বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দুগণ কেমন আছেন, তা এই ব্যানারের মাধ্যমে বোঝা যায়। হিন্দু বিদ্বেষে ভর করে যে ধর্মের জন্ম, হিন্দু বিদ্বেষ ছাড়া যে আরবীয় অপমতামত অসহায়, তার কাছ থেকে আর কি আশা করা যায়।? বাংলাদেশের কোন এক মসজিদে এই ব্যানারটি টানানো হয়েছে। এখানে লেখা আছে-
"সনাতন ধর্মীদের মসজিদের ওযুখানা, প্রশ্বাব খানা এবং মসজিদের খাট ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ"
হিন্দুদের বর্ণাশ্রম প্রথা নিয়ে জাকির তালুকদার সহ বাংলাদেশের নামী দামী কবি সাহিত্যিক শিল্পীরা যেরকম হিন্দুধর্ম বিদ্বেষ ছড়িয়ে দেন, তারা কিন্তু এই ব্যানার সম্পর্কে কোন কথা বলেন নি। এমনকি ফেসবুকে দুলাইনের একটা পোস্ট পর্যন্ত দেন নি। আসলে হিন্দুরা ক্ষমাশীল, তাদের ধর্মে সহিংসতার উস্কানী দেয় না, সেজন্য তাদেরকে বাংলাদেশের সবাই মিলে যে যেভাবে পারছে, অপমান করছে।
0 মন্তব্যসমূহ