রাজাকার শিরোমণি সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপর সারা বাংলাদেশে জামায়াত শিবিরের সদস্যরা তাণ্ডব শুরু করে। তাদের আক্রমণের প্রধান শিকার সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা। সংশ্লিষ্ট একটি ঘটনা নিম্নরূপ:
গত কয়েকমাসে হিন্দুদের ধর্মীয় উপাসনালায়ে বেশ অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে (ফাইল চিত্র) |
ফরিদ আহমেদ, বিবিসি বাংলা, ঢাকা, সর্বশেষ আপডেট শুক্রবার, 19 এপ্রিল, 2013 16:49 GMT 22:49 বাংলাদেশ সময়
বাংলাদেশের মাদারিপুর জেলার রাজৈরে গত মধ্যরাতে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গত কয়েক মাসে দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উপাসনার স্থানগুলোতে বেশ অনেকগুলো হামলার ঘটনার পর এ নিয়ে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় ৪ জন নিহত হবার পাশাপাশি ১১০ টি মন্দির ক্ষতিগ্রস্থ হয়েছে।
অবশ্য মাদারিপুরের স্থানীয় পুলিশ প্রশাসন বলছে গতরাতের হামলাটি কোন সাম্প্রদায়িক হামলা নয়। আর মন্দির পরিচালনা কমিটির একজন নেতা বলছেন ঘটনাটি জমির বিরোধ নিয়ে। এমন প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেয়া হচ্ছে বিভিন্ন স্থানে।
মাদারিপুর জেলার রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিবিসি বাংলাকে জানান গতরাতে কালী মন্দিরে হামলার ঘটনাটি কোন সম্প্রদায়িক হামলার ঘটনা বলে তারা মনে করছেননা।
"অজ্ঞাতনামা ব্যক্তি এতে আগুন দিলে এর অধিকাংশ পুড়ে যায় এবং কালী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।"
মোহাম্মদ মোফাজ্জল হোসেন, রাজৈর থানা কর্মকর্তা
'তিনি বলেন হরিদাসদি মহেন্দ্রদি ইউনিয়নের কালিবাড়ি বাজারের কাছে অবস্থিত এই মন্দিরটির ইঁটের দেয়াল, বাঁশের বেড়া আর ছাদে ছিল পাটকাঠি আর পলিথিনের ছাউনি।
'অজ্ঞাতনামা ব্যক্তি এতে আগুন দিলে এর অধিকাংশ পুড়ে যায় এবং কালী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি বা আমাদের কাছে এই ঘটনাকে কোন সাম্প্রদায়িক আক্রমণ বলে মনে হচ্ছেনা।'
এদিকে মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি উত্তম ব্যানার্জি বলছিলেন মন্দিরের জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই কিছু জটিলতা রয়েছে। কিন্তু যারা আগুন দিয়েছে তারা রাজনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করেছে বলে জানান তিনি।
'আগুন লাগার খবর পেয়ে এসে দেখি সামনে কিছু লিফলেট পড়ে আছে ছবি সহ। লিফলেটে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ নানা রাজনৈতিক কথাবার্তা লেখা। একটা ছবিও ছিল এই এলাকার একজন ডাক্তারের। এটা সাম্প্রদায়িক গ্যাঞ্জাম না ঠিকই কিন্তু এখানে শত্রুতামূলকভাবে জায়গার লোভে কেউ এ কাজ করতে পারে।'
"আগুন লাগার খবর পেয়ে এসে দেখি সামনে কিছু লিফলেট পড়ে আছে ছবি সহ। লিফলেটে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ নানা রাজনৈতিক কথাবার্তা লেখা।"
উত্তম ব্যানার্জ্জি, মন্দির পরিচালনা কমিটি
অপরদিকে ঢাকায় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন যুদ্ধাপরাধের বিচারে দেলাওয়ার হোসেইন সাঈদীর মামলার রায়ের পর সারা দেশে অনেকগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এবং ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সেসব ঘটনায় ৪ জন নিহত হবার পাশাপাশি ১১০ টি মন্দির ক্ষতিগ্রস্থ হয়েছে।
এখন যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সুযোগও নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
'২৮ ফেব্রুয়ারির পর দেলাওয়অর হোসাইন সাঈদীর রায়ের পর সারা দেশে মৌলবাদী হামলা চালানো হয়েছে হিন্দু সম্প্রদায়ের ওপর তাতে নিহত হয়েছে চার জন, আহত ৩৪ জন, ক্ষতিগ্রস্থ মন্দিরের সংখ্যা ১১০ টি , আক্রান্ত বাড়ির সংখ্যা ১৮২ টি, ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৪৫১ টি, এবং ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্য ২০৬ টি। আমাদের ধারনা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা হয়ত হয়েছে অনেক ক্ষেত্রে।'
মিঃ নাথ সরকারের কাছে এসব হামলার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সূত্র: বিবিসি
-----
- আরো ঘটনা জানতে দেখুন ২০১৩ সালে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা - উইকিপিডিয়া
0 মন্তব্যসমূহ