মিথ্যাচারঃ কয়েকবছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব প্রচার করা হচ্ছে যে ভারতের বিখ্যাত হিন্দু ধর্মগুরু ড. শিবশক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতে ভেঙে পড়েছে ভারতের হিন্দুরা এবং অনেকেই দলে দলে মুসলিম হয়ে যাচ্ছে।
সত্যানুসন্ধানঃ ভিডিওটা খুব ভালো করে দেখলেই স্পষ্ট হয় যে ভিডিওটা একটা কাল্পনিক গল্পকে কেন্দ্র করে বানানো। ভিডিওতে শিবশক্তির ইসলাম গ্রহণের কোন চিত্রই দেখানো হয় নি। কেবল কতগুলো অপ্রাসঙ্গিক ছবি দেখানো হয়েছে এবং স্ক্রিপটেড গল্প বলা হয়েছে। আসলে শিবশক্তি চরিত্রটিই সম্পূর্ণ কাল্পনিক। এই নামে ভারতে কোন ধর্মগুরু নেই তাই এই চরিত্রের কোন হিন্দু ধর্মগুরুর ইসলাম গ্রহণের দাবীটি সম্পূর্ণ মিথ্যা। মিথ্যাচারীরা ড. শিবশক্তির নামে যে ছবিটি প্রচার করছে সেটা মূলত ব্রিটিশ গায়ক ক্যাট স্টিভেন্সের। তিনি ছিলেন একজন নামকরা পপস্টার। ১৯৪৮ সালে জন্ম নেওয়া ক্যাট স্টিভেন্স ১৯৭৭ সালে ইসলাম গ্রহণ করে গানের জগৎ থেকে সরে যায় কিন্তু তার গিটারটি নিলামে তুলে ভালো টাকা কামিয়ে নেয়। তখন তার নাম হয় ইউসুফ ইসলাম। তবে ২০০৬ সালে তিনি আবার গানের জগতে পুরোদমে ফিরে আসে এবং নাম থেকে 'ইসলাম' সরিয়ে দেন। তার সকল এলবামের কভারে কেবল ইউসুফ লেখা শুরু করেন। ২০১৭ সাল থেকে তিনি ইউসুফের সাথে আবার তার পুরনো নাম ইউসুফ/ক্যাট স্টিভেন্স লেখা শুরু করেন। উল্লেখ্য যে, তিনি সালমান রুশদীর বিরুদ্ধে দেওয়া ইসলামী ফতোয়াটি কখনই সমর্থন করেননি।
যাইহোক সত্যানুসন্ধানে পাওয়া গেলো ক্যাট স্টিভেন্স একটি বৈচিত্রময় চরিত্র এবং ড. শিবশক্তি একটি কাল্পনিক চরিত্র। ধর্মপ্রচার করতে হয় সত্যের পথে দাঁড়িয়ে। মিথ্যার ভীতের উপর দাঁড়িয়ে যারা প্রচার করে তারা ধর্ম নয়ে, মতবাদের প্রচার করে।
সকলের উদ্দেশ্যে SPS টিমের একটিই পরামর্শ ও অনুরোধ, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো কোন তথ্যই যাচাই-বাছাই না করে গ্রহণ করবেন না। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সত্যকে সত্যরূপে দেখতে চাইলে SPS এর অফিশিয়াল গ্রুপ ও পেজে যুক্ত থাকুন।
© SPS শাস্ত্র গবেষণা কমিটি।
সনাতন শাস্ত্র ও দর্শন প্রচারে বদ্ধপরিকর।।
Sanatan Philosophy and Scripture (SPS)
Page Link: SPS
Group link: Sanatan Philosophy and Scripture (SPS)
0 মন্তব্যসমূহ