শ্যামনগরে প্রেমে বাধা দেওয়ায় বাড়িঘর ও মন্দির ভাঙচুর

শ্যামনগরে প্রেমে বাধা দেওয়ায় বাড়িঘর ও মন্দির ভাঙচুর
শ্যামনগরে প্রেমে বাধা দেওয়ায় বাড়িঘর ও মন্দির ভাঙচুর

আপডেট : ১৪ এপ্রিল, ২০২১ ২১:০৩, সাতক্ষীরা প্রতিনিধি


প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, স্থানীয় একটি হিন্দু মেয়ের সঙ্গে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে এএসপি (কালিগঞ্জ সার্কেল) এস এম মোহাইমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল মেয়র ডালিম কুমার ঘরামী জানান, স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ গ্যারেজ ও ঈশ্বরীপুরের একদল দুর্বৃত্ত ফুলতলা গ্রামের সুভাষ বাউলিয়া ও নগেন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রড ও লাঠিসোঁটা নিয়ে শতাধিক হামলাকারী অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও বৃষ্টির মতো নিক্ষিপ্ত ইটপাটকেলের কাছে কার্যত এলাকার মানুষ অসহায় হয়ে পড়ে। হামলায় আহত নগেন্দ্র বাউলিয়া (৬০), সুভাষ বাউলিয়া (৪২), গোবিন্দ বাউলিয়া (৪০), যতীন বাউলিয়া (৩৮), মিলন বাউলিয়া (২০), নিত্যানন্দ (১৮), মমতা বাউলিয়া (২৫) ও তপন বাউলিয়াকে (৪৮) শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।


স্থানীয় কয়েকজন জানান, এক স্কুলছাত্রীর সঙ্গে এক তরুণের প্রেমে এলাকাবাসী বাধা দেয়। এ থেকে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। হামলায় মুসলমানদের সঙ্গে হিন্দু তরুণরাও অংশ নেয়।


তবে যতীন বাউলিয়া বলেন, স্থানীয় মেয়েদের সঙ্গে বখাটে কয়েকজন ইভটিজিং করলে তাতে বাধা দেওয়া হয়। এরপর পল্লব, আকবর মেম্বর, আলীম গাজী, আলীম মোড়ল, রবিউল, কুদ্দুস, আলম গাজী, আয়জুল, খোকন, মিলন, ইয়াকুব, সুজন, সাইদুলের নেতৃত্বে শতাধিক বিভিন্ন বয়সী সন্ত্রাসী হামলা চালিয়ে শীতলা মন্দির ও রাসমনি মন্দির এবং সুভাষ ও নগেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।


শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মানবাধিকার কর্মী মোহন কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।


সূত্র: দেশ রূপান্তর

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. এই খবরটার আরো বিস্তারিত এখানে - https://bangla.thedailystar.net/node/216789

    উত্তরমুছুন