সরস্বতীপূজার একটি নমুনা নিমন্ত্রণপত্র

 ♦ ১৯৮১ সালের একটি সরস্বতীপূজার নিমন্ত্রণপত্র প্রকাশ করা হল। সবাই চাইলে আপনার পাড়া/ শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পূজার আমন্ত্রণপত্রটিও হতে পারে এমন। সাদামাটা, সাহিত্যসৌন্দর্যে নান্দনিক ভাষায় সজ্জিত নিমন্ত্রণপত্রটি আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।



তিমির রাত্রির অবগুণ্ঠন টুটে বিকশিত হলো জীবনের শতদল, চঞ্চল হয়ে উঠলো হংসদূতের পাখা—একহাতে বীণা ও অপর হাতে জ্ঞানের অমৃত ভাণ্ডার নিয়ে ১৬ই মাঘ শনিবার শুক্লাপঞ্চমীর পূণ্য তিথিতে শ্রীশ্রী বীণাপানি দেবী আবারো আমাদের মাঝে নেমে আসছেন।


তাই, হৃদয়ের অর্ঘ্য দিয়ে আমরা তাঁর চরণ রাঙিয়ে দেয়ার শুভক্ষণে আপনার সবান্ধব উপস্থিতিতে আরো অধিকতর আনন্দ ও প্রেরণা পেতে চাই।


পুজারীবৃন্দ, 

হিন্দু ছাত্রাবাস, 

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। 

১৬ই মাঘ, ১৩৮৮ বাংলা.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ