প্রসঙ্গ লাভজিহাদ - কানাক্ষীর স্পেশাল এক্টের বিয়ে ও সিঁদুর সমাচার : প্রজ্ঞা পারমিতা

 

প্রসঙ্গ লাভজিহাদ
প্রসঙ্গ লাভজিহাদ

প্রতিবার কোনো  শিক্ষা বা পারিবারিক স্ট্যাটাসে বলিয়ান উচ্ছৃঙ্খল হিন্দু মেয়ে অন্য ধর্মে বিয়ে করলেই ''সুটকেস সুটকেস ফ্রিজ ফ্রিজ'' করে চেচিয়ে লাভের লাভ কিছু হবে না। দিনের শেষে এগুলো cringe হয়েই থাকবে আর সব মেয়ে সুটকেস বা ফ্রিজ যাবে না। বেসিক টা বুঝুন, ওদের লক্ষ্য আপনার "মেয়ের জরায়ু দখল" করা, আপনার মেয়েকে সুটকেসে বা ফ্রিজে ভরা নয়। তারা আপনার মেয়েকে সুটকেসেও ভরতে পারে, বেগম করেও রাখতে পারে, উদ্দেশ্য হলো নিজের মজহবের সন্তান তৈরি।


মেয়েদের এই সত্য কথাটাই বোঝান, যাতে শুধু সুটকেস বা ফ্রিজ নয়, পৃথিবীর সবথেকে শক্তিমান বা চরিত্রবান ব্যক্তিটিও অন্য ধর্মের হলে তাকেও যাতে বিয়ে না করে আপনার ধর্মের মেয়ে। সেলিব্রেটিদের লাইফে তো এসব কিছুই না। সোনাক্ষী সিনহা অন্য ধর্মে বিয়ে করে সুটকেস বা ফ্রিজ কোনটাতেই ঢুকবে না, দিব্যি ফরেন ট্যুরের ছবি দেবে। এদিকে আপনি যে এত সুটকেস মিমস নিয়ে মুখে ফ্যানা তুললেন, আপনার মেয়ের কাছে সবই ভুল প্রমাণিত হবে আর সে ওই সেলিব্রেটি লাইফ থেকে ইনফ্লুয়েন্স হবে। শাহরুখের বউ গৌরী দিব্যি সুখে আছে, শর্মিলা কারিনাও সুখে বিলাসে আছে, আর এগুলোই লাভ জিহাদের sweet environment তৈরি করে। 


আর শেষ কথা, আমরা দেখি লাভজিহাদে সাধারনত আমাদের সমাজের সবথেকে ধনী উচ্ছৃঙ্খল চরিত্রের মেয়েরাই ফাঁসে। এই মেয়েরা বোল্লা নিয়ে হুকাপ করে, তারপর পালিয়ে গিয়ে ধোঁকা খেয়ে কোনো রেডলাইট স্থানে পচে। এরপর আমাদের মহান হিন্দুবীর সংগঠনগুলো 'নারী উদ্ধার' কর্মসূচি ডেকে এসব  মেয়েকে উদ্ধার করতে কাঠখড় পোড়ায়, না পারলে ফ্রিজে ঢুকবে বলে ঢেকুর তোলে। কিন্তু দরকার ছিলো আগেই সেভাবে তৈরি করা যেন পৃথিবীতে একমাত্র সুপুরুষ হলেও সে তার দিকে না দৌড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ