December 21, 2024
গত ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, দিনাজপুর, নাটোরে জেলার অন্তত ৪ টি মন্দিরে হামলা হয়েছে। ৮ মূর্তি ভাঙচুর করা হয়েছে। নাটোরে মহাশ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেবায়েত তরুণ চন্দ্র দাসকেও হত্যা করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই এলাকার বন্দেরপাড়া মন্দিরের ২টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি হামলা হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। হালুয়াঘাট থানার ওসি আবুল খয়ের জানান, মন্দিরে ভাঙচুরের ঘটনায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
হামলা হয়েছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও। সেখানে ৫টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। ফলে গত ৪৮ ঘণ্টায় ৩ মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে।
এদিকে নাটোর সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানকার সেবায়েত তরুণ চন্দ্র দাসকেও হত্যা করা হয়েছে। লুটপাট করা হয়েছে মন্দিরে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। নিহত তরুণ চন্দ্র দাস (৫৫) নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন।
সূত্র: সনাতন টিভি
0 মন্তব্যসমূহ