তারাগঞ্জে রাতের আধারে ৩টি মন্দিরের প্রতীমা ভাংচুর

তারাগঞ্জে রাতের আধারে ৩টি মন্দিরের প্রতীমা ভাংচুর

Posted by razzakbp on ফেব্রুয়ারি ২৪, ২০২০


সুমন আহমেদ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে রাতের আধারে ৩টি মন্দিরের প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বানিয়াপাড়া গ্রামে। স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বানিয়াপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে রাখা সরস্বতী প্রতীমা, ভূপতি রায়ের বাড়ির মন্দিরের মহাদেব প্রতীমা এবং ধৈর্য্য রায়ের বাড়ির মন্দিরের মহাদেব প্রতীমা শনিবার দিবাগত রাতে কে বা কারা ভেঙ্গে দিয়ে যায়। প্রথমে গ্রামবাসী বিষয়টি বুঝতে না পারলেও পরবর্তীতে যখন তারা জানতে পারে একই রাতে একই গ্রামের ৩ টি মন্দিরে একই ভাবে প্রতীমা ভেঙ্গে পড়ে রয়েছে খবরটি প্রকাশ হওয়ায় এলাকায় বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাড়িয়ার কুঠি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। চলছে লোকজনের মাঝে নানা গুঞ্জন। বানিয়াপাড়া গ্রামের ধৈর্য রায়ের স্ত্রী ছবিতা রানী বলেন, শনিবার সন্ধ্যা পুজা সেরে ঘরে যাই। পরের দিন সকালে উঠে দেখি মহাদেবের মাথা ও হাত পা ভাংগা।উবুর হয়ে পরে আছে।রাতে কে বা কারা এই কাজ করছে।ভগবান তাদের ভালো করবে না।আমরা এর বিচার চাই। তারাগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কুমারেশ রায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্যই দু:স্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে।আমরা চাই এই ঘটনার সুষ্ট তদন্ত হউক অপরাধী অতিশিগ্রই ধরা পড়ুক। ওসি জিন্নাত আলী বলেন, যেহেতু এই ঘটনাটি সেনসেটিভ বিষয় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে তাই আমরা এর সঠিক তথ্য বের করেই ছাড়বো। অতিরিক্ত পুলিশ সুপার, (বি সার্কেল), আবু মারুফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে মূল ঘটনা বের করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। 


সূত্র: বীরগঞ্জ প্রতিদিন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ