জামালপুরে মন্দির পাহারা দিচ্ছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা

শহরের শ্রী শ্রী লক্ষ্মীরাণী নারায়ণ মন্দির পাহারায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শহরের শ্রী শ্রী লক্ষ্মীরাণী নারায়ণ মন্দির পাহারায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা



মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:১২ এএম, অনলাইন সংস্করণ


মন্দিরে আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও দেশকে অস্থিতিশীল করার শঙ্কায় জামালপুরের মাদারগঞ্জে সারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার ২৮টি মন্দির একযোগে পাহারা দিচ্ছেন যুবদল ও ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা ইউনিটের বিভিন্ন নেতাকর্মীরা।

শহরের ঠাকুর বাড়ি মোড় সংলগ্ন লক্ষ্মী রাণী মন্দির ও চরপাকেরদহ ইউনিয়নের তেঘুরিয়া বাজারের মন্দির পরিদর্শনকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, 

আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা রাত জেগে মন্দিরগুলো পাহারা দিচ্ছি। যেন কোনো দুষ্কৃতকারী মন্দিরে চোরাগোপ্তা হামলা করে রাষ্ট্রকে অস্থিতিশীল না করতে পারে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্রের মিশনে নামতে পারে, সে জন্য আমরা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সজাগ রয়েছি। 

সূত্র: কালবেলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ