হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে মুসলিম নেতার বিদ্ব্বেষী বক্তব্য বিশ্লেষণ করেছেন আসাদ নূর


 হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে মুসলিম নেতার বক্তব্য বিশ্লেষণ করেছেন আসাদ নূর


একজন ইসলাম ধর্ম প্রচারক হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো হিন্দুদের শোনা দরকার। সনাতন ধর্মাবলম্বী অনেকে এমন কথা বলে যে, সকল ধর্মই তো শান্তির কথা বলে, মানবতার কথা বলে, সহনশীলতার কথা বলে। কিন্তু আসলে কি তাই?


না, কারণ ইসলাম ধর্ম হচ্ছে আরবীয় মতবাদের সাম্রাজ্যবাদী রূপ। আর সাম্রাজ্য যেমন হবার ইসলাম ধর্মের রূপও সেরকম। অন্য মতবাদ বা বিশ্বাসের প্রতি সামান্যতম শ্রদ্ধা বা সম্মান না করেই কেমন করে হিংসাত্মক বক্তব্য প্রকাশ করে, কেমন করে হিন্দুবিদ্বেষী অপমতবাদ প্রকাশ ও প্রচার করে, তা উদারবাদী হিন্দুরা স্বপ্নেও ভাবেন না। তাদের জন্য প্রখ্যাত ব্লগার আসাদ নূর এই ভিডিওটি বানিয়েছেন। আশা করি, সকলে বুঝবেন কেন ইসলাম ধর্ম একটা হিংস্র ও সন্ত্রাসবাদী, হিন্দুবিদ্বেষী অপমতবাদমাত্র।


Video Source Link

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ইসলামি শরিয়া রাষ্ট্রে অমুসলিমদের অধিকার সম্পর্কে বিস্তারিত পড়ুন সংশয় ডট কম এর এই আর্টিকেল থেকে
    https://www.shongshoy.com/tag/jizya/

    উত্তরমুছুন