প্রতারণা করে গোমাংস খাওয়ানোর ঘটনা

গতকাল (৭জুলাই ২০২৫) দুপুর ২টা নাগাদ ভার্সিটি মেইনগেটে যাওয়ার উদ্দেশ্য কুমারপাড়া থেকে একটা অটোরিকশাতে উঠি। রাস্তায় যাওয়ার সময় কুরবানি ঈদে ঘটে যাওয়া এক ঘটনার বর্ণনা শুনি অটোরিকশাওয়ালা মামার কাছ থেকে।


তালাইমারি মোড় ক্রস করার সময় অন্য আরেক অটোরিকশাওয়ালা মামা (সনাতন ধর্মাবলম্বী) উক্ত অটোরিকশাওয়ালা মামার সাথে মজা নিচ্ছিলো, কথা কাটাকাটি করছিলো এবং রুয়েট গেট অব্দি টক্কর দিচ্ছিলো ২জনে মিলে।


কিন্তু কাজলায় যাওয়ার আগেই অই অটোরিকশাওয়ালা মামা আমাদের অটোরিকশা কে ক্রস করে চলে যান। এরপরে অটোরিকশাওয়ালা মামা উক্ত অটোতে বসে থাকা এক যাত্রীর সাথে (কথা শুনে বুঝি উনারা ২জন এবং হিন্দু অটোরিকশাওয়ালা মামা একই এলাকার)  এভাবে যে, কিছুদিন আগে পার হওয়া কুরবানি ঈদে অই অটোরিকশাওয়ালা মামাকে নাকি খাসির মাংসের নাম করে পরোটার সাথে গরুর মাংস খাওয়াইছেন। তিনি বলেন, গরুর মাংস কে এমন ভাবে খাসির মাংসের মতো সরু সাইজ করে কেটেছিলেন যেন না বোঝা যায় যে অইটা গরুর মাংস। এভাবে মিথ্যা বলে উক্ত অটোরিকশাওয়ালা মামাকে গরুর মাংস খাওয়াইছিলেন। অই মামা নাকি খাওয়ার পরে বুঝেছিলেন গরুর মাংস খেয়েছেন খাসির মাংস ভেবে।


ততক্ষণে অটো ভার্সিটি মেইনগেটে চলে আসে এবং আমি অটো থেকে নেমে যাই। মানিব্যাগ বের করে ভাড়া দেওয়ার সময় উনি আমার হাতে লাল সুতা দেখে বলেন মামা, আপনি হিন্দু? এরপরে তাড়াতাড়ি ভাড়া নিয়ে অটো অনেক জোরে টান দিয়ে চলে যান।


আমি ড্রাইভারের পাশে বসেছিলাম। পিছনের সিট গুলোতে আরও ৪জন বসেছিলো। তারা সবাই মুসলিম ধর্মের ছিলেন এবং উক্ত ঘটনা শুনে হাসাহাসি করছিলেন। 


সনাতন ধর্মাবলম্বী সবাইকে সতর্ক করার উদ্দেশ্য এই ঘটনা শেয়ার করা।  অন্য ধর্মের কাউকে ভুলেও কখনো অন্ধ বিশ্বাস করবেন না, এতে সে যতই আপনার কাছের বন্ধু বা আপন মানুষ হোক না কেন।


নাম প্রকাশে অনিচ্ছুক

Post a Comment

0 Comments