নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর, প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএমআপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পিএম
ফেসবুক স্টোরিতে মরমী সাধক লালন সাঁইয়ের গানের দুটি লাইন উদ্ধৃত করায় সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এ ঘটনা ঘটে।
সঞ্জয় রক্ষিত নামের ওই যুব্ক ফেসবুকের স্টোরিতে লেখেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।
সঞ্জয়ের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে। তিনি পেশায় একজন স্বর্ণকার।
পুলিশ জানিয়েছে, সঞ্জয় এই পোস্ট দেওয়ার ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়। রোববার দুপুরে উপজেলার সাজানপুর এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল জানান, ফেসবুকে ইসলাম ধর্মের বিধান নিয়ে ‘কটূক্তি করায়’ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। মামলার বিষয় তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, “Sanjoy Rakhit নামে ফেসবুক আইডি থেকে ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, নারি জাতির কি হয় বিধান’ লিখে পোষ্ট করেন। পরে স্থানীয় ধর্মপ্রান মুসলমানদের গভীর ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। এতে করে স্থানীয় লোকজনের আক্রমণ হতে পারে ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই প্রাথমিক ভবে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।”
ওসি মিন্টু মন্ডল জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, ওই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।
সঞ্চয় রক্ষিতের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই লালন সাঁইয়ের গান থেকে ওই দুটি লাইনের উদ্ধৃতি দিয়ে পোস্ট করে লিখেছেন, ‘আমিও লিখলাম, আমাকের গ্রেপ্তার করো।’
কেএসএইচ
সূত্র: একাত্তর টিভি
----------
এই খবর জানার পর ফেসবুকে অনেকে প্রতিবাদ করে। ফলে বিকেলেই সঞ্জয়কে মুক্তি দেয়া হয়। এই খবর নিম্নরূপ:
ফেসবুক স্টোরিতে লালনের গান: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই যুবক
তবে, ওই ঘটনায় কোনো মামলা হয়নি।
নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ০৫:২৮ অপরাহ্ন, সর্বশেষ আপডেট: সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ০৫:২৮ অপরাহ্ন
লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগে আটক যুবক মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লালনের গানের ফেসবুক স্টোরিতে দেওয়ায় গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বাসিন্দা সঞ্জয় রক্ষিতকে (৪০) আটক করে পুলিশ। সঞ্জয় পেশায় স্বর্ণকার।
স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন
'সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান'। এই দুটি লাইন লালনের 'সব লোকে কয় লালন কি জাত সংসারে' গানের।
আদালত পুলিশের পরিদর্শক আলমগীর বলেন,
'ফেসবুক স্টোরিকে সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার ফৌজদারী কার্যবিধির ৫৪ (১) ধারায় আটক করে। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় তিনি সই করেন যে, ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।'
তবে, ওই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
রোববার রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।
সূত্র: ডেইলি স্টার
0 মন্তব্যসমূহ