গতকাল মুসলিম এক ফ্রেন্ড বাসা থেকে নুডুলস নিয়ে আসছিলো যেটায় গরুর মাংস ছিল যে টা আমি প্রথমে খেয়াল করি নাই। মাংস মুখে দেয়ার আগে হঠাৎ নজরে পড়লে তাকে জিজ্ঞেস করায় সে বলে সেটা গরুর মাংস ছিলো
এরপর খাবারটা আমি ফেলে দিই
কিন্তু তারআগে দু চামচ খাবার আমি মুখে দিয়েছিলাম মাংস ছাড়া
এরপর থেকে ক্রমাগত বমি ও সাথে অসুস্থ হয়ে পড়েছি 😢
আমি এর ধর্মীয় প্রায়শ্চিত্ত বিধান চাই 😢
অভিজ্ঞ কেউ পরামর্শ দিন 🙏
মানসিক ও শারীরিক ভাবে আমি অনেক ভেঙে পড়েছি
----------------
বিধর্মীদের প্রশ্ন: ভুল করে গোরুর মাংস খেলে তোমরা মুসলিম হয়ে যাও না? কিংবা আমরা যদি জোর করে গোরুর মাংস খাওয়াই তাহলে তোমরা মুসলিম হয়ে যাবা না?
আমাদের উত্তর: না। গোরুর মাংস আহার করলেই কেউ মুসলিম হয়ে যায় না। জোরপূর্বক খাওয়ালেও কেউ মুসলিম হয় না। তবে অবশ্যই এটি বেদ বিরুদ্ধ একটি কর্ম। হিন্দু বা মুসলিম হওয়াটা খাদ্যের মধ্য সীমাবদ্ধ নয়। আপনি কোন সংস্কার ধারণ করেছেন, কোন ধর্মমত ধারণ করেছেন, কোন নামের সৃষ্টিকর্তায় বিশ্বাসী ইত্যাদি হাজারটা ইস্যু নিয়ে ধর্মচ্যুত হয়। সুতরাং গোরুর মাংস খেয়ে নিলেই কেউ মুসলিম হয়ে যাবে সেই ভাবনাটাই ভুল। তবে ভুল করেও মাংস খেলে সেটি অপরাধ হিসাবেই গণ্য হয়। যেকোনো জীবকে হত্যা করে খাওয়াই অপরাধ। ভুল করে আগুনে হাত দিলে আগুন আপনাকে ক্ষমা করবে না, অবশ্যই হাত পুড়ে যাবে। আপনার ভুলের জন্য আগুন আপনাকে ক্ষমা করবে না। কিন্তু আমরা এই পুড়ে যাওয়া হাতের পরিচর্যা করতে পারি। তাহলে অবশ্যই হাত সুস্থ হয়ে যাবে।
যেহেতু গোরু একটি গৃহপালিত পশু এবং আমাদের ধর্মে এই প্রাণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তাই আমরা এটিকে হত্যা করে মাংস আহার করি না। আর বেদেও গো-হত্যার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু গোরুর মাংস খেয়ে নিলেই কেউ মুসলিম হয়ে যাবে-এই ধারণা ভুল।
কেউ যদি ভুল করে গোরুর মাংস আহার করে বা অন্য কেউ জোরপূর্বক খাওয়ায় তাহলে পাপ অবশ্যই হবে। কিন্তু পাপ করার পর সেই পাপ থেকে যদি অনুশোচনা জন্ম নেয় আর এই অনুশোচনা থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া হয় এবং একই ভুল পুনরায় না করার প্রতিজ্ঞা করা হয়, তাহলে নিশ্চই ঈশ্বর কৃপা করে এই পাপ থেকে মুক্ত করে দেন। শুধু গো-মাংস খাওয়াই নয়, যেকোন পাপের ক্ষেত্রেই এই বক্তব্য প্রযোজ্য।
আর মনের শান্তির জন্য শুদ্ধিযজ্ঞ, দেবযজ্ঞ ইত্যাদি যজ্ঞাদি কর্ম করা যায়। ঈশ্বর পরম দয়ালু, তিনি নিশ্চই ক্ষমা করে দেন, গোরুর মাংস খেয়ে নিলেই ঈশ্বর কাউকে মুসলিম বানিয়ে দেন না।
0 মন্তব্যসমূহ