমাদের দেশে এতটাই সাধারণ যে, সরকার বিভিন্ন সময় বারবার ইসলামিক বক্তাদের দিয়ে এই বিষয়ে পত্রপত্রিকায়, টিভিতে ধর্মীয় আলোকে বলিয়েছে যে, অন্যের জমি দখল করে মসজিদ বানিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। একটু গুগল করলেই দেখবেন একের পর এক পত্রপত্রিকায় এ নিয়ে ইসলামিক বক্তাদের ফতোয়া। আমাদের দেশে বিষয়টা সিম্পল, একবার মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দিলে সরকার, প্রশাসন কেউই আর ওই জমিতে হাত দিতে পারে না, তখন আইন কাজ করে না। একটা ব্যাপার কল্পনা করুন, একটা মসজিদ, যেখানে ইসলামিক রিলিজিয়াস স্ক্রিপচারসহ আছে। সরকার বুলডোজার দিয়ে সেই স্ক্রিপচারসহ উপড়ে ছিড়ে ফেলে দিচ্ছে। এটা কি সরকার কল্পনাতেও চিন্তা করবে?
খিলখেতের জমিটা রেলওয়ের ছিল। তাকে উৎখাত করলে রেলওয়ের কর্মচারীরা পুলিশের উপস্থিতিতে করবে। তা না করে রাত ১২ টায় এলাকার হুজুররা কেন সেখানে গিয়ে হাঙ্গামা করে ১ দিনের আল্টিমেটাম দিয়ে হুমকিধামকি দিলো? সেই হুমকিধামকির একদিনের মধ্যে প্রশাসন এসে মন্দিরের প্রতিমাসহ বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে মন্দির উৎখাত করল। অথচ আপনার ধর্মের প্রতি এদের ন্যূনতম সম্মানবোধ থাকলে অন্তত প্রতিমাগুলোকে তারা সযত্নে সেখান থেকে অন্য জায়গায় রাখতে পারত। এ থেকেই অসংখ্যবারের মতো আরও একবার বুঝা গেল এ দেশের সরকার থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের একটি মানুষ পর্যন্ত অন্য ধর্ম সম্পর্কে কতটা কম সম্মান ধারণ করে।
-------------------
Dalton Souvato Heera
যেটা বলার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে খিলক্ষেতের দুর্গা মন্দির টি সরকারি রেলের জমিতে (যদিও অপর পাশে রেলের জমিতে মসজিদ,বি এন পি র পার্টি অফিস সবই রয়েছে,মুলত একটা মব তৈরি করে এই মন্দির গুড়িয়ে দিতে প্ররোচিত করা হয়)
এখন আমি ৫ আগস্টের পর থেকে হিন্দু মন্দিরের সম্পত্তি দখলের কয়েকটা উদাহরণ দিচ্ছি।
-১. টিকাটুলির মদনেশ্বর মহাদেব জিউ মন্দিরের ৫ বিঘা জমি দখল করে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাষ্ট রাজধানী মার্কেট ও ৪ তলা মসজিদ তৈরী করেছে।
২. ৯০/৯১ হৃষিকেষ দাস রোডের সীতানাথ মন্দিরের ৬ বিঘা জমি করে ঈদগাঁ ময়দান হিসেবে ব্যবহার করছে ক্যাপিট্যাল বিস্কুট কারখানার মালিক
৩. ৩৮ টিপু সুলতান রোডের ১ বিঘা জমি দখল করে সরকার লীজ দিয়ে দখল করে রেখেছে।
৪. ওয়ারীর প্রবেশমুখে হোমিওপ্যাথি কলেজের বিপরীতে মন্দিরের জায়গা দখল করে সরকারী ইসলামিক প্রাথমিক বিদ্যালয় করেছে সরকার। মন্দিরটি এখনো রয়েছে।
ঠিক আছে,রেলের জমিতে না হয় মন্দির থাকবে না,কিন্তু মন্দিরের জমি যে প্রতিনিয়ত এভাবে দখল করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের মন্তব্য কি?
নাকি এ প্রসঙ্গে কথা বলতে গেলে সেটা যে ইসলামিস্ট অংশ দিয়ে ইউনুস সরকার প্যাট্রোনড তাদের সমর্থনে ঘাটতি পরে?
--------------
Annonimous
রেল ওয়ের জায়গায় মন্দির। রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করতে পারে। কিন্তু মৌলবাদী গ্রুপের দাবী মেনে যখন সরকার মন্দির ও প্রতিমা ধ্বংস করে তখন কথা থেকে যায়। পাশেই রেলের জায়গায় মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের অফিস রয়েছে সেসব ভাঙ্গা হলো না কেন? সেসবও তো রেলওয়ের জায়গায়, তারাও তো অবৈধ। মন্দির ভাঙ্গায় সরকার এত তৎপর! প্রথমে মনে করেছিলাম উচ্চ শিক্ষিত উপদেষ্টা পরিষদ অসাম্প্রদায়িক হবে। এখন দেখছি এরা সব সাম্প্রদায়িক বিষ।
-১. টিকাটুলির মদনেশ্বর মহাদেব জিউ মন্দিরের ৫ বিঘা জমি দখল করে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাষ্ট রাজধানী মার্কেট ও ৪ তলা মসজিদ তৈরী করেছে।
২. ৯০/৯১ হৃষিকেষ দাস রোডের সীতানাথ মন্দিরের ৬ বিঘা জমি করে ঈদগাঁ ময়দান হিসেবে ব্যবহার করছে ক্যাপিট্যাল বিস্কুট কারখানার মালিক
৩. ৩৮ টিপু সুলতান রোডের ১ বিঘা জমি দখল করে সরকার লীজ দিয়ে দখল করে রেখেছে।
৪. ওয়ারীর প্রবেশমুখে হোমিওপ্যাথি কলেজের বিপরীতে মন্দিরের জায়গা দখল করে সরকারী ইসলামিক প্রাথমিক বিদ্যালয় করেছে সরকার। মন্দিরটি এখনো রয়েছে।
আমরা জানতে চাই সরকার কবে কত দ্রুত তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে মন্দির ও মন্দিরের জায়গা হিন্দুদের কাছে ফেরৎ দেবে।।
আমরা দেখতে পাচ্ছি সরকার ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তালিবানী ভুত ভর করেছে। সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, সংস্কার কমিটির প্রধান, প্রশাসনের মধ্যে হিন্দু বিদ্বেষ চরমে। উপদেষ্টা পরিষদে হিন্দু প্রতিনিধি নাই, ১০ টি সংস্কার কমিটির কোনটাতে হিন্দু সদস্য রাখে নাই। সুপ্রীম কোর্টে ৩৫০ জনের অধিক আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, তাতে ২ জন মাত্র হিন্দু। শতকরা হিসাবের মধ্যে পড়ে না। মিথ্যা ধর্ম অবমাননার অযুহাতে হিন্দুদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। অথচ যারা মব করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নাই।
----------------
Anupam Debashis Roy
পুতুল পূজা করে না হিন্দু
কাঠ মাটি দিয়ে গড়া
মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে
হয়ে যাই আত্মহারা।
আমার "অবৈধ" মৃন্ময়ী!
টীকা:
উচ্ছেদটা সংলঘুর অবৈধতাকে করেছেন বলেই কেবল এমন অপমানকর উচ্ছেদের বৈধতা পেলেন। সম্মানের সাথে, বিগ্রহকে ক্ষতি না করে কি উচ্ছেদ করা যেত না? রথযাত্রার আগের দিন, "প্রেশার গ্রুপ" যাত্রার পরেরদিন এটা করে নিজেরাই নিজেদের এক্সপোজ করে দিলেন, হে প্রিয় ইন্টেরিম।
ধর্ম কখনও ভূমি দখলের হাতিয়ার হওয়া উচিত নয়। যদি হয়, তাকে উচ্ছেদ করতে হবে। কিন্তু আপনি মন্দির উচ্ছেদ করেন, আর বসতভিটা উচ্ছেদ করেন আর বস্তি উচ্ছেদ করেন--একটা সভ্য রাষ্ট্রের তার মাঝে একটা সভ্যতার চিহ্ন দেখানো উচিত। নূন্যতম সম্মান দেখানো উচিত। পবিত্র বিষয়কে পবিত্র জ্ঞান করা উচিত। নাহলে রাষ্ট্র আর জনগণের সেবক থাকে না৷ দুই বিঘা জমির ভূস্বামী বাবু হয়ে ওঠে। নূন্যতম সম্মান না দেখায়ে রাষ্ট্রের অপারেট করার কথা না।
শেষ কথা:
আমি হিন্দু, আর বাংলাদেশ আমারও। যাই করেন, এই দেশে আমি স্টেক নিবো। যাই হয়ে যাক, নিজেদের জায়গা করে নিতে লড়াই করবো। যদা যদা হি ধর্মস্য...
------------
Zulkarnain Saer
জুলকারনাইন শায়ের উপরের লেখাটি শেয়ার করেছেন। পোস্টে Chief Adviser GOB 'কে মেনশন করে এক বাক্যে লিখেছেন
এই লজ্জাটা আপনার। শেইম।
![]() |
জুলকারনাইন শায়েরের ফেসবুক পোস্ট |
জুলকারনাইন শায়েরের এই পোস্টে ৩.৫ হাজার জন 'হাহা' ইমুজি দিয়ে ব্যঙ্গ করেছে। তাদের ধর্ম বিশ্বাস চিনতে নিচের ছবিটিই যথেষ্ট।
![]() |
জুলকারনাইন শায়েরের ফেসবুক পোস্টে 'হাহা' দেয়া তৌহিদী জনতা |
তাঁর পোস্টের নিচে বাংলাদেশী তৌহিদী জনতা মতামত দিয়েছে। সেগুলোর কিছু নিচে দেয়া হল। এই মন্তব্যগুলোতে দেখা যায়, বাংলাদেশের মুসলমানদের মধ্যে হিন্দুবিদ্বেষ উচ্চ মাত্রায় পৌঁছে গেছে। (সরাসরি কপি-পেস্ট করার কারণে, কিছু অপ্রয়োজনীয় শব্দ থেকে গেল)
Author
Zulkarnain Saer
যারা সবুজ ঘাসের গন্ধ শুঁকে চলে এসেচে তাদের জইন্যে স্বাগত সংগীত, ঘাস খাবার পরে একটু জাবরটা কাটতেও কিন্তু ভুলে যেওনা, তানাহলে বদহজম হবে (অবশ্য সেটা এমনিতেও হবে)
9h
Reply
MisHkat
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা।
9h
Reply
Arfin Khaled
এই হলো আরেক ভন্ড । হাজির হলো নন সেন্স একটা ইস্যু নিয়ে , এরাই সুশীল এর বেশে দেশে অশান্তি লাগাই রাখে ।
9h
Reply
Joseph Bro
চট্টগ্রামের দোভাস কলোনীতেও দুর্গাপূজায় অস্থায়ী হিন্দু মন্দির করে এখন জমি দখল করে ফেলেছে
9h
Reply
Ejaj Mahmud
র তো দেখি ডাইরেক্ট গুগল ট্রান্সলেট ব্যবহার করেছে
9h
Reply
Msb RaFi
ভাইয়ে, এসব ভিকফিক্টিম কার্ড খেলা বাদ দিয়া পোকার খেলেন গিয়া
7h
Reply
Huzaifa Khan
আল্টিমেটাম দিলেও কেনো সরায়নি?
9h
Reply
Abhijit Barai
বাংলাদেশের ভবিষ্যৎ বুদ্ধিজীবীদের প্রজন্ম কেমন হবে? কমেন্ট পড়লেই বোঝা যায়।
9h
Reply
Abdullah Rasul Anik
শুরু হয়ে গেছে একটি দেশ এবং তাদের কোলাবরেটরদের ষড়যন্ত্র
9h
Reply
Sheikh Ahsanul Haque
নিজেরাই তো পূজা শেষে এমন অবস্থা করে! তখন মানহানি হয় না?
9h
Reply
Arif Jahan
ইন্ডিয়া থেকে আপায় আপনাকে সাডানি দিয়েছে নাকি
9h
Reply
Shahbag theke bolchi - আমাদের হিন্দু রাষ্ট্র চাই
আল্টিমেটাম দেওয়ার পরেও কেনো সরায়নি? (১৩)
9h
Reply
Iran Military.
ওদের ভগবান নিজেকেই বাঁচাইতে পারল না কেন?
9h
Reply
Sultan Shuhan
প্রশ্ন হওয়া উচিত:
জুর/ছলছাতুরী করে ইবাদতখানা দখল করে ইবাদত করলে,ইবাদত কবুল হবে?
অথচ প্রশ্ন করা হচ্ছে আজেবাজে।
8h
Reply
Sami Azfar
বোতাতোতা সাম্বাদিক ভাইটি! আল্টিমেটাম এর খবরটা নিশ্চয়ই পায়নি।
9h
Reply
Md Riazul Islam
দেশপ্রেমিক সাজা সায়ের 'র' প্রেমী হলেন কবে?
3h
Reply
Ali Hd Akbar
Ucit kam korse porer jomi dokhol korle amn ty hoy
9h
Reply
MD Aminur Rahman
এইটা কি একটা অনুসন্ধানী সাংবাদিকের পোষ্ট । আগে প্রশ্ন করবেন কেন তারা রেলের জায়গা দখল করে মন্দীর তুলল । নোটিস তো পরের কথা ।
3h
Reply
Junior XR
ওরে ছুছিল
7h
Reply
Ahmed Tahmid
মাল্লুটারে ইন্ডিয়া পাঠানো দরকার। বাংলাদেশে কোনো মাল্লুর জায়গা নাই। সায়ের হইলো মাল্লুর তাবেদার
9h
Reply
So Han
৩ বার আল্টিমেটাম দিছে...খোজ নিয়ে দেখেন
9h
Reply
Masum Billah
আসছে চুলকার সুশীল। যারা সুশীল খুজেন, এই নেন সুশীল।
17m
Reply
Sarker Vishal
অনেকে খুশি হয়েছেন আমার প্রতিমা ভাংচুর করেছে বলে।
46m
Reply
Istiyak Mahim
Karo bari aihave jokhon vagge rajuk wasa tokhon kisu hoi na 2din ar mondir ar jonno ato kosto
42m
Reply
Choton Bonik
শুভবুদ্ধি উদয় হোক সবার।
1h
Reply
Anas Md Mustakim Hoque
নোটিশ দেওয়া হয়েছিলো সব মালামাল সরিয়ে নেওয়ার জন্য , কিন্তু এনারা ভিকটিম কার্ড খেলার মাধ্যমে জোরপূর্বক দখলদারিত্ব ধরে রাখাকেই বেশি দরকারী মনে করছে।
নো সেম্প্যাথি, সরি
9h
Reply
Kefayet Kefu
Zulkarnain Saer ভাই, গত জীবনে প্রাথমিক শিক্ষক নিয়োগে, সবচেয়ে বেশী হিন্দুরা চান্স পেয়েছে। শুনেছি ২০২২এর শেষের দিকে নিয়োগে এমন হয়েছে, যে সকল হিদু ভাইবা বোর্ডে ডাক পেয়েছে সকল হিদুকে ভাইবাতে পাশ করাতে সরকারকে বাধ্য করেছে। এবং সেটাই হয়েছে। এই জন্যে রেজাল্ট দেয়ার ডেট ৩বার পরিবর্তন করা হয়েছে।
Zulkarnain Saer ভাই একটা তদন্ত লাগায়ে দেন্না।
7h
Reply
Bayazid Sarker
অবৈধ স্থাপনা ভাঙতে সমস্যা কোথায়?
মসজিদ ভাঙ্গার কথা মনে আছে?
চুলকাচ্ছে?
9h
Reply
Istiaque Ahmed
শিক্ষিত মূর্খ যদি কেউ দেখতে চায়, তাহলে এদেরকে দেখে মন ভরে নেয়া দরকার!
তিনবার আল্টিমেটাম দেয়ার পরেও যারা নিজেদের সামগ্রী না সরায়, তাদের জন্য কি ট্রিটমেন্ট দরকার?
9h
Reply
Ahmed Tanvir
Apni lojjaaa niye boisha thaken. Koitte ki aina ajaira post den.
9h
Reply
Mahfuj Islam
কিন্তুু দূর্গা পূজার নাম করে জায়গা দখল করে রাখবে কেন
9h
Reply
Gmx Mahmudol
শুনলাম আলটিমেটাম দিয়েছিলো সরায়নি?? তাহলেক এখন কেনো এই কথা
9h
Reply
Ahmed Humayun Rashid
এতো লজ্জা তাইলে পোস্ট কিভাবে করেন।
9h
Reply
Ŋʋʀ ɱɗ ɭɩtoŋ
আমনের হেডা
9h
Reply
Golam Iftekhar Mobin
আল্টিমেটাম দেয়ার পরেও সরায়নি কেনো?
9h
Reply
Jannatul Hawya
At last, his real nature has come out bhai chief adviser ki eikhane murti vangte sikhaiyya diche? Abar bole "ei lojja apnar, shame"! Bla bla bla
5h
Reply
Ariyan Islam Shamim
যখন মসজিদ ভাঙ্গা হইছিলে তখন এই চেতনা কোথায় ছিলো?
50m
Reply
Abdur Rahman Rubel
এখনে লজ্জার কি আছে।
1h
Reply
Mizanur Rahaman
আলগা চুলকানি!
1h
Reply
Md. Zohurul Haque Ove
যুল্কার তুমি ভন্ড
1h
Reply
Md. Ashraful Alam Acs
Apni nije janna keno
3h
Reply
Ahasan Ullah Sohel
Zulkarnain Saer কেন মোদি, অমিত শাহ, রাজনাথ লজ্জা পায় না? আপনি পাচ্ছেন? কিসের নাড়া কোথা থেকে আসছে এইসব? আপনিত সিউর বুজেই কমেন্টস করলেন।
9h
Reply
মোহাম্মদ মাহমুদুল হাসান
2021 সালে মসজিদ ভাঙ্গা হইছে তখন পোস্ট করলেন না কেন?
9h
Reply
Md Abdullah Rohan
হায় ভগবান তোমার উপর আঘাত আসলো আর তুমি নিরবে তা সহ্য করলে😂😂😂
51m
Reply
Mohammad Nazmul Haque
এই জায়গাটা কাদের??
1h
Reply
Rony Mollik
·
এই ঘৃন্য মনোভাবাপন্ন প্রেশার গ্রুপ ও তাদের মদতদাতা সরকারের প্রতি তীব্র ঘৃনা জানাই।
9h
Reply
Muhammad Imran
এই ঘটনা ঘটেছে কোথায়
1h
Reply
Nafis Abir
হিন্দু জনগোষ্ঠীর আবেগের দিকে খেয়াল রাখা অবশ্যই দরকার ছিলো। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কম মসজিদ ভাঙা হয়নি যেগুলি মিডিয়ায়ও এসেছে, আগামীতে এমন ঘটনা ঘটলে আবেগি স্ট্যাটাসের অভাব আপনাকে প্রতিবাদমুখর করে তুলতে বাধা দিবে না আশা করি।
6h
Reply
Samiul A Toufiq
৩ বার আল্টিমেটাম দেওয়ার পরেও মূর্তি না সরাইলে কে কি করবে? বুলডোজার চালক বাসায় নিয়ে যাবে?
1h
Reply
Md Abu Taher
সায়ের ভাই কমেন্ট গুলো পইরেন দেখেন ভাঙার পক্ষেই বেশি মানুষ😪
3h
Reply
মাতৃভূমির দালাল
জমি দখল করে শরীয়াহ আইনের বাইরে মসজিদ বানানো পাপ।আর মন্দির বানানোও অপরাধ।
9h
Reply
Rafsanul Hasan
মাথামোটা
8h
Reply
Tanvir Ahmad
চুশীল ভাই
2h
Reply
Ali Azgar
এই দেশটাকে পিছন থেকে ছুরি মারার কোনো সুযোগ এরা ছাড়েনা।
3h
Reply
Jamuna River
হ্যার কোন শরম নাই।
1h
Reply
Laohe Mahfuzz
সবুজ ঘাসের গন্ধ শুকে পোস্ট আর কি😂
9h
Reply
Kamrul Hasan
ওদেরকে আর এইদেশে শান্তিপূর্ণ থাকতে দেয়া উচিত না। ওদের সাম্প্রদায়িক মুখোশ আমরা মুখস্থ করে ফেলেছি
1h
Reply
Masudur Rahman Mahin
এই সব কর্মকাণ্ড ফ্যাসিস্ট দোসরদের করা সুতরাং এই সব নিয়ে এতো পাবলিসিটি না করার জন্য অনুরোধ করছি।
ভিতরে ভিতরে সেই কালপ্রিট দের খুঁজে বের করা দরকার।
8h
Reply
Edited
Azharul Islam Sarker
আগে অনেকবার নোটিশ করার পরও কেনো সরালো না? ভিক্টিম কার্ড খেলার জন্য? চুল্কানি হলে মলম লাগান।
53m
Reply
পরশ সাইফুল্লাহ
মসজিদ উচ্ছেদ হইছে, মন্দির উচ্ছেদ হইছে! এতে আমি সমস্যা দেখি না। যে অভিযোগটা আনা হয়েছে, যথাযথ সম্মান দেখানো হয়নি সেটা বিবেচনায় রাখা উচিত ছিলো। অবৈধ স্থাপনা, হোক মন্দির, মসজিদ, প্যাগোডা, মাজার বা গির্জা অবশ্যই উচ্ছেদযোগ্য।
4h
Reply
Shafiul Salim
ধর্মীয় সকল উপাসনার স্থানগুলো ওয়াকফ সম্পত্তিতে হওয়া উচিৎ। অনুমতি ব্যতিত রেললাইনের ধারে বা যেকোনো রাস্তার ধারে স্থাপিত হলে রেলওয়ে বা রাস্তার সম্প্রশারন করার সময় সেই উপাসনালয়গুলো কর্তৃপক্ষ তো উচ্ছেদ করবেই ।
2m
Reply
Sarwar Hossain
ওরে ছুছিল,,
5h
Reply
Md Atiĸʋʀ Rʌʜmʌn
মুসলিমদের অধপতনের একমাত্র কারন হলো এই সাংঘাতিকদের কারনে।
নিউজ যদি ধর্মের পক্ষে হয় তাহলে,,সকল ধর্মের পক্ষে হয় না কেন???
6h
Reply
SB Sagor
হুদাই আসল তথ্য না জেনে পোস্ট করে দিলেন🙄
8h
Reply
Kousar Ali
Saer ekhon songkha logu card khelsen.. kisudin emon cholbe..
3h
Reply
Emam Hosen Pathan
ভিক্টিম কার্ড খেলা বন্ধ করতে হবে
5h
Reply
Rayhan Ahmed
সভ্য জনগন নিজের তত্ত্বাবধানে সরিয়ে নিলেই পারতো।
2h
Reply
Mahmud koli - মাহমুদ কলি
·
হাসিনার আমলে যখন মসজিদ উচ্ছেদ করেছিলো, তখন কার প্রশ্ন ছিলো, তখন কার মাথা ব্যাথা ছিলো, তখন কে যুদ্ধ করেছিলো?
5h
Reply
Md Razoan Ahamed Rabby
এদের দেখলে বোঝা যায় ভিকটিম কার্ড কেমন প্লে করতে হয়
3h
Reply
Abu Hanif
সায়ের আসছে ছায়া নিয়া
9h
Reply
Hridoy Sarker
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
2h
Reply
A. H. Nahid
দেখে মনে হচ্ছে Chief Adviser GOB এর চেয়ে আপনি বেশি লজ্জা পাচ্ছেন।
9h
Reply
Gias Uddin Munna
আরেক ভন্ড
8h
Reply
Md Iqbal Hossan
এটাতো আপার ট্রাম্পকার্ড ছিলো! আপনারাও শুরু করে দিলেন?
8h
Reply
Muhammad Abdur Rahman Raihan
সুশীল সায়ের!
8h
Reply
M R Saiful Islam
বৈধ অবৈধ আমি বুঝিনা তাদেরকে সময় উচ্ছেদ করা উচিত ছিল
1h
Reply
Golap Mahbub
Eikhne onar dosh ki ,,? Uni ki oikhane jaya eta atkabe?
Mane kisu hoile pad. Dileo laga mention
9h
Reply
Tarik Hasan
·
নয়া সুশিল
3h
Reply
Edited
MD Tareque Uddin
ভাই দেখেন,নেশা জাতীয় দ্রব্য চিরদিনের জন্য হারাম আর হারাম না বুঝলে সবার জন্য ক্ষতিকর এগুলো খেয়ে প্রমোট করতেছেন পরোক্ষভাবে।
যেটা আপনার পোস্টেই প্রমাণিত।
6m
Reply
মুহাম্মাদ নাঈম
এটা বেশি বেশি হলোনা জুলকারনাইন ভাই
6h
Reply
MD Imran Hossan
নিজেরাই পূজা শেষে ফালায় দেয়। তখন মানহানি হয় না?
4h
Reply
কুড়িয়ে পাওয়া
Dalali kora bondo koren
1h
Reply
Amirul Islam Jewel
জানামতে তিনবার নোটিশ দেয়া হয়েছিল অবৈধ জায়গা থেকে সরাতে।
এদেশেই অসংখ্য মসজিদ ভাঙা হয়েছে বিনা নোটিশে। অযথা বিদ্বেষ ছড়াবেন না। ধন্যবাদ
1h
Reply
Md. Zahidur Rahman
khali victim card khele
1h
Reply
Md Imran
বাহ বাহ সায়ের বাহ নতুন করে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে হাইপে আসতে হবে
2h
Reply
Mimu Islam Mimu
জাতির কলঙ্ক।
2h
Reply
محمد جنيد
সকাল কি শুকনো মরিচ আর শুকনো পিয়াজ এর স্যালাড আহার করেছেন কি ভাই, কেন পঁচা গন্ধ প্রবাহিত করেন, নাহ এ****ন্ট এর লেজ গুটিয়ে নিয়েছেন শরীরে Zulkarnain Saer
8h
Reply
Edited
Sharif Ahmed
·
ডানপিটে সায়ের এবার কি নিয়ে আসলো
2h
Reply
Abdul Hasim
·
এসব আর খায় না বাংলাদেশ। নাটক অনেক করেছে আর এই নাটক খায় না।
2h
Reply
Mosarrof Raj
সায়ের এর মান**ভতা জেগে উঠেছে দাদাদের জন্য
2h
Reply
মাছরুর মিরাজ
এমন নিরপেক্ষতা পূর্বে দেখালে নিজেদের অস্তিত্বের প্রতি দাবী রাখতে পারতা
7h
Reply
Abdullah Hel Mahmud
Vai khilkhet ay areate age akta boro madrasha and mosque silo then elevated kajer somoy demolish korse sai somoy apney koi silen
9h
Reply
Fahad Hossain
আগে ভালো করে খোঁজ খবর নেন এইটা কোথায় ঘটনা আমরা একটু খোঁজ খবর নিই … আপনি আমাদের বিস্তারিত জানান
8h
Reply
Sohag Mahmud
মানুষ এগুলো নিয়ে ভাবে না এখন
5h
Reply
Safwan Bin Jahangir
আপনার এই পোস্টের ক্যাপশনে পড়ে লজ্জায় ড ইউনুসের কান্নায় থামতেসে না!
9h
Reply
Zahed Hridoy
ননসেন্স কোথাকার
4h
Reply
Md Allamgir
ধর্মব্যবসায়ীরা হা হা দিচ্ছে।
9h
Reply
MD Azizul Haque
এটাও বের হবে আসল সত্য একটু অপেক্ষায় । এটা ওরা নিজেরাই করেছে। যেমন পরিকল্পনা ছিল সুব্রত বাইনের। যেন সব দোষ হয় ইন্টেরিয়মের।
2h
Reply
Ahmed Shoshi
যোগেন চন্দ্রদের ভিক্টিম সাব্জেক্ট পড়লাম৷
4h
Reply
Rakib Hasan
বাঙ্গু সুশীল,
3h
Reply
Dipak Kumar Mondal
উনার লজ্জা নাই
8h
Reply
Ayesha Akhter Shumi
সুশীল!
2h
Reply
Neha Nadia
কিরে ভাই এরা নিজেরাই তো এমনে পেলে দেয়
1h
Reply
Tapan Sarker
তীব্র ঘৃনা ও প্রতিবাদ জানাই, এই দেশ মৌলবাদের বিষ বাস্পে ভরে গেছে
4h
Reply
Moshiiur Rakib
নীল খেতের ভন্ড!
9h
Reply
Md Arafat Hossin
এমন অজস্র মসজিদ মাদ্রাসা ধ্বংসের ছবি আছে।
তখন দৃষ্টিশক্তি হারিয়ে যায়?
1h
Reply
Touhidul Islam Tipu
ধিক্কার জানাই এমন কিছুই পুনরাবৃত্তি না হউক
9h
Reply
Sumon Chowdhury
সব মুসলিম এর স্বভাব এক
ফিলিস্তিন এর অবস্থাও একবার দেখ
2h
Reply
Arifur Rahman
"প্রেশার গ্রুপের" সভাপতি সফিক কি বলে দেখা যাক।
5h
Reply
Nabiar Nabi
রেন্ডিয়াতেও মাদ্রাসা উচ্ছেদ চলছে যদিও সেগুলো অবৈধ ভাবে গড়ে ওঠে নাই।
1h
Reply
Zubaer Bin Mahbub
শুশীল সাজিচ্ছেন নাকি?
3h
Reply
Monirul Islam
আপনি কেন মনে করেছেন, ঘটনা হটাত হয়েছে,
2h
Reply
Biswajit Chandra Das
বাঙ্গু মুমিদের বিরুদ্ধে সত্যি বললে তারা আপনাকেও খেয়ে দিবে এভাবেই।😅
7h
Reply
Farhan Isteak Jibon
আহহহা
8h
Reply
Yeasdin Hasan Nirob
যে ইস্যু নিয়ে সিম্প্যাথি পাওয়া যাবে, ভাইয়ে ওইখানেই হাজির!
9h
Reply
Shoaib Sarker
ওরে বাংগু!
7h
Reply
AR Pranto
সুশীল!
3h
Reply
Akidul Farhan
গত বছর ধানমন্ডি ৩২ এর কথা মনে আছে।।
3h
Reply
Ratul Saha
বাঙ্গুদের জন্য সময় এসেছে কাবা শরীফের দায়িত্ব নেওয়ার
2h
Reply
Asraful Islam
আর ধানমন্ডি লেকের মসজিদ যখন ভাঙ্গা হয়েছিলো তখন কই ছিলেন! ঘুমে নাকি!
3h
Reply
Tahsin Tanbir Jr.
Ole baba babbur ghum bhangce akhon
8h
Reply
Abbas M
টপিক এর খরা চলতেছে মনে হয়.
1h
Reply
Lopa Hossain
Apni 🇸🇩
1h
Reply
Shahin Ahmed
কি লিখছে কিচ্ছু বুঝতে পারছি না
1h
Reply
Masud Rana
ওরা এমনটাই চাইছে, তারপরও বলবো মিডিয়ায় প্রকাশ করে ভাঙ্গা উচিত ছিলো।।
6h
Reply
Firozul Alam Ripon
ইন্ডিয়ার মুসলমানরাও সেদেশের নাগরিক
1h
Reply
Amir Hossen
·
লজ্জা আছে ??
4h
Reply
Edited
Mohammad Abdullah
পূজা শেষ হলে মুর্তি গুলারে আরো বিশ্রী অবস্থাও করে। পাড়ায় ওরা। ওরা নিজেরাই স্ববিরোধী কথা বলতেছে।
6h
Reply
Šhakil Ahmmad Ibrahim
মসজিদ ভাঙ্গলে আপনার আর দারায় না,, এখন দারায় গেছে,,,
6h
Reply
Kawsar Ahmed Sujan
·
পুজার নাম করে জমি দখল করতে চাচ্ছে এই সুশীলরা।
9h
Reply
Mehzabin Momo
৪৭ এ মুসলিম অধ্যুষিত এলাকা কিভাবে ইচ্ছাকৃত সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারতের অধীনে হয়েছে এগুলা এখন বুঝা যায়।
3h
Reply
Nm Masum
অব্যর্থ সমবেদনা দিয়া যার যার ভোট ব্যাংক বাড়ানের চেষ্টা
4h
Reply
মোঃ গোলাম কিবরিয়া জিয়া
এর দায় কি তুমি এরাতে পারবা।
9h
Reply
Faisal Protikkha
natok duchaw mea Railway jaygay mondir koira pore jayga khaiaa dear dhandda egulo jonogon buje shorkar theke permission nichilo?????dhandali bad den😂😂
9h
Reply
শাদমান শাকের
আজীবন ওদের পক্ষে লড়ে যান। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা বাজায় তখন কই থাকেন?
বাঙ্গু
8h
Reply
Mohammod Hafizur Rahman Hafiz
এই তো দেখি আইনের প্রতি শ্রদ্ধাশীল না।
মুখে তো ফ্যানা উঠে বাস্তবতা ভিন্ন।
6h
Reply
Md Yousuf Hossain
Indian media eda dekle ki banay Allahi jane
9h
Reply
Snahasis Saha
Eshob post a haha dekhle e bujha jay keno sara bisshe lathir upor ase
2h
Reply
Emdadul Haque
শুরু হয়ে গেল ভন্ডগিরি😆
9h
Reply
Prince Das
বাংলাদেশ হিন্দুর নয়। কখনো নয়। এটা তৌহিদী জনতার।
1h
Reply
আবু হুরায়রা
উচ্ছেদ করার আগে কি তাদের জানানো হয়নি??
6h
Reply
M S Mohammad Rana
মূর্তি পূজারীরা পূজা শেষে নিজেরা ই তো ভাঙে, সেক্ষেত্রে কি ড ইউনুস এর দোষ?
5h
Reply
Mamun Mahamud
এই বাংলাদেশ মবের,দ্বায়িত্বে আছেন তৌহিদি জনতা।
1h
Reply
তাহফিমুল ইসলাম আলভী
ভাই,এখানে রাজনীতি আছে। জমি দখলের ব্যাপার আছে....
3h
Reply
Sharukh Sifat
বাংলাদেশে অবৈধ স্থাপনা হিসাবে মসজিদ ভাঙ্গা হয়নাই এর আগে কোনো?? মানুষকে ট্রিগারড করার জন্যে পোস্ট দেওয়া??
9h
Reply
Sifat Hasan
সুশীল
8h
Reply
Good Bou
সব ভণ্ডামি
3h
Reply
Jatish Barman
লজ্জা নেই উপদেষ্টার
5h
Reply
Y S Arafat
ভাঙ্গার আগে নোটিশ দিয়েছিলো সরাই নি কেন.?
না সরাইলে এমন ই হবে
তারা তাদের জিনিস নিয়ে ব্যস্ত ভগবানকে কে সরাবে.?
9h
Reply
Edited
Shishir Ahamed
দখল করার সময় এটা মনে থাকে না
6h
Reply
Jubayer Ahmed ShawOn
@Zulkarnain আপনাকে উপদেষ্টার চেয়ারে বসিয়ে দেই?
অকারেন্স করবে জনগন , অশান্তি সৃষ্টির জন্য। আর লজ্জা পাবে উপদেষ্টা?
2h
Reply
Edited
সাদিক ইসলাম আয়ান
ভারতের মুসলিমর নির্যাতন নিয়েও নিয়মিত পোস্ট লিখেন না কেনো
1h
Reply
Isa Mahmud
মানহানি? সেটাও আজকাল স্থান, কাল পাত্র ভেদে হয়।অবৈধ স্থান দখল করে মন্দির হয় যদি ইবাদতের লক্ষ্য।সেখানে কল্যানের নাম "রাম" দিয়ে নয় "গণেশ" দিয়ে হলেও কি আর আসে যায়।পদার্থ সেটা জড় হলে হয় যদি পরিত্যক্ত,কি রুপে তাহাকে আনিলে হয় শ্রদ্ধেয়? "প্রীতি "যখন সেকুলার হলে একটু সম্মানের হয় তখন মসজিদ ভেঙে মন্দির করলেই আত্মসম্মানের কি আসে যায়!
5h
Reply
Edited
Sajidul Islam Shagor
উস্কানিমূলক পোস্ট দিয়ে সাধু সাজতেছেন!!
3h
Reply
Abir Chowdhury
স্লা ভন্ড
9h
Reply
Md Sharif
Zulkarnain Saer আল্টিমেটাম দেওয়ার পরেও কেন সরাইনি? তারা ইচ্ছে করে জায়গা দখল করে রেখেছিলো।
২০২২ সালে যখন মসজিদ ভাঙা হয়েছিল তখনতো কেউ কোন কথা বলেনি।
8h
Reply
MD Hassan
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
9h
Reply
Tasnim Tonni
Sorkari jayga to oder baper.
6h
Reply
Injamam Ul Haque
ট্রাম্প কার্ড
3h
Reply
MD Abdul Mannan
তাইতো বলি এত লাফায় কেন?
6h
Reply
Mohammad Imam Hossain
মসজিদ মাদ্রাসা ধ্বংস নিয়ে তো কখনও লেখতে দেখিনি? বুদ্ধিজীবী দেশপ্রেমিকদের!
1h
Reply
Mohammad Omar Faruk
এসব আবেগ এখন পাবলিক চুদেও না
9h
Reply
Asequr Rahman Akash
দুঃখজনক ঘটনা কারো ধর্মীয় ভাব আবেগে আঘাত করা মোটেও কাম্য নয়। এটা কোন মোদির দোকান ছিল না যে বুলডোজার দিয়ে ভেঙে ফেললাম। অন্তত তাদের প্রতিমা গুলো সরানোর সময় দেওয়া উচিৎ ছিল।
4h
Reply
Kamrul Hasan
এই জায়গাটা তো তাদের না। তাহলে তারা একটা দাবি করে কিভাবে? তাদেরকে আল্টিমেটাম দেওয়ার পরেও তারা কেন সরায় নি এটা??? অন্যের জায়গা অধিগ্রহণ করে মন্দির করা কেমন ধর্ম??? হাস্যকর
1h
Reply
Jobaer Hossain
Haha deya gula ek ekta jannat paia gese
8h
Reply
Sadman Hossain
Bhai apnar basar jaiga ta den tahole. Dhorner naam niya shorkari jaiga gayeb koira deya kon dhormer shikkha?
9h
Reply
Faruq Foisal
এই মূর্তির মাথা ভাঙ্গা ছবি পুরানো, অনেক আগে থেকেই দেখে আসছি!
6h
Reply
Rizwan Shafy
Zulkarnain Saer কচুর লতি কম খান, নাহয় আরও চুলকাবে। সুশীল হাবু!
8h
Reply
MD Jubair Hossain Nirob
সুশীল 😆😆
9h
Reply
Md Ashik Asr Enitd
যুগে যুগে তাগুদরা এটাই করেছে আল্লাহর পরিকল্পনা উত্তম ইনশাআল্লাহ
7h
Reply
Muttakin Mahmud
ওরে ছুচিল মারানি......
3h
Reply
Abdul Wahed
উপমহাদেশে প্রশাসন পর্যায়ের মানুষজন কেউ কারো ধর্মকে সম্মান করে না।সাধারণ সংখ্যালঘুরা সব দিকেই চাপের উপর থাকে।
2h
Reply
Edited
Mashud Abraham
র
8h
Reply
Al Amin Khan
লজ্জায় সবাই হাহা রিয়েক্ট দিচ্ছে 😞
8h
Reply
Sabir Alam Saif
Apnar lojja nai ?
9h
Reply
Noor Mohammad
দেশে অস্থিরতা তৈরি করতে আবার টার্গেট হিন্দু সম্প্রদায়!!
9h
Reply
Muhebullah Musrefin
জামাত শিবির মওদুদীবাদ
এবং ইন্টারিমের উপর তাদের প্রভাব
নিপাত যাক নিপাত যাক
9h
Reply
মুহাম্মাদ ইমাম হোসাইন
রঠা আমায় রক্ষা করো।
9h
Reply
Mufti Suhail Ahmad
যখন অবৈধ স্থানে মসজিদ করার কারনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া দেওয়া হয় তখন এই চেতনা ব্যবসা উতলিয়ে উঠে ???
3h
Reply
Sufiyan Ahmed
মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হলে এদের আর গর্তে লাইট জ্বালিয়ে খুজে পেতাম না আমরা!
3h
Reply
Niamat Munsi
এর আগে অবৈধ দখলে থাকা অনেক মসজিদ ও উচ্ছেদ হয়েছে, তখন কই ছিলেন?
9h
Reply
Asish Kumar Biswas
নিন্দা জানাই
2h
Reply
Jm Mustakim
সংখ্যালঘু কার্ড খেলেন আপনি ও
2h
Reply
Na Z Rul
হ্লারফুহ্লা
9h
Reply
Atik Foysal
ব্রেন কি হাঁটুতে??
নাকি তাবেদারী করতে আসছে??
9h
Reply
Top fan
Munawwir Al Islam
রেলের জায়গা দখল কইরা মন্দির কেনো বানাতে হবে?
আর ভাই আপনি বিশ্বাস করেন আর নাই করেন হিন্দুরা এদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট।
এটা বাস্তব।
এরা এই বাঙ্গলা ভূমির প্রতি আনুগত্যশীল নয়।
5h
Reply
Mohammad Salauddin
Vai jokhon Dhanmondi lake are moshjid vanga hoisilo tokhon post korsilan naki apni
2h
Reply
ShopNil Ahmed
ওরা বাংলাদেশী হলেও অন্তরে ভারতপন্থী
9h
Reply
MD Muhibbullah
কসুখেতির তাইলে লজ্জা ও আছে ?
9h
Reply
M O H A S I N ッ
ইদানিং দেখছি আপনি
এ সরকারকে বিব্রত করার প্রচেষ্টায় বিভোর থাকেন।
ব্যাপারটা বুঝি আমরাও
2h
Reply
Sab Ahmed Rasel
যে জায়গা দখল করে পূজা করতেছিল এই জায়গা কি তোর বাপের
9h
Reply
Muhammad Nazmul Haque
রাবিন্দ্র সরবোরের মসজিদ টা ভাঙ্গার সময় আপনার এই সেইম জাতীয় পোস্টটা দেখতে পারলাম না।
2h
Reply
Shahid Ali Reza Basunia
আপনার পবিত্র চিন্তা কি ভারতের আর গাজার ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও মিনারগুলোতে চোখ পড়েনা?.. এটাতো অবৈধ উচ্ছেদ।
2h
Reply
Edited
Abdullah Al Arman
·
লীগের আমলেই ভালো ছিলাম
9h
Reply
Md Rafiqul Islam Miah
Ata Bangladesh Railway Jayga Ata To Neboe
8h
Reply
Mohammad Shah
জায়গা দখল করে কোনো মসজিদ - মন্দির নির্মাণকে না বলুন ।
27m
Reply
Sagor Khan S K
Asob niye ato susilgiri dekhanor kicu nai.
9h
Reply
আইনুন ইবনে গোলাম রব্বানী
·
এরা নিজেরাই পুজা শেষে মুর্তি এভাবে গুড়া করে।
8h
Reply
Joy Nirbana
কমেন্ট বক্সে তিনিঞ্চি সলোইমান আর পাকিবীজ ইলিশমাছের ভক্তকূলে ভরে গেসে😂
1h
Reply
MD Rashedul Islam
সমস্যা হলো মুসলমান এর লেবাস নিয়ে মুনা,ফিকী করার যে বিষয় টা।
1h
Reply
Sakib Hasan Megh
কসুখেতির তাইলে লজ্জা ও আছে ?
8h
Reply
Arman Hosain
এতো সুচিলগীরী করা বালানা।
৫ বার আল্টিমেটাম দিছে, না সরালে কি করবে.?
নিজেদের ভগবানকে নিজেরাই সাহায্য করতে ব্যার্থ এখন ইন্টেরিমের দোষ
4h
Reply
Asraf Hossain Khokon
9h
Reply
Raihan Uddin
😆
1h
Reply
Forad Hossain
#TMD
8h
Reply
Mahdi Hasan Maruf
আহারে গোমূত্র প্রেমী। পেরেম, ভালোবাসা সব এহন উথলে পড়তেছে।
3h
Reply
Mehide Hasan Tanbir
Sorry, we're having trouble with playing this video.
Learn more
4h
Reply
Zoynal Abedin MJ
🤮🤮🤮🤮🤮
4h
Reply
Naimur Rhaman Naime
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা।
1h
Reply
Mahdi Husain Khan
সায়ের ভাই, জীবনেও তো মুসলিমদের উপর আঘাত এলে একটি কথাও বলতে দেখলাম না। হঠাৎ চুশীল নাকি🙄
50m
Reply
মিঠু বিন ইদ্রিস আলী
যতটা কষ্ট হেদুরা পাবে তার চাইতে এ বাঙ্গু বেশি কষ্ট পাইছে
8h
Reply
Mahdi Husain Khan
নিজেরাই তো পূজা শেষে এমন অবস্থা করে! তখন মানহানি হয় না?
54m
Reply
MD Rakibul Islam
মুলকারনাইন তোর জন্ম নিশ্চিত কোন এক মন্দিরে
1h
Reply
Mezanur Rhaman
তুমি আরেক ভন্ড । হাজির হলে নন সেন্স একটা ইস্যু নিয়ে ,তোমরাই সুশীল এর বেশে দেশে অশান্তি লাগাই রাখে ।
3m
Reply
Ayesha Akhter Shumi
এতো লজ্জা তাইলে পোস্ট কিভাবে করেন।
2h
Reply
Shafiul Alam Maruf
সালা ভন্ড, আসছে সাধু সাজতে। উচ্ছেদ এর আগে নোটিশ যাই নাই?
আর মসজিদ উচ্ছেদের সময় কি শশুরবাড়িতে কলা খাইতে যান?
3h
Reply
Edited
M A Haque
আপনার বা-মাকে নিয়ে লিখায় আপনার যেমন ইগুতে লেগেছে, ২৪এরপরেও দেশ নিয়ে আওয়ামী জঙ্গি লীগের যড়যন্ত্রে আপনার খারাপ লাগাটা উচিত ছিলো, খারাপতো লাগেইনি বরং এটা সাফাই গায়লেন।।
4h
Reply
Mahadi Hassan Sabit
দয়া করে গিয়ে হালকা করে গোমূত্র পান করে আসেন,, আপনার জন্য মায়ের তাজা গোমূত্রের ব্যবস্থা করা হয়েছে,, ঠিকানা তসলিমা নাসরিনের বিছানা
6h
Reply
ওদের ভগবান নিজেকেই বাঁচাইতে পারল না কেন?²
9h
Reply
Strong MStud
নোটিশ দেওয়া হয়েছিলো সব মালামাল সরিয়ে নেওয়ার জন্য , কিন্তু এনারা ভিকটিম কার্ড খেলার মাধ্যমে জোরপূর্বক দখলদারিত্ব ধরে রাখাকেই বেশি দরকারী মনে করছে।
নো সেম্প্যাথি, সরি😊
#LandInvaders
8h
Reply
ফেরদৌস আহমেদ
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা?
8h
Reply
MD Ariful Islam Abir
এর আগে অবৈধ দখলে থাকা অনেক মসজিদ ও উচ্ছেদ হয়েছে, তখন কই ছিলেন?(২)
5h
Reply
Alamgir Hossain
শিক্ষিত মূর্খ যদি কেউ দেখতে চায়, তাহলে এদেরকে দেখে মন ভরে নেয়া দরকার!
তিনবার আল্টিমেটাম দেয়ার পরেও যারা নিজেদের সামগ্রী না সরায়, তাদের জন্য কি ট্রিটমেন্ট দরকার?
2h
Reply
Rabiul Awal Rabiul
টাকায় মন্দিরের ছবি আর ডাসবিনে মন্দিরের মুর্তি। হাস্যকর
5m
Reply
Out Box
এই লজ্জা পোস্ট দাতার।
লালমনিরহাট ইস্যুতেও পোস্ট দেখলাম। এই ইস্যু পোস্ট দেখালাম। আগে পোস্ট দাতাকে ভালো ভাবছিলাম। এখন আসল রুপ দেখতেছি। সবই একি গোয়ালের বুঝতে দেরি হয়ে গেছে শুধু..!
3h
Reply
Faisal Rahim
অবৈধ জাগায় যদি কোন মুসলিম নামাজ পড়ে জানে যেটা অবৈধ জায়গা মসজিদ হয়েছে ওই মুসলিমের নামাজও হবে না আইন সবার জন্য সমান হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ
6h
Reply
Tanbin Islam Imran
নিজেরাই তো পূজা শেষে এমনটা করে তখন কি মানহানি হয় না?
6h
Reply
Mehedi Hasan Mubin
সায়ের ভাই, জীবনেও তো মুসলিমদের উপর আঘাত এলে একটি কথাও বলতে দেখলাম না। হঠাৎ চুশীল নাকি🙄
1h
Reply
Rahad Mohammad
আল্টিমেটাম দিলেও কেনো সরায়নি?
4h
Reply
MD Bappi Khan
আহাগো সোনাগো আমার।😁 যখন মসজিদে আঘাত করা হয় তখন তোমার বকবকানি কোথায় থাকে?
55m
Reply
Ab Moman
এই হলো আরেক ভন্ড । হাজির হলো নন সেন্স একটা ইস্যু নিয়ে , এরাই সুশীল এর বেশে দেশে অশান্তি লাগাই রাখে ।
6h
Reply
Masud M Palash II
এই হলো আরেক ভন্ড । হাজির হলো নন সেন্স একটা ইস্যু নিয়ে , এরাই সুশীল এর বেশে দেশে অশান্তি লাগাই রাখে ।
4h
Reply
Rakib Xaman
নিজেরাই তো পূজা শেষে এমন অবস্থা করে! তখন মানহানি হয় না? (2)
5h
Reply
Sarkar Alok
ইন্টেরিমের প্রতি ঘৃণা...
5h
Reply
সুলতান বাইবার্স
খয়ের পোলারা, যেই সময় ধানমন্ডির মসজিদ ভাংছিলো, তখন তগো এই আবেগ কই ছিলো
4h
Reply
Nur Hossain
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা।ই
1h
Reply
মোছাঃ নুসরাত জাহান মারিয়া
·
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা।
6h
Reply
RiizOyan HaSan TanJim
শিক্ষিত মূর্খ যদি কেউ দেখতে চায়, তাহলে এদেরকে দেখে মন ভরে নেয়া দরকার!
তিনবার আল্টিমেটাম দেয়ার পরেও যারা নিজেদের সামগ্রী না সরায়, তাদের জন্য কি ট্রিটমেন্ট দরকার?
7h
Reply
Obaidullah Sifat
প্রশ্ন হওয়া উচিত:
জুর/ছলছাতুরী করে ইবাদতখানা দখল করে ইবাদত করলে,ইবাদত কবুল হবে?
অথচ প্রশ্ন করা হচ্ছে আজেবাজে।
2h
Reply
Glorious Ihtesham
দেশ তো তোর আর তোর বাপু মুদির। দখল করে নে যা খুশি
2h
Reply
No Man Khadirov
ধর্মান্ধ মুক্ত কুসংস্কার মুক্ত ধর্মান্ধ মুক্ত উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী মুক্ত পৃথিবী চাই
9h
Reply
মাহীম
এর আগে অবৈধ দখলে থাকা অনেক মসজিদ ও উচ্ছেদ হয়েছে তখন কই ছিলেন ?
2h
Reply
Sabiha Mubasshira Maisha
ওরে বাংগু🐮
7h
Reply
Sarjil Alom
পূজা শেষ হলেই তো এমনে কইরা ফালাইয়া দেয় তারা নিজেরা।
---
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এক লাইনে বাংলাদেশের হিন্দুদের যথার্থ অবস্থা তুলে ধরেছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা' কবিতা থেকে একটি লাইন উল্লেখ করেছেন। বাংলাদেশের হিন্দু-মুসলমান সম্পর্ক এই এক লাইনে আজ অনেকটাই পরিষ্কার।
0 Comments