বাড়িঘরে হামলার পর ভাঙচুর করা হয় মন্দিরও

বাড়িঘরে হামলার পর ভাঙচুর করা হয় মন্দিরও
গত ৫ আগস্ট বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারসংলগ্ন বিপুল চন্দ্র এবং বিনয় দাসের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ছবি : ইনডিপেনডেন্ট


 নিজস্ব প্রতিবেদক, বরিশাল , প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০১:৫৯ এএম


বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারসংলগ্ন বিপুল চন্দ্র এবং বিনয় দাসের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের পর মন্দিরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ৭ জন।


হামলার শিকার স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার বিনয় দাস জানান, 

দুর্বৃত্তরা সামনের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এক থেকে দেড়শ লোক দুই দফায় হামলা চালায়।


এতে মন্দির ও ঘরের ভিতরের স্টিলের আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আট লাখ টাকা লুট হয় বলেও অভিযোগ বিনয় দাসের। 


এ ঘাটনায় আহতরা হলো- রিপন চাপরাশি, মধুসূদন দাস, আলামিন হাওলাদার, বিনয়ের স্ত্রী লক্ষ্মী দাস, মুক্ত দাস, রিঙ্কু দাস, মনি দাস। আহাতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 


বিনয় দাস আরও জানান, 


দুর্বৃত্তরা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জমির দলিলপত্র নিয়ে যায়। তার অভিযোগ, দুর্বৃত্তরা হলো ওই ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগী আল আমিন হাওলাদার, শহিদুল হাওলাদার, আসিফ শিকদার, সায়েম শিকদার, রাজিব আকন, ফিরোজ খান, বাসার মৃধা, সাব্বির মৃধা, রফিকুল ইসলাম পাখি, বাদল শেখ। 


বিনয় দাস জানান, 


বর্তমানে পরিবারের সবাই প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ নেয়নি।


সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ