দেশের মানুষের সাম্প্রদায়িক ভণ্ডামী নিয়ে ইমতিয়াজ মাহমুদ

দেশের মানুষের সাম্প্রদায়িক ভণ্ডামী নিয়ে ইমতিয়াজ মাহমুদ
দেশের মানুষের সাম্প্রদায়িক ভণ্ডামী নিয়ে ইমতিয়াজ মাহমুদ

আমার মাঝে মাঝে নানারকম সব ভায়োলেন্ট ইচ্ছা জাগে। নিজেই নিজের ক্রোধ দেখে বিস্মিত হই। না, বিস্মিত হই বললে ভুল হবে, বিস্ময় আতঙ্ক ও হাল ছেড়ে দেয়া এইরকম নানা অনুভূতির মিশ্রণ একটা প্রতিক্রিয়া হয়। নিজেই নিজেকে বলি, এটা কি হচ্ছে! পরে ব্যাখ্যা করি, ঘটনার ভয়াবহতা, আশপাশের মানুষে প্রতিক্রিয়া আর কোন আশু সমাধানের আশা না দেখে এইরকম হিংস্র ধরনের অনুভূতি হয়। সম্প্রতি এইরকম একটা হিংস্র পরিকল্পনা মনের কোনায় ঘুরঘুর করছে। পরিকল্পনাটা বলি (পরিটা অবশ্য বাদও দিতে পারেন)।


আমার ইচ্ছা হচ্ছে পাহাড়ে যাই। পাহাড়ে গিয়ে শক্ত এবং বেশ স্থূল ধরনের একটা বাঁশ কেটে মোটামুটি ছফুট দৈর্ঘ্যের একটা দণ্ড তৈরি করব এই শরতে ব্যবহারের জন্য। এরপর ঢাকায় এসে ক্যালিগ্রাফিতে দক্ষ এরকম একজন শিল্পীকে বলব এই দণ্ডটার গায়ে বাংলায় 'সাম্প্রদায়িক সম্প্রতি' ও ইংরেজিতে 'Communial Hermony' লিখে দেন। এরপর দণ্ডটা সযত্নে রেখে দিব। যখনই বাংলাদেশের কোন বিশিষ্ট ব্যক্তি বলবেন যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তখনই সেই দণ্ডটা দিয়ে ওদের সাথে একটা অশ্লীল কাণ্ড করবো। 


না, এইরকম হিংস্র কাণ্ড আমি করতে পারব না। ক্রুদ্ধ হই আপনাদের কথা শুনে যখন আপনারা সাম্রদায়িক সন্ত্রাস আড়াল করতে চেষ্টা করেন। কেউ কেউ বলেন যে না, দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না ইত্যাদি। ভাইয়া, আমাদের দেশের হিন্দুরা আতঙ্কিত হয়ে থাকে পূজার সময় ঘনিয়ে এলে। আমাদের পুলিশ ব্যস্ত হয়ে পড়ে, কেননা ওরাও জানে যে মূর্তি ভাঙা শুরু হয়ে যাচ্ছে। আপনারা আর কত সত্যটা অস্বীকার করবেন। সমস্যাটা আছে, এই কথাটা যতদিন না মানবেন আপনার মাথায় সমাধানের চিন্তা আসবে না। আপনি যদি 'সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে ডিনাইয়াল মুডে থাকেন, উৎফুল্ল হবে তস্কররা। দেশের কোন লাভ হবে না। 


আপনি যদি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান, তাইলে মুখে উচ্চারণ করে বলুন যে আমাদের দেশে হিন্দুদের উপর অত্যাচার হয়। এই সত্যটা যখন নিজে উচ্চারণ করে নিজের কানে শুনবেন, তখনই কেবল আপনি এর বিপক্ষে অবস্থান নিতে পারবেন আর সাম্প্রদায়িকতা দূর করার লক্ষ্যে পদক্ষেপ নিতে পারবেন। যতদিন অস্বীকার করবেন, ততদিন কেবল সাম্প্রদায়িকতাকেই উৎসাহ দেওয়া হবে। 


বংশদণ্ড ব্যাপারটা ক্রোধ ও অসহায়ত্ব থেকে বলেছি। রাগ করবেন না। কিন্তু আপনি কি সাম্প্রদায়িকতার পক্ষে নাকি বিপক্ষে সেটা স্পষ্ট করাটা তো আপনার নিজের জন্যেই জরুরী। নাকি?


https://www.facebook.com/imtiaz.mahmood/posts/pfbid02iqZUNoZ3zpmtkBpvnVB4ozgvQDaXJEziZPjjnHUFUZ7dksZWWm246DqUGpCcEgpGl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ