হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা | বিচার বিভাগীয় তদন্ত স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

Attack on Hindu community Judicial investigation suspended
সুপ্রীম কোর্ট, বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক, প্রকাশ: ৩০ জানুয়ারি ২২ । ২১:০৪


দূর্গাপুজাকে কেন্দ্র করে গত বছর দেশের ৬ জেলায় হিন্দু সম্প্রদায়, তাদের বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল দ্রুততম সময় অথবা তিন মাসের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই আদেশ দেওয়া হয়।


প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ রোববার এই আদেশ দেন। 


আদেশে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৬ জেলায় হিন্দু সম্প্রদায়ের বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্থগিত থাকবে বলে বলা হয়েছে। 


আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।


গত বছর দূর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলার ঘটনায় ওই বছরের ২১ অক্টোবর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস রিটটি করেন। 


রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব এবং ৬ জেলার ডিসি-এসপিসহ ১৯ জনকে বিবাদী করা হয়।


রিটে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া এবং হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ দোষী সরকারি কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন সব ধরনের পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণেরও নির্দেশনা চান রিটকারীরা। এর পর হাইকোর্ট ২৮ অক্টোবর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি রুলও জারি করেন।


সূত্র: সমকাল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ