আজকে (ডিসেম্বর ২৪) আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। আজকে Manarat International University কর্তৃক সাভারে এক সেমিনারের আয়োজন করা হয়। আমাদের কোচিং সেন্টার ucc এর তত্ত্বাবধানে আমরা সেখানে উপস্থিত হই। উক্ত সেমিনারে অনেক হিন্দু শিক্ষার্থীও ছিল। সেমিনারের শেষে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তাই সবাইকে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। বাসায় গিয়ে ওই খাবারের প্যাকেট খুলতেই এক উদ্ভট গন্ধ নাকে যায়। পরে দেখি মাংসটা মুরগির মনে হইতেছে না। তারপর আমার এক হিন্দু বন্ধুকে ফোন দেই। ও বলল এখনো খায় নি। পরে আরেক মুসলিম বন্ধুকে ফোন করলাম যে এই মাংসটা কিসের। ও বলল গরুর।
এইসব কি? এত হিন্দু শিক্ষার্থী থাকার পরেও গরুর বিরিয়ানি করল কেন। এইটা কি তাহলে ইচ্ছাকৃত। ফ্রী তে খাওয়ানোর নাম করে কি হিন্দুদের গরু খাওয়ানোর চেস্টা।আপনাদের কাছেও আমার অনুরোধ বাইরে গেলে বা এরকম কোনো সেমিনারে গেলে যাচাইবাছাই করে খাবেন।
0 মন্তব্যসমূহ