হিন্দুবিদ্বেষী মুসলমানদের অন্তসারশূন্যতা

 প্রশ্নোত্তরে মুসলমানদের নিজেদের পরিচয় নিয়ে বিভ্রান্তি


দুনিয়াতে ১৬০ কোটি মুসলিম। শীঘ্রই আমরা সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব।


-১৬০ কোটির মাঝে কি আহমেদিয়া আর কাদিয়ানিরা আছে?


ইয়ে মানে, না। আহমেদিয়ারা তো মুসলিম না।


- পীর বাদী, মাজার পূজারী ওরা?


ওরা শিরক করে, ওরা মুসলিম না।


- তাহলে আইসিস? আইসিসরা তো সবাই সুন্নি।


আইসিসরা ইহুদী খৃষ্টানদের দালাল। ওরা মুসলিম না।


- শিয়ারা? যারা ১২ জন ইমামের অনুসারী?


কাফির! কাফির! শালারা কাফির!


- পারভেজীদের নাম শুনেছেন? তারা হাদিস মানে না, শুধু কোরান মানে। ওরাও তো মুসলিম।


পারভেজীরা মুসলিম না।


- বাতেনি সম্প্রদায়ের নাম শুনেছেন? ওরা?


ওরা মুসলিম না। ওরা মুসলিম নামের কলঙ্ক।


- হাদীসে আছে, বিয়ের সময় নবীর বয়স ৫৩ আর আয়েশার বয়স ৯ ছিল, এটাকে কী বলবেন?


এটা আহলে হাদিসদের বানানো ভুয়া হাদিস।


- কিন্তু তারা এটা ইমাম বুখারী আর ইমাম মুসলিমের হাদিস থেকে সংগ্রহ করেছে।


আহলে হাদিসের অনুসারীরা মুসলিম না। ওরা পথভ্রষ্ট।


- প্রচুর সংখ্যক সুফি, বাউলদের অস্তিত্ব ইসলামে দেখা যায়। ওরা?


সুফিবাদ, বাউলবাদ, সন্ন্যাসব্রত এগুলা ইসলামে হারাম। এরা তথাকথিত মুসলিম।


- লিবারেল আর প্রগ্রেসিভ মুসলিমদের ব্যাপারে?


লিবারেল মুসলিমরা মদ খায়, শূকরের মাংস খায় আবার সেকুলার রাজনীতিও করে। ওরা নামে মুসলিম, কামে না।


- সৌদি সালাফি আর ওহাবী গোষ্ঠীর ব্যাপারে?


ওরা চরমপন্থি। চরমপন্থার কোনও স্থান ইসলামে নাই।


- নন-মুসলিমদের হত্যার ব্যাপারে আপনার কি মত?


ইসলাম শান্তির ধর্ম। খুনোখুনির কোনও স্থান নাই।


- কিন্তু কোরানে স্পষ্ট করে জিহাদের কথা লিখা আছে।


আপনি প্রসঙ্গের বাহিরে চলে যাচ্ছেন।


- তাহলে কাহিনী হলো মুসলিমদের সাথে ইসলামের কোনও সম্পর্ক নাই? সবাই আমেরিকা, ইহুদী আর খ্রিস্টানদের দালাল - কিন্তু সবাইকে মিলিয়ে ১৬০ কোটি মুসলিম, তাই তো?


ধুর মিঞা! ইসলাম নিয়ে আপনাকে আরও পড়াশোনা করতে হবে।


✍️..... বায়েজিদ


উত্তরগুলোতে মুসলিম ব্যক্তি আল তাকিয়ার আশ্রয় নিতে চেয়েছেন। আল তাকিয়া সম্পর্কে জানতে পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ