কি বলে শুরু করব জানি না। হয়তো আমি গুছিয়ে বলতে পারব না। আমার জীবনটা খুব অগোছালো এবং জটিল হয়ে গেছে। কেন লিখছি কি সমাধান চাইছি তাও জানি না। আমরা চার বোন ছিলাম। বাবা মার খুব আদরে বড় হয়েছি। বোনদের মধ্যে আমি তৃতীয়। বোনদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। দু বোনের বিয়ের পর থেকেই দেখেছি তাঁরা তাঁদের শ্বশুরবাড়ির মানুষের মানসিক এবং স্বামীর শারীরিক অত্যাচারে জর্জরিত। আমি এমন জীবন চাইনি। জাত ধর্ম কিছুই দেখিনি শুধুই জীবনে শান্তি চেয়েছিলাম, একজন ভালো জীবন সঙ্গী চেয়েছিলাম। আমার বয়স 30 বছর। বিবাহিত এবং 20 মাস বয়সের বেবি আছে। আমি মাস্টার্স শেষ করেছি Accounting এ এবং এক বছরের পিজিডি করেছি এইচ আর এম 2019 এ। সরকারি জবের আশায় প্রাইভেট জবেও ঢুকিনি। 6বছরের প্রেম, 3 বছরের বিয়ে। 2021 এ বিয়ে হয়। আমার স্বামী আর আমি ভিন্ন ধর্মের ছিলাম। তার সাথে পরিচয় আমার friend এর মাধ্যমে। প্রেম চলাকালীন তার এতো যত্ন, ভালোবাসা দেখে নিজেকে আমার খুব লাকি মনে হতো। কখনও মনেও হয়নি তিনি মিথ্যা বলছেন। যেই আমি সব সময় career oriented ছিলাম সেই আমি লেখাপড়া শেষ করে জব এ না ঢুকেই বিয়ে করে ফেলি। ভেবেছিলাম একটা চাকরির ব্যবস্থা করেই বাবা মাকে manage করব।
যা ভেবেছিলাম সেই অনুযায়ী কিছুই হয়নি। বিয়ের পর থেকেই দেখছি তিনি আমাকে অনেক কিছুই সত্যি বলেননি। প্রেম চলাকালীন আমি জানতাম বাবা মা আর তারা দুইভাই মিলে তাদের পরিবার। বিয়ের আগেই তাদের সাথে আমার দেখা হয়েছিল। পরবর্তীতে তাদের পারিবারিক ঝামেলার কারণে জানতে পারি সৎ বাবা। তার বয়স , তার আয়ের উৎস, তার লেখাপড়া নিয়েও সত্য বলেননি। এতো মিথ্যার জন্য তার মধ্যে কোন অনুশোচনা নেই। উল্টা এমন ভাবে কথা বলবে যেন আমি দোষী। রেগে গেলে তিনি অত্যন্ত নোংরা ব্যবহার করেন। পরে এসে সরি বলে ভালোবাসার নাটক করেন। আমার কাছে সব নাটক মনে হয় এখন। মানুষের সামনে আমাকে হাসিরছলে অপদস্থ করেন। তাকে বললে বলে তিনি নাকি দুষ্টামী করছেন। স্বামীর প্রতি আমার কোন ধরনের ভালোবাসা বা শ্রদ্ধা অবশিষ্ট নেই। বলা চলে ঘৃণা ধরে গেছে। বাচ্চার জন্য জবেও ঢুকতে পারছি না। বয়সও শেষ হয়ে যাচ্ছে। বাবা মা বোনরা পারিবারিক এবং সামাজিক ভাবে আমার জন্য অপদস্থ হচ্ছেন। বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন। আমি কিছুই করতে পারছি না । তাঁদের সাথে যখন কথা বলার চেষ্টা করি কাজের লোকের সাথেও মানুষ এভাবে ব্যবহার করে না যেমন টা তারা করেন। স্বামীর কাছ থেকে মানসিক সাপোর্ট চাইলে সে বলে মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি টান থাকা উচিত না। আরও এমন সব কথা বলবে তখন সত্যি মরে যেতে ইচ্ছা করে এই ভেবে যে এমন মানুষের জন্য আমি সব ছেড়েছি!! একসময় এই লোকটাই বলছিলেন আমার বাবা মাকেও উনি দেখবেন। লেখাপড়া করে নাকি মানুষ বিচক্ষণ হয় আমি হয়েছি বেআক্কেল। সব দিক দিয়েই নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে। ইচ্ছা করে সুইসাইড করে ফেলি। বাবা মার প্রতি যে অবিচার করেছি এই অপরাধবোধেই আমি হয়ত মরে যাবো।
উল্লেখ্য আমার বা বাচ্চার সব প্রয়োজন তিনি মেটান। কাউন্সেলিং এর কথা বলে লাভ নেই, স্বামী নিজেকে সবজান্তা মনে করেন। তার কাছে এসব টাকা অপচয় ছাড়া আর কিছু না।
0 মন্তব্যসমূহ