জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি ফাঁসির রায় দেয়া হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর ওই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১৯৭১ সালে সংঘটিত হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ অন্তত ২০টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিবিসি
এই রায় ঘোষণার পরপরই জামায়াতে ইসলামী তার ছাত্র সংগঠন শিবিরসহ সমমনা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে বাংলাদেশে ব্যাপক সহিংসতা শুরু করে। তাদের আক্রমণের প্রধান শিকার হয় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী। তাদের বসতবাড়ি-মন্দিরসহ ব্যাবসা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করে, আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, দেশে একটি অরাজকতা শুরু করে। ডাচেস ওয়েলে
বাঙালি হিন্দু পোস্ট নামক একটি ব্লগের 'সাইদির ফাঁসির রায় পরবর্তী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু নির্যাতন ও মন্দির ধ্বংসের খতিয়ান' শীষর্ক পোস্টে হিন্দু সম্প্রদায়ের উপর সংঘটিত বেশ কয়েকটি ঘটনার খবর প্রকাশ করা হয়েছে। ২০১৩ সালে প্রকাশিত খবরের বেশিরভাগ বর্তমানে আর ইন্টারনেটে নেই। পত্রিকাগুলো কোনটি নিজেদের লিংক পাল্টিয়েছে, আবার কোনটি খবরের লিংকগুলো মুছে ফেলেছে।
অল্প কয়েকটি পত্রিকা ছাড়া বাংলাদেশের বেশিরভাগ পত্রিকায় এই ঘটনা ঘটেছে। তবে বিদেশী পত্রিকায় প্রকাশিত খবরের নিউজ লিংক অটুট আছে। ইতিহাস পুনর্পাঠের প্রয়োজনে এসবের মধ্যে বাছাই করে দুয়েকটি খবর প্রকাশ করা হল।
‘মেয়েটাকে আগুনে ছুড়ে মারতে চেয়েছিল’
আশীষ চক্রবর্ত্তী, 28.03.2013২৮ মার্চ ২০১৩
![]() |
জামাত শিবির কর্তৃক সংখ্যালঘুদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, ছবি: Shayantani Twisha |
‘‘পুজো মারাও শুয়োরের বাচ্চারা, পুজো মারাও! পুজো করিয়ে দিচ্ছি তোদের জন্মের মতো৷''
‘‘মা, ওরা আমাদের মেরে ফেলবে৷''
![]() |
অনেক ক্ষেত্রেই হামলার প্রধান শিকার ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন৷ তাঁদের বাড়ি-ঘর পোড়ানোর আগে সব লুট করে নেয়া হয়৷ ভেঙে ফেলা হয় মন্দির, মন্দিরের প্রতিমা, ছবি: Shayantani Twisha |
সেই ‘অপরাধে' জামায়াত-শিবির এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতদাতারা আবার হামলা চালাতে পারে – এই আশঙ্কা এখন আর অমিয় দাশের একার নয়৷ কয়রার এক নাম্বার ওয়ার্ডের সবাই আছেন এই আতঙ্কে৷ তবে কেউ হাত-পা গুটিয়ে বসে নেই৷ অমিয় দাশ জানিয়েছেন, এলাকার সবাই এখন একতাবদ্ধ, প্রতি রাতে পাহারা দেয়া হয় পালা করে৷ সবাই এখন যুদ্ধাপরাধীদের সমর্থনকারীদের হামলা প্রতিরোধে প্রস্তুত৷
-----
আরো ঘটনা জানতে দেখুন ২০১৩ সালে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা - উইকিপিডিয়া
0 মন্তব্যসমূহ