নমস্কার 🙏
অনেকেই মুসলিমদের দ্বারা হেনস্থার অভিজ্ঞতা বলছে।তাই আমিও বলি...
ঘটনাটা তখনকার যখন আমি ৫ম শ্রেণীতে পড়ি। বাবার চাকরিসূত্রে আমরা গাজীপুরের শ্রীপুরে থাকতাম। তো আমি ৫ম শ্রেণীতে থাকাকালীন কিছুই তেমন বুঝতাম না ধর্ম নিয়ে। বই এর পড়াই পড়তাম। পুরো স্কুলে (কিন্ডারগার্টেন) ৫ম শ্রেণী পর্যন্ত আমিই একমাত্র সনাতন ছিলাম। কোনো শিক্ষকও সনাতন ছিলেন না যে আমাকে ধর্ম বুঝাবেন। আমাদের ক্লাস টিচার ছিলেন সদ্য হুজুর টাইপের। উনি রোজ টানা ২ ঘণ্টা অংক আর ইংরেজি পড়াতেন। এর মাঝে তিনি প্রতিদিনই প্রচুর ইসলামিক গল্প বলতেন। তখন বুঝতাম না তবে সবই শুনতাম। আস্তে আস্তে আমার উপর উনার প্রভাব শুরু করেন। প্রথমত আমাকে এই হাদীসগুলা বিশ্বাস করাতেন। এভাবে একদিন তিনি সবার সামনে সবাইকে প্রশ্ন করে, "তোমার সৃষ্টিকর্তা কে?" সবাই বলে আল্লাহ। এদিকে আমি তো কিছু বলছি না। এবার আমাকে শুধু প্রশ্ন করেন এটা। আমি চুপ করে ছিলাম। স্যারসহ সবাই আমাকে জোর করছিল যে আল্লাহ বলতে। আমি বলিনি। পরে স্যার বলে, "আমার কানে আস্তে করে বলো"। আমার সত্যিই মনে নেই বলছি কিনা তবে এটা স্পষ্ট যে স্যার আমার মাথা খেয়ে ফেলেছিল যাকে ব্রেনওয়াশ বলে। আমি এবিষয়ে পরিবারকে জানাই নি কারণ আমি এগুলো নিয়ে তেমন ভাবতাম না। এখন ভাবি যে ওরা কতটা নিচে নামতে পারে।
শুধু কি তাই ... ওই স্কুলেই ৭ম শ্রেণীতে থাকাকালীন এক স্যার (নেত্রকোনা বাড়ি) প্রতিদিনই অংক ক্লাসে এসে সনাতন ধর্ম নিয়ে খারাপ খারাপ মন্তব্য করত। ৩৩ কোটি কুদা, মূর্তি..ব্লা ব্লা। আমার চোখ দিয়ে জল এসেছিল এসব শুনে। এই বিষয়ে আমি আমার বাবাকে বললে বাবা প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করে। পরে আর এমন করেনি।
তবে আমরা সহপাঠীরা আমার ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করেনি কখনো। এসব কিন্ডারগার্টেন স্কুলে প্রথমত সনাতন ধর্মের শিক্ষক থাকে না আর দ্বিতীয়ত সনাতন ধর্ম আর ইসলাম ক্লাস একসাথে হয় ফলে নানা রকম কটুক্তি শুনতে হয় । আর অনেক বাবা মা এসব খবর রাখে না যে ধর্ম নিয়ে কেউ কিছু বলে নাকি বা ধর্ম তেমন বুঝায়ও না। আমি একা একা ৮ম শ্রেণী পর্যন্ত ধর্ম বই পড়েছি।
আবার আমার যে বাসায় ভাড়া থাকতাম সেখানে একছেলে ১ম শ্রেণীতে পড়ে আর আমি ৮ম এ, ও আমাকে "ঐ হিন্দুর বাচ্চা" বলে ডাকত। পরে একদিন দিছি ধরে মাইর ।আর ওর মা আমার সাথে তর্ক করে, আমি বলছি।
আমার মা শুধু একদিন ঘরে ধূনা দিয়ে ধুনচি লাগিয়েছিল। পাশের ঘরের এক আন্টি বলতেছে এগুলো কী লাগাইছেন, আমার বমি আসতেছে, তাড়াতাড়ি নিভান। আমার মা কষ্ট পাইছিল ওইদিন।
এরকম ওদের ছোট থেকে শিখানো হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সবাই আপনাকে উপরে সম্মান দেখাবে কিন্তু সুযোগ পেলেই আপনাকে ছাড়বে না। আমি এমনি বলছি না আমি এসবের মধ্যে দিয়ে গেছি। আমার এ ধারণা মজবুত হলো যখন আমার কলেজের বেস্ট ফ্রেন্ড আমার ধর্ম নিয়ে হীনতা প্রকাশ করল। খুব খারাপ লাগছিল সেদিন।
সেজন্য সবাই যে খারাপ তেমন না।
যার কারণে আমি এখন আমার ছোট সবাইকে এসব নিয়ে সাবধান হতে বলি। এখন দ্বাদশ এ পড়ি এবং অগ্নিবীরের সাথে থেকে নতুনভাবে নিজ ধর্মকে জানতে ও বুঝতে শিখছি।
0 মন্তব্যসমূহ