বাংলাদেশী টিভি চ্যানেল আরটিভি তাদের ফেসবুক পেজে গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৬.৪১ মিনিটে একটি পোস্ট দেয়। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিজয়া দশমী'র খবর প্রকাশ করে। পেজের মন্তব্য পাতায় বাংলাদেশের মুসলিমরা তাদের মগজজুড়ে থাকা হিন্দুবিদ্বেষ প্রকাশ করতে শুরু করে। আত্মবিধ্বংসী আত্মপরিচয়হীন বিদেশী অপমতবাদের পা-চাটা বাংলাদেশী অর্ধশিক্ষিতদের মতামত ইতিহাসের অংশ হিসেবে রেখে দেয়া হল। দু'একজন ভাল চিন্তার মুসলিম যে পৃথিবীতে নেই, তা নয়। কিন্তু তাদের অবস্থা দেখে মনে হয়, তারা বোধহয় তাকিয়াবাজির অংশ।
0 Comments