পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলতে গিয়ে হিন্দুবিদ্বেষ ও আদিবাসীবিদ্বেষ প্রকাশ করলেন মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী

পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলতে গিয়ে হিন্দুবিদ্বেষ ও আদিবাসীবিদ্বেষ প্রকাশ করলেন মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীপিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলতে গিয়ে হিন্দুবিদ্বেষ ও আদিবাসীবিদ্বেষ প্রকাশ করলেন মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী
 

৮ জুলাই ২০২৫


The Post নামের একটি পেজে বর্তমানে নতুন সরকার ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে তাহরিকে খাতমে নুবুওয়াত, বাংলাদেশ এর আমির  মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যকে কোট করে একটি ফটোকার্ড প্রকাশ করেছে। তিনি তার বক্তব্যে পি আর পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি গ্রহণ করলে কী হবে সে বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সরাসরি কোনরকম রাখঢাক না করেই হিন্দুবিদ্বেষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সম্পর্কেও বিদ্বেষমূলক কথা বলেছেন। তিনি যা বলেছেন, তা সংক্ষেপে ফটোকার্ডটিতে প্রকাশ পেয়েছে। সেখানে লেখা আছে:--


পিআর পদ্ধতিতে নির্বাচনের সরকার প্যারালাইজড সরকার হবে- মুফতি ড. মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী, তাহরিকে খাতমে নুবুওয়াত, বাংলাদেশ এর আমির


ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন চায়, আমি এটার পক্ষে না। শরীয়তও এটাকে সমর্থন করে না।


দুইটা সমস্যা-

এক. সংখ্যানুপাতিক নির্বাচনে ভোট দিলেন, আপনার এলাকায় পেলেন এমন এক এমপি, যে একটা চোর।

দুই. হিন্দুরা যদি নির্বাচন করে সংখ্যানুপাতের ভিত্তিতে অনেকগুলো আসন পেয়ে যাবে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা অসংখ্য আসন পেয়ে যাবে। তখন হবে কী, ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে।


এতে করে কী হবে, যে সরকার হবে সেটা হবে প্যারালাইজড সরকার। দেশ হবে প্যারালাইজড দেশ। এটাই পশ্চিমারা চায়।


সূত্র: ফেসবুক



মুফতির বক্তব্যের ভিডিও । ভিডিও সূত্র এখানে




Post a Comment

0 Comments