নমস্কার, আজ সকালে আমার পরিচিত এক ছোটো বোন আমাকে জানায়
সে একটা ছেলের সাথে ৪ বছর সম্পর্কে জড়িত। ছেলে নাস্তিক, ছেলের পিতা মুসলিম মাতা হিন্দু ধর্ম থেকে কনভার্ট হয়ে তার পিতাকে বিয়ে করেছিলেন বাট তিনি কোনও ধর্ম পালন করেন না। তার বোন পালিয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু হয়ে গিয়েছে। সেজন্য তার পিতা মেয়ের সাথে সম্পর্ক শেষ করেছে। ছেলে এখন মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এখন মেয়ে জানায় কোনো মুসলিম ছেলেকে সে বিয়ে করতে পারবে না, তখন ছেলে বলে মেয়ের জন্য সে হিন্দু ধর্মে কনভার্ট হতে রাজি। মেয়ে আমাকে বলে লাস্ট ৪ বৎসরে ছেলে তার সাথে মন্দির গিয়েছে পুজোর প্রসাদ খেয়েছে। সব ঠিক আছে কিন্তু হিন্দু ধর্মকে সে আপন করে নিতে পারেনি, স্টিল সে নাস্তিক। তাছাড়া মেয়ে নিজেও ছেলেকে অনেক ভালোবাসে।
এই অবস্থাতে মেয়ের কি করা উচিত সে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি উত্তর খুঁজে পাইনি তাই অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।।
মতামত---
ছেলে হিন্দু হতে চাইলে তাকে হিন্দু বানিয়ে বিবাহ করতে পারে। আর নাস্তিক মনোভাব থাকা খারাপ না, অন্তত কুসংস্কারপূর্ণ মতবাদ গ্রহণের থেকে নাস্তিক অবস্থা ভালো। ছেলেকে বেদের দর্শন বুঝালে আস্তিক হয়ে যাবে। তবে আসলেই ছেলে নাস্তিক না কি এটা তার কৌশল মাত্র, সে বিষয়ে ভালোভাবে বুঝে তারপর বিবাহ করা উচিত। কারণ, এদের ছলনার শেষ নাই।
মতামত---
গায়ক অর্নবের বাবাও মুসলিম বিয়ে করে এবং ছেলে ঠিকই ইসলাম ধর্ম পালন করে। ছেলেও দু'টো বিয়ে করেছে দু'টোই হিন্দু। ছেলে হোক কিংবা মেয়ে বিয়ের পর ধর্মটা কেবল হিন্দুদের পরিবর্তন করতে হয়। আর কোন মুসলিম ছেলে হিন্দু মেয়ের জন্য হিন্দু হয়ে বিয়ে করে ফেলবে এটা স্বয়ং সৃষ্টিকর্তা এসে বললেও বিশ্বাস করব না। এটাও একটা লাভ জিহাদের চক্রান্ত।
মতামত---
যে ৪ বছরে বদলায়নি সে সারা জীবনেও বদলাবে না। তার থেকে দূরে সরে আসাই ভালো। পরে পস্তানোর চেয়ে আগে ছেড়ে আসাই ভালো।
মতামত---
ছেলের বাপে হিন্দু বিয়ে করে মুসলিম বানায়। আর নিজের মেয়ে হিন্দু বিয়ে করলে সম্পর্ক বিচ্ছেদ ঘটায়।
বাহ তালিয়া।
সেজন্যই একটা বিশেষ ধর্মের মানুষ থেকে সর্বদা সাবধানে থাকা উচিত
মতামত---
১) মেয়ে যখন কোন মুসলিম ছেলেকে বিয়ে করবে না, তো বাবা ৪ বছর রিলেশন কেন রাখল বুঝলাম না। সে কি মনে করে ছেলের হিন্দু হওয়া এত সহজ।
২) ছেলের পরিবারে মা পালিয়ে এসে মুসলিম বিয়ে করছে, মেয়ে আবার পালিয়ে হিন্দু বিয়ে করে হিন্দু হয়েছে😆😆😆😆, বেশ মজা পেলাম।
তবে পিতা মাতা নাকি তার সাথে সম্পর্ক রাখেনা। এখানে তো তার পরিবারের মনোভাব সম্পর্কে যথেষ্ট চিন্তা করতে হবে এবং মনোভাব সুবিধার মনে হয় না। উপরে এক দাদা কমেন্ট করেছে ন, একমত।
৩) সর্বোপরি মেয়ের নিজের পরিবারের কথাও সর্বাগ্রে ভাবা উচিত।
মতামত---
বোন হিন্দু ছেলেকে বিয়ে করায় পিতা সম্পর্ক ছিন্ন করেছে, পিতা নিজে হিন্দু মেয়ে বিয়ে করে মুসলিম বানায়। অর্থাৎ পিতা সম্পুর্ন লাভ জিহাদী। নাস্তিকতা একটা কৌশল মাত্র। পরে একসময় টুপি পড়ে নামাজ হজ্জ শুরু করবে এবং সাচ্চা মুসলমান হবে, হিসেবের বেহেশত আগেই বাগিয়েছে।
যা হোক ছেলে হিন্দু হবে না, হলেও থাকে না, পরে মেয়েকে ফেলে গিয়ে আরেকটা বিয়ে করবে, ইতিহাস/প্রাকটিস তাই বলে।
এই অবস্থায় মেয়েকে সরে আসা উত্তম। না আসতে পারলে জীবনের সাথে জুয়া খেলা হবে। বাকীটা মেয়ের সিদ্ধান্ত
0 মন্তব্যসমূহ