পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের লাশ পাওয়ার খবরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ছবি: আজকের পত্রিকা
কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের লাশ পাওয়ার খবরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ছবি: আজকের পত্রিকা

 

পটুয়াখালী প্রতিনিধি, প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯: ২২



পটুয়াখালীতে তৃষ্ণা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনসের নারী ব্যারাক ভবনের তৃতীয় তলায় লাশটি পাওয়া যায়।


তৃষ্ণা বিশ্বাসের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে। তিনি ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত।


পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে পুলিশ লাইনসের নারী ব্যারাক ভবনের তৃতীয় তলায় তৃষ্ণাকে তাঁর কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তাঁরা এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত মো. ইমতিয়াজ আহমেদসহ অনেকে উপস্থিত হন।


বিষয়টি নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। তিনি বলেন, 

‘আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


সূত্র: আজকের পত্রিকা

----------

কনস্টেবল তৃষ্ণার ঝুলন্ত লাশের ছবি
কনস্টেবল তৃষ্ণার ঝুলন্ত লাশের ছবি


বাংলাদেশের পত্রিকাগুলো তৃষ্ণার ঝুলন্ত লাশের ছবি দেয়নি। কিন্তু ফেসবুকের বিভিন্ন পেজে পাওয়া ছবি দেখে নিশ্চিত হওয়া যায় যে তৃষ্ণা আত্মহত্যা করেন নি। তার পা দুটো বিছানায় লাগানো ছিল। পাশের বিছানার মশারী স্বাভাবিক আছে। মৃত্যুকালীন ছটফটানি বা পায়ের ধাক্কায় কোন সমস্যা হয় নি।

----------

The Voice পত্রিকা এই বিষয়ে একটি খবর প্রকাশ করেছে। তাদের খবরের সূচনায় কনস্টেবল তৃষ্ণার ঝুলন্ত দেহের ছবি আছে। ছবি দেখেই বোঝা যায়, তাকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে।


Hanging body of trishna, a Hindu woman police
Hanging body of trishna, a Hindu woman police

এই খবরের হেডলাইন Target Police Killings Going On in Bangladesh with Support of Yunus Regime


নিউজের প্রথম অংশে তৃষ্ণার খবর দিয়ে লেখা হয়েছে -

A Hindu police woman has been killed and found hanged in Bangladesh once again. A series of police killings began after the conspiratorial ouster of Sheikh Hasina on August 5. Dozens of policemen were killed and hanged and the video was circulated on social media.


The police recovered the hanging body of a female constable named Trisha Biswas (22) from the barracks of Patuakhali Police Line. The body of Trisha Biswas was recovered at 7 am on Sunday. Trisha Biswas is the daughter of Krishna Biswas of East Kamalapur village of Dasar police station in Madaripur district. He joined the service in November 2023. It is said that after talking to Trishna Biswas’ family, Patuakhali police station called Madaripur at 8.30 am and informed Trishna’s mother that Trishna had committed suicide. But at 7 o’clock in the morning Trishna talks to her uncle, who is working in BGB. Trishna calls her uncle and requests to transfer Trishna from Patuakhali to another place as soon as possible. Because thirst doesn’t feel safe here. Trishna’s mother was informed about Trishna’s death hours after her uncle hung up. Trishna’s family tried all day today but couldn’t get Trishna’s postmortem done, they didn’t find Trishna’s body. It is said that the dead body cannot be given unless permission is given by the SI in charge of this case. Despite repeated requests to the SI, the SI says that the body cannot be handed over post mortem without the above order.


বাকী খবরটুকু পড়তে ক্লিক করুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ