সাবধান ভিন্ন ধর্মের গৃহশিক্ষক থেকে


মনিষা রাণী পাল ও মো. রব মিয়া
মনিষা রাণী পাল ও মো. রব মিয়া

এফিডেফিট
 

ময়মনসিংহে ভালোবাসার টানে মনিষা রাণী পালকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে করলেন মামা মোঃ রব মিয়া!


মোঃ রব মিয়া মনিষা পালকে প্রাইভেট পড়াতেন বেশ কয়েক বছর যাবৎ, ইদানীং মনিষাকে পড়ান না, মনিষার ছোট ভাইকেই পড়ান। মোঃ রব মিয়া মনীষার মাকে দিদি বলে ডাকতো, মনীষার মা রবকে ছোট ভাই এর মতো দেখতো, বিশ্বাস করতো শিক্ষক রব এর উপর। মনিষার মা ও বাবা স্বচ্ছল পরিবার নয়। বাবা বৃদ্ধ আর মা রেডিমেড কাপড় সেলাই করেই সংসারের লাগাম ধরে রেখেছে। থাকেন ছাদে উপর ভাড়া নিয়ে। অল্প আয়ের মানুষদের সাথে ঐ ছাদের উপর কম খরচে অনেক ভাড়াটিয়াদের সাথে মিলে মিশে থাকে। 


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনি গ্রামের শ্যামল চন্দ্র পালের মেয়ে মনিষা। তারা স্বপরিবারে ময়মনসিংহে শিব বাড়ী এলাকার বাস করত এবং মমিনুন্নেসা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পড়ত। ধর্মান্তরিত হয়ে বর্তমান নাম রেখেছে রোদেলা জান্নাত। মোঃ রব মিয়া ময়মনসিংহ জেলার ধৌবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিলখান্দা গ্রামের আবদুর রেজ্জাক ছেলে।


মনিষা রানী পাল এভিডেভিডটের উল্লেখ করেছেন সে জেনে বুঝে ও স্বজ্ঞানে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম হয়েছেন। রোববার ২১ আগষ্ট ২০২২ ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ২ এর নিশাদ জাহান চৌধুরীর বেঞ্চে এভিডেভিডটের মাধ্যমে ধর্মান্তরি হয়ে একই দিনে এডভোকেট মেহেদী হাসান এবং স্থানীয় ইমামের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


মোঃ রব মিয়া বলেন, মনিষার সাথে 'গত ৭-৮ বছর ধরে আমার পরিচয়। পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে। এভাবেই আস্তে আস্তে আমার দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসেই মুলত হিন্দু ধর্ম ত্যাগ করছে। দোয়া করবেন আমরা দুজন যেন সারাজীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি। রোদেলা জান্নাত বলেন, ধর্মান্তরিত হয়ে বিয়ে করার বিষয়ে কোন প্রকার প্ররোচনা করা হয় নাই। স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন। মোঃ রব মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন।


আর আমাদের হিন্দু সমাজের অধিকাংশ পরিবার ও ছেলেমেয়েরা ধর্ম ও শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানে না। দূর্গাপূজার সময় নতুন জামা পড়ে ঘুরে ঘুরে ধুমধারাক্কা।



সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ