কেন প্রত্যেক সচেতন ব্যক্তির 'কেরালা স্টোরি' সিনেমা দেখা দরকার

কেন প্রত্যেক সচেতন ব্যক্তির 'কেরালা স্টোরি' সিনেমা দেখা দরকার

গত পাঁচ মে ২০২৩ তারিখে প্রকাশিত the kerala story সিনেমা দেখতে গিয়ে বিন্দুমাত্র অবাক হইনি। কারণ লাভজিহাদের কেসগুলো যখন সলভ করতাম, তখন দেখেছি যে প্রায় সময় এমন ঘটনাই ঘটতো।


প্রথমে অভিনয় করে, পরে প্রেম করে, শরীরের সম্পর্ককে বৈধ করে, প্রেগন্যান্ট করে, ধর্মান্তরিত করে, বিয়ে করে আর এরপর সর্বশেষ চালান করে। আর যদিনা সব হওয়ার পরেও ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে রাজি না হয়, তবে ব্ল্যাকমেল করে। এটা নতুন কিছু না। পুরাতন দৃশ্য ছিলো।


তবে হ্যাঁ মেয়েটা প্রেগন্যান্ট হওয়ার পরও বিভৎসভাবে হাসবেন্ডের দ্বারা রেপ হওয়া। পরবর্তীতে sex slave বা যৌনদাসী বানানো গ্যাংরেপ এইগুলা তো হওয়ারই ছিলো। শুরুটা যাদের মিথ্যা দিয়ে শুরু হয় তাদের ভালোটা হবে কি করে?


এখনো অনেক অনেক মেয়ে আছে যারা বলবে না সবাই একরকম না আর সেই চিরাচলিত বুলি আওড়াবে, মানুষের কোনো ধর্ম হয়না, হাতে পাঁচ আঙ্গুল এক হয় না, সবাই সমান হয়না ব্লা, ব্লা, ব্লা


আচ্ছা,আগুনের ধর্ম নিশ্চয়ই তাপ দেওয়া জ্বালিয়ে দেওয়া, জলের ধর্ম শীতলতা, প্রকৃতি যেখানে বাধ্য নিজের ধর্ম বুঝাতে, সেখানে এইধরনের অবান্তর যুক্তিগুলো কি আদৌ দেওয়া ঠিক?


মুভিতে প্রথমেই যে বিষয়গুলো থেকে শুরু হয়েছে ব্রেনওয়াশ


১/ চার বান্ধবী যখন খেতে বেড়িয়েছিলো। মুসলিম মেয়ে তার প্রার্থনা করে খাওয়া শুরু করলো, ক্যাথলিক মেয়েটা সেও প্রার্থনা করলো আর বলদ হিন্দু মেয়েদুটো জানেই না যে খাওয়ার আগে প্রণাম বা মন্ত্র বলে কিছু আছে।


একজনের ফ্যামিলি তো কমিউনিস্ট দ্বিতীয় জনের ফ্যামিলিতে সে দেখেছে তার মাকে সংস্কৃত মন্ত্র বলতে, কিন্তু নিজে তার মাথামুণ্ডু কিচ্ছু জানেনা।


২/ মুসলিম বান্ধবী দ্বারা মুসলিম ছেলেগুলোর সাথে দেখা করানো, প্রথম ফাঁদ। আর তাতেই বাজিমাত। মুসলিম ছেলেদের ভাষ্য অনুযায়ী জীবন এক্টাই, পরবর্তী জীবন মৃত্যুর পরবর্তী জীবন। যেকারণে এই জীবনেই ছেলেটিকে অনেক টাকা উপার্জন করে যাকাত দিতে হবে। আর হিন্দু মেয়েগুলো সিরিয়াসলি এমনই ফাকাঁমাথার হয়। সে প্রত্যুত্তর দিলনা যে, দান ধর্ম আমাদের ও অপরিহার্য। দানের বিষয়ে এত এত কিছু ছাতা কিছুই জানে না


৩/ হিন্দু মেয়েগুলোকে বোঝাতো দোযখের আগুন থেকে তাদের কেউ বাচাতে পারবে না, ব্লা ব্লা ব্লা। আচ্ছা হিন্দু মেয়ে যে মেয়েটি অন্তত নাস্তিক পরিবারের নয় সেকি নরক কি তাও জানে না??? গড়ুর পুরাণের যে সমস্ত নরকের কথা বলা আছে শাস্তির কথা বলা আছে তা তো ছেড়েই দিলাম।


৪/ কি সুন্দর ঈদে ডেকে নিয়ে গেল মুসলিম মেয়েটা তার বাড়িতে, আর তারপরই মেয়েগুলোও দিনের পর দিন কাছাকাছি হলো ছেলেগুলোর।


৫/ শারীরিক সম্পর্কে হ্যাঁ বলার জন্য ট্যাকনিক্যালি বলে নিলো কবুল। হ্যাঁ কি না এইজন্যই ত বলে যে ভালোবাসা আছে কিনা। কবুলের মানেটাই সুন্দর করে বদলে দিল আর তারপর নিয়ে গেল বিছানায়।


বাবা মা পাঠিয়েছিল নার্সিংয়ে পড়তে আর তারা মুসলিম বান্ধবীর দ্বারা চলে যেত মৌলভীর কাছে ক্লাস করতে।


৬/ যে ভগবান নিজের স্ত্রীর মৃত্যুতে পুরো ভারত ভ্রমণ করে কাঁদতে থাকে সে কিভাবে হিন্দু হয়? যে রামকে অন্যজন অপহরণ করে নিয়ে যায় সে কিভাবে ভগবান হয়? আর এইসহজ প্রশ্নগুলোর সুন্দর সাবলীল উত্তর জানা নেই ওদের?


৭/ মলে গিয়ে ষড়যন্ত্র করে সেই মেয়েগুলোর কাপড় ছিড়ে দিয়েছে আর মেয়ে গুলোকে মুসলিম মেয়েটা বুঝিয়েছে হিজাব পরলে এমন হতো না? সিরিয়াসলি? মাথা ঢাকলেই এসব টিজ থেকে বেচে যায়?? মাথা দেখেও লোকের সেক্স জাগে?


৮/ শেষমেশ যখন প্রেগন্যান্ট হলো, তখন বলে মা বাবা কিভাবে মানবে তুমি তো হিন্দু। মুসলিম হলে তো মানতো।


সবশেষে ছেলেটা লুকিয়ে গেল মৌলভীর কাছে। এইবার মেয়েকে বলতে শুরু করলো, তুমি বিয়ের আগে প্রেম করেছ হারাম বিয়ের আগে বাচ্চা পেটে এসেছে হারাম, বিয়ের আগে সেক্স করেছ হারাম। তুমি কাফের হয়ে জন্মেছ হারাম, আল্লাহ তোমাকে কেন মাফ করবে 😡😡😡😡😡


আর এসব প্রোগ্রামিংয়ের মতো সেট করে মেয়ে অন্য ছেলেকে বিয়ে হলো কনভার্টেড😡


তারপর শেষ খেলার বাকি ছিল....


৯/ বাকি মেয়ে ক্যাথলিক মেয়েটি যখন মানলো না কনভারসন তাকে ড্রাগস দিয়ে গ্যাং রেপ করলো। আর যে মেয়েটি ধরতে পেরেছিল ওর আরেক হিন্দু বান্ধবীর সাথে যা হয়েছে ওর সাথেও তাই হচ্ছে। মেয়েগুলোকে ড্রাগস দিয়ে এমন বানিয়েছিলো। তার ন্যুড পিক গুলো ভাইরাল করলো সমস্ত জায়গায়। কারণ সে কনভার্ট হলো কিন্তু বিয়ে করে বাইরে যাবে না। পরিশেষে স্যুইসাইড করে নিলো।


১০/ আর যে কনভার্ট হলো মারধর, রেপ, গ্যাংরেপ আর কি বাকি ছিল মেয়েটার সাথে; কথায় আছে যেমন কর্ম তেমন ফল।


ওর বান্ধবী খ্রিস্টান মেয়েটা ফোন করে জানিয়েওছিলো যে কি ফাঁদে পরেছিলো তারা, কিন্তু কি হলো? মেয়েটা উল্টো বুঝলো একজন মুসলিম হতে চায়নি অন্যজন মুসলিম হয়ে স্বধর্মে ফিরে গেছে তার জন্যই এমন হয়েছে ওদের সাথে। কি সুন্দর ভাবে সেট করা হয়েছে মাইন্ডে।


১১/ আরেকটা জিনিস জিহাদে নিজের আপনজনকেই কোরবান করতে হয়। সকলকে ভুলতে হয়। হাবিযাবি, কাফের হারাম, তাদের কাজ হারাম, তাদের সব হারাম কিন্তু কাফেরদের থেকে পাওয়া সম্পত্তি হারাম নয়।😆😆😆


লাভজিহাদের কেস গুলো যখন সলভ করতাম দেখতাম ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু ধর্মের বেসিকই জানে না। পরিবারে জানাতাম যখন অই এক উত্তর এমন করতেই পারে না ও তো গীতা পড়ে, প্রণাম করে আরে ভাই তাতে কি?


ধর্মের বেসিকটাই দেননি। আবার অনেকে তো আছেনই বাইরে ইচ্ছেমতো টাকা ঢেলে মন্দির ও হিন্দু উন্নয়নের চরম শিখর দেখিয়ে দিচ্ছে। কিন্তু নিজের মেয়ের বেলায় বা ছেলের বেলায় তারা ধর্মের কিছুই জানে না। কেন আপনারা পড়াশোনা করানোর আগে ধর্মের বেসিক টা বুঝান না? কেন আপনারা ভেবেই নেন যে, শিকার আপনি কখনো হবেন না যেখানে অলরেডি শিকার হয়ে গেছে আপনার মেয়ে।


আপনারা কেন মেয়েগুলোকে সঠিক ধর্মীয় শিক্ষা না দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব করার জন্য মরিয়া হয়ে যান। যার ফলস্বরূপ বিভীষিকা নেমে আসে আপনাদের মেয়েদের জীবনে!


the kerala story আমার আপনার আশেপাশে হয়ে যাওয়া ঘটনা। এইখানে বেশি কিছুই দেখায়নি বরং কম দেখিয়েছে। হ্যাঁ অনেক কম দেখিয়েছে।


এই সিনেমা দিয়ে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ কোথায় কোথায় ছড়িয়ে গেছে।


জাগুন, সোচ্চার হোন। নয়তো পরবর্তী টার্গেট আপনারই আপন কেউ।


তবে the kerala story তে একজন স্ট্রং ক্যারেক্টার রাখলে আরও ভালো হতো যেকীনা কট্টর ধর্মাপরায়ণ। যার কাছে জবাব থাকতো, দেখা যেত পরবর্তীতে সে কতটা ভালো আছে স্বধর্মে।


প্রত্যাশা করি, নিজেকে চিনতে, নিজের ব্যর্থতাগুলো জানতে, করণীয় বুঝতে, সতর্ক হতে, পরিবারকে সচেতন করতে the kerala story দেখবেন সকলে।


সংগৃহীত

==========


আরো পড়ুন:-


পড়ুন IMDB মতামত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ