ধর্মান্তরিত মিতালী রানী |
ধর্মান্তরিত মিতালী রানী ফুটপাতে |
শ্রীমতি মিতালী রানী ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছিলেন কিন্তু বর্তমানে ভিক্ষে করে সংসার চালায়, ফুটপাতে মানবেতর জীবনযাপন করে আর লাইট পোস্টের আলোতে ছেলেকে পড়াশুনা করায়।
প্রসঙ্গত, বিয়ের কিছু দিন পরে মিতালী রানী যখন গর্ভবতী হয় তখন মিতালীর স্বামী পালিয়ে চলে যায়! মিতালীর ঠিকানা হয় হাটবাজার, ফুটপাতে, কিছু মানবিক মানুষের সহায়তায় মিতালীর সন্তানের জন্ম হয়। মিতালী রানী ভিক্ষা ও মানুষের বাসায় কাজ করে সন্তান নিয়ে বেঁচে আছে। ঢাকার ল্যাম্প পোস্টের নিচে মিতালী রানী ভিক্ষা করে এবং পাশে বসে সন্তানকে পড়াশোনা করাচ্ছেন।
উল্লেখ্য, মিতালী রানীর বাপের বাড়ির অবস্থা খুব ভালো। কিন্তু মিতালী রানীর দুঃখ হচ্ছে বাপের বাড়ির কেউ কোন সাহায্য করে না, কোন খোঁজ খবর নেয় না, কোন জাগায় জমিও দিচ্ছে না! বাবা মায়ের মান সম্মান নষ্ট করে, সমাজের মান সম্মান নষ্ট করে, ধর্মের গ্লানি করে কখনো কেউ সুখী হতে পারে না! আসলে তার বাবা-মায়ের চোখের জল আর তার বর্তমান অবস্থা একই সূত্রে গাথা! কর্মফল .....
0 মন্তব্যসমূহ