আমের নাম পাল্টানোর দাবীতে হুজুরের জ্বালাময়ী বক্তৃতার ভিডিও
ভিডিওটি প্রকাশ হয়েছে ১৩ই মে ২০২৫ ইং
বাংলাদেশের একজন নওমুসলিম হুজুর সাহেব মনে করেন বাংলাদেশে আমের নামগুলো হিন্দুয়ানী। যেমন গোপালভোগ, গোবিন্দভোগ, লক্ষণাভোগ, কালীভোগ। এসব নাম পাল্টিয়ে তিনি মুসলমানী নাম রাখার প্রস্তাব করেছেন। তিনি নিজে মুসলমান হওয়ার পর যেমন আগের হিন্দুয়ানী নাম পাল্টেছেন, তেমন আমগুলোর হিন্দুয়ানী নাম পাল্টিয়ে তিনি সেগুলোর ইসলামী নাম রাখতে চান। এই জন্য চারটি আমের নাম তিনি ওলামায়ে কেরামের সামনে উপস্থাপন করেছেন।
যেমন:
- গোবিন্দভোগ হবে সুলতানী আম
- গোপালভোগ হবে জালালী আম
- লক্ষণভোগ হবে সংগ্রামী আম
- কালীভোগ হবে নূরানী আম
আশা করি বাংলাদেশের মডারেট শিক্ষিত মুসলমানগণ বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে, এবং হিন্দুয়ানী শব্দের অজুহাতে বাংলা নাম পাল্টিয়ে ইসলামী নাম রাখার এই দাবীকে সর্বান্তকরণে সমর্থন করবে।
সূত্র: ফেসবুক














0 Comments