লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানীর হিন্দুবিদ্বেষ

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানীর হিন্দুবিদ্বেষ
 

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানী (Imam Zafar Numanee) মনে করেন শেখ মুজিবুর রহমান ছিলেন দেবদাস চক্রবর্তী, আর সেজন্য তার রক্ত ছিলো দুষিত।


তিনি শেখ মুজিবুর রহমান এর ছোট কন্যা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সম্পর্কে একটি দুর্নীতিবিষয়ক অভিযোগের খবর নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন-


মুজিবের (AKA দেবদাস চক্রবর্তী) দূষিত রক্ত তো, তাই সেই আমল থেকেই সবগুলো চোট্টা। সবই বল্টুদার আদর্শ।


এই হচ্ছে আমাদের কিংবদন্তী শিল্পীদের ঘরের অবস্থা। শোনা যায় তার বাবা কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক, আবু জাফর ছিলেন জামাতের রুকন! আর এদিকে মা করেন লালন সাধনা আর ছেলে বিশ্বাস ও প্রচার করে হিন্দুবিদ্বেষ। শেখ মুজিবুর রহমানকে ছোট বা অপমান করতে তাকে হিন্দু ধর্মাবলম্বী বলে অপবাদ দেয়, যেন হিন্দু হওয়াটা দোষের। নোমানী মনে করেন শেখ মুজিবুর রহমান যেহেতু হিন্দু ছিলেন, সেহেতু তার রক্ত দূষিত। শুধু তাই নয় 'বল্টুদা' বলে তিনি সনাতন ধর্মাবলম্বীদের 'দাদা' ডাককেও ব্যঙ্গ করেছেন।

Post a Comment

0 Comments