স্কুল ক্যন্টিনে টিফিন পিরিয়ডে নুডুলস খাচ্ছিলো আদিত্য। হটাৎ পাশে থাকা রফিক তাকে গো-মাংস খাওয়ার অফার করলো। সে না করে দিতেই, কারন জানতে চাইলো। মিনমিন স্বরে সে বললো গরু আমাদের মা। এতেই পাশে থাকা সবাই হো হো করে হেসে উঠলো। শরিফুল বললো-
"যত্তসব ঢং আর কুসংস্কার তোদের ধর্মে। খুব তো চামড়ার বেল্ট আর জুতো পরতে পারিস, আর গোস্ত খেলেই জাত যায়! "
আদিত্য তার খাওয়া শেষ করতে পারলো না, আর্ধেক খেয়েই চলে গেলো ক্লাসে। বহু প্রশ্ন তার মনে উকি দিচ্ছে তবে কোন উত্তর সে খুজে পায় না।
পাড়া -মহল্লায় ভাগবত কথাকার বলুন বা অষ্টপ্রহর, কোথাও এসব বাস্তব জীবনে সম্মূখীন প্রশ্নের উত্তর কেউ দেয় না। তাই নিজ দায়িত্বে শাস্ত্র হতে এসব প্রশ্নের উত্তর সন্তানদের দিন। নাহলে এর ফল আপনাকেও ভুগতে হবে। আজ হোক বা কাল.....
0 মন্তব্যসমূহ