ধর্মান্তর রোধ করার জন্যে প্রত্যেককে কেরালা স্টোরি সিনেমা দেখা দরকার

ধর্মান্তর রোধ করার জন্যে প্রত্যেককে কেরালা স্টোরি সিনেমা দেখা দরকার


আমরা সবাইকে বলছি ধর্মান্তর রোধ করার জন্যে প্রত্যেককে কেরালা স্টোরি সিনেমা দেখা দরকার


অথচ আমরা কি সত্য কে মানি?


@@ যেমন গীতা, উপনিষদ ও বেদ এ আছে সৃষ্টির আদিতে ঈশ্বর অনেক প্রজা সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের গোত্রের ঋষিগণ হলেন আমাদের স্ব স্ব গোত্রের আদি পুরুষ।

¤¤ অথচ আমাদের অধিকাংশ সনাতনী বিশ্বাস করে আব্রাহামিক ধর্মের অনুকরণে একক মানববানবী মনু শতরূপা আদি মানবমানবী।

@@@সনাতন ধর্মের গীতা, উপনিষদ, বেদ ষড়দর্শন এর মতে আত্মা অনাদি, কাটা, ছেঁড়া, পোড়া যায় না, ইহ জগতের কর্মফলে পূণজন্ম হয়ে এক দেহ থেকে অন্য দেহ লাভ করে। মৃত্যুর পর দেহ, মন, বুদ্ধি, কিছুই সংগে যায় না।

মোক্ষ লাভ হলেও।

¤¤ অথচ আমাদের অধিকাংশ সনাতনী আব্রাহামিক ধর্মের অনুকরণে বিশ্বাস করে আলাদা স্বর্গ নরক আছে সেখানে দেহ লাভ করে সুখ দুঃখের সাগরে ভাসবে।

@@ সনাতন ধর্মের গীতা, উপনিষদ, বেদ ও ষড়দর্শন অনুসারে জীবের ইহ জগতের কর্মফল জন্মজন্মান্তরে ভোগ করতেই হবে, কোন মাফ নেই।

¤ অথচ অধিকাংশ সনাতনী আব্রাহামিক ধর্মের অনুকরণে বিশ্বাস করে নির্দিষ্ট ধর্ম পালন করলে বা নাম নিলেই, উপবাস  করলেই ইহ জগতের পাপ মোচন হবে।

ঈশ্বর ন্যায় বিচারক সেই কথাটি ভুলে যায় বলতে গেলে।


@@ সনাতন ধর্মের মুল বিধান হলো নিস্কাম কর্ম, যেটাকে মোক্ষ প্রাপ্তির নৌকা স্বরূপ বলা হয়েছে।

¤¤¤ অথচ অধিকাংশ সনাতনীদের ধর্মচার হলো আমার এই হলে ঐ পূজা করব, শাড়ি দেব, সোনার বাঁশি দেব, মোমবাতি জ্বলাব, একটির স্থলে ডবল ছাগল বলি দেব।


এখানে আমাদের ছেলেমেয়েদের ছোট থেকেই ফ্রি পাওয়ার অভ্যাস করছি নিজের অজান্তেই।


  • আমরা এতই কামনা বাসনাতে ডুবে আছি যে-
  • ভুলে যাচ্ছি ঈশ্বর ন্যায় বিচারক।
  • ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান,
  • ঈশ্বর কাউকে অভিশাপ দেন না, তিনিও অভিশাপ নেন না 
  • ঈশ্বর কারো সাহায্য ব্যতীত সব কিছুই নিয়ন্ত্রন করেন, কারণ---
  • ঈশ্বর সর্বজ্ঞ 
  • ঈশ্বর সর্বব্যাপক,
  • ঈশ্বর সর্বশক্তিমান,
  • ঈশ্বরের জন্ম মৃত্যু নেই,


কারণ--


  • ঈশ্বর, আত্মা ও প্রকৃতি অনাদি।
  • ঈশ্বরের কোন মুর্তি নেই।
  • ঈশ্বর এক ও অদ্বিতীয়।


@ আমরা ভুলে গেছি অসংখ্য খনার বচন-


  • পরিশ্রমে ধন আনে পূণ্যে আনে সুখ।
  • গোবরে পদ্ম ফুল হতে বলা আছে।
  • অজ্ঞান ও জ্ঞান থেকে জ্ঞানই অর্জন করতে বলা হয়েছে,
  • লোভে পাপ, পাপে মৃত্যু,


@@ বিশেষ করে কল্পিত রাধা কৃষ্ণের প্রেম কাহিনী যা আকবর, হুসেন শাহের রাজ দরবারের সভা কবি ও কর্মচারীদের দ্বারা সৃষ্ট।

আমরা গৃহের আসনে রাখছি রাধাকৃষ্ণের ছবি।


অথচ শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রী রূক্ষ্মীনী মাতার কথা অধিকাংশ সনাতনী জানেন না।

এতে শিশুকাল থেকেই শিশুমনে প্রেমটা স্বাভাবিক  মনে করছে বলে লাভ জিহাদীদের সহজে শিকারে পরিনত হচ্ছে।

সাথে সেই লোভতো আছেই।


এর সাথে পরিবারের চিন্তা চেতনা সব মানুষ সমান, যতমত ততপথ। যার কারণে বন্ধু-বান্ধবীদের খপ্পরে পরছে প্রতিনিয়ত। 


আমার এত কিছু বিশ্লেষণ করার পেছনে মুল কথা হলো শুধুমাত্র কেরেলা ফাইলস দেখলে হবে না, সত্যকে জানতে হবে, সনাতন ধর্মের গ্রন্থ না পড়ে সিনেমা নাঠক  দেখে, কানে শুনে ধর্ম জাহির করা, ধার্মিক হয়ে ধর্মের সিদ্ধান্ত দান বন্ধ করতে হবে।


#kerala_story

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ