আমি যাকে - কুশল বরণ চক্রবর্ত্তী

কবিতা  আমি যাকে - কুশল বরণ চক্রবর্ত্তী

আমি যাকে - কুশল বরণ চক্রবর্ত্তী 

আমি যাকে বন্ধু ভেবে 

বুকের সাথে জড়িয়ে ধরি,

সে আমায় বন্ধু নয়

মূর্তিপূজারি কাফের ভাবে।


আমি যাকে ভালোবেসে

নাড়ুমুড়ি খাওয়াই আদর করে

সে মানুষও বাদ যায় না,

মিথ্যা গুজবের অভিযোগ তুলে

 বসতভিটা মন্দির লুটপাটে। 


আমি যাকে আপন ভেবে সরল মনে, 

মনের কথা বলি,

সেই সরল মনের সরলতাকে

পরিহাসের বুড়ো আঙুল দেখিয়ে

সে আমার ভাণ্ডাফোর করে।

জমি বাড়ির জাল দলিল করে,

আমায় বাস্তুহীন করে।


আমি যাকে ভাই বলে মানি,

সুযোগ পেলেই সে বড়ভাই 

করে আমার সর্বোচ্চ হানি। 

না চাইলেও আমার সাথে,

শালা নামক সম্পর্ক জুড়ে  

হতে চায় ভাই থেকে দুলাভাই।


আমি যাকে বাড়িয়ে দেই

মনুষ্যত্ব মানবতার শীতল হাত, 

কারণে অকারণে ছুতানাতায়

সে দেখায় নৃশংস মনোভাব।


আমি যাকে সাদা মনের

বিপদের সহায় ভাবি,

সময়কালে দেখি সে সাদা নয়

ঘুটঘুটে অন্ধকার কালো খুবই। 

সাদা সাদা মুখোশের আড়ালে, 

কালো কালো অন্ধকার খুবই!




কুশল বরণ চক্রবর্ত্তী 

সহকারী অধ্যাপক, 

সংস্কৃত বিভাগ, 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়




https://www.facebook.com/KushalBaranBD/posts/pfbid031NxS61WdLe4S5Mk57ywuDzPXtxhuYRVVvjTXVxRgXZYLWhYJk2u9ic2sd1YjPuLRl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ